পদ্মার পাড়ে রিয়াজ ও মম

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০৬: ৩২
আপডেট : ০২ মার্চ ২০২২, ০৯: ৪৬

মানিকগঞ্জের গোপীনাথপুর থেকে প্রায় এক ঘণ্টার ট্রলারযাত্রা শেষে যে ঘাটে পৌঁছানো গেল, তার নামটি বেশ সুন্দর—গঙ্গাদধি। অনেকটা দূর থেকে আভাস পাওয়া যাচ্ছিল, ওখানেই চলছে শুটিং। নদীর পাড়ে ভিড় করে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। তাঁরা শুটিং দেখতে এসেছেন। কেউ আশপাশের গ্রাম থেকে, কারও বাড়ি আরও দূরে। তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, অনেক আগে এ এলাকায় শাকিব খানের একটি সিনেমার শুটিং হয়েছিল। তারপর এ মুখো হয়নি কোনো শুটিং ইউনিট। এত বছর পর ‘রেডিও’ সিনেমার শুটিং করতে অনন্য মামুন পা রেখেছেন ওই চরে। গ্রামের মানুষের তাই আগ্রহের কমতি নেই।

রোববারের দুপুরের রোদ যেন আরও তীব্র। ছায়ার উৎস কেবল একটি মাঝারি আকৃতির কাঁঠালগাছ। তার নিচে চেয়ার পেতে বসে আছেন রিয়াজ, মম, নাদের চৌধুরী ও লুৎফর রহমান জর্জ। নানা বিষয়ে গল্প চলছে। খানিক বাদে ডাক পড়লে পাড়ের খাদ বেয়ে সাবধানী পায়ে তাঁরা নেমে গেলেন চরে। ওখানে চিত্রগ্রাহক হৃদয় সরকার ক্যামেরা তাক করে আছেন। শট শুরু হবে।

দৃশ্যটি এমন—নদীর চরে হঠাৎ এক বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ-কান ও-কান করে খবর পৌঁছালে দৌড়ে আসেন সবাই। লাশ ঘিরে চলতে থাকে মাতম। এ দৃশ্যের শুটিং করতে বিকেল গড়িয়ে গেল। এরপর হঠাৎ বৃষ্টি। অনেকটা পথ দৌড়ে টিনে ছাওয়া ছোট এক ছাউনিতে আশ্রয় নিলেন ইউনিটের সবাই।

বৃষ্টির তীব্রতা বাড়ছে। সন্ধ্যা নামছে পদ্মার পাড়ে। এদিন আর শুটিং হবে কি না, এ নিয়ে সংশয়। এর মধ্যে ‘রেডিও’ সিনেমায় স্কুলশিক্ষক চরিত্রের অভিনেতা রিয়াজ বললেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে। প্রত্যন্ত এই অঞ্চলে যেখানে একটিমাত্র রেডিও ছিল খবর পাওয়ার সম্বল, সেখানে ৭ মার্চের ভাষণ কীভাবে উজ্জীবিত করেছে সাধারণ মানুষকে, সেটিই এ সিনেমার গল্প।’

‘রেডিও’ সিনেমার গল্প লিখেছেন আনন জামান। ৭ মার্চ সিনেমাটির প্রিমিয়ার করা হবে, এ উদ্দেশ্য নিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে কাজ, জানালেন নির্মাতা অনন্য মামুন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত