ক্ষুধার্তের মুখে হাসি ফোটায় ‘ব্যাক বেঞ্চার মেজবান’

জাহিদ হাসান, যশোর
Thumbnail image

শুক্রবার বেলা পৌনে ২টা। যশোর শহরের বাণিজ্যিক এলাকা রবীন্দ্রনাথ সড়কের (আরএন রোড) নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট মার্কেট। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আশপাশের সব দোকানই বন্ধ। এমন সময় দুই যুবক এসে মার্কেটের গেটে ব্যানার টানালেন। তাতে লেখা, ‘ব্যাক বেঞ্চার মেজবান’। ভেতরে ঝাড়ু দিয়ে মেঝেতে পাতা হলো চট।

এর মধ্যে দু-একজন করে ছিন্নমূল, শ্রমজীবীসহ দরিদ্র মানুষ আসতে থাকেন। একটু দূর থেকে কয়েক হাঁড়ি রান্না করা খাবার এবং পরিবেশনের থালা-গ্লাস নিয়ে আসেন আরও কয়েক যুবক। এর মধ্যে বিভিন্ন বয়সী চার শতাধিক মানুষে ভরে যায় এলাকা। শুরু হয় খাবার পরিবেশন। তৃপ্তি ভরে খিচুড়ি-মাংস খেয়ে মানুষগুলো চলে যান। এ জন্য কাউকে কোনো টাকা দিতে হলো না।

দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে প্রতি মাসের প্রথম শুক্রবার দুপুরে এমন খাবারের ব্যবস্থা করে যশোরের এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘ব্যাক বেঞ্চার’। খাবার আছে যতক্ষণ, পরিবেশন করা হবে ততক্ষণ—এমন স্লোগান নিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে এই কার্যক্রম চালানো হচ্ছে। প্রথম দিকে ৬০ থেকে ৭০ জন মানুষ খেতে আসলেও এখন তা চার শতাধিক মানুষে দাঁড়িয়েছে, যা প্রতি মাসে বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খেতে আসা শংকরপুর বস্তির বাসিন্দা প্রতিবন্ধী রুহুল আমিন বলেন, ‘শহরে ভিক্ষা করি। গত বছর একজনের মাধ্যমে জানতে পারি, এখানে প্রতি মাসের প্রথম শুক্রবার ভালোমন্দ খেতে দেয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ভিক্ষা করে দুপুরে এখানে এসে ভালোমন্দ খাই।’ গহরজান বিবি নামের আরেক ভিক্ষুক বলেন, ‘বাড়িতে মন ভরে খেতে পারিনে। আজ মন ভরে খেয়ে গেলাম। দোয়া করি, আমরা প্রতি মাসে না, প্রতি সপ্তাহে যেন এমনভাবে খেতে পারি।’

সেখানে শ্রমজীবী মানুষকেও দেখা গেল। রিকশাচালক হাবিবুর রহমান জানান, দরিদ্র মানুষ বলে ভালো খাবার সব সময় খেতে পারেন না। খাওয়া সম্ভব হয়ে ওঠে না। এই সংগঠন মাসে একবার এমন আয়োজন করে বলে খেতে এসে ভালো লাগে।

ব্যাক বেঞ্চার সংগঠনের সদস্য ১৯ জন। তাঁদের চাঁদার টাকা দিয়ে প্রথমে এই খাবারের আয়োজন শুরু করা হয়। এখন অনেক মানুষ এতে শরিক হচ্ছেন। তাঁদের সহযোগিতায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংগঠনের সভাপতি জাকিউল ইসলাম পিন্টু বলেন, ‘আমরা ভালো আছি, এই নীতিতে আমরা বিশ্বাসী না। আমরা চাই, যাঁরা সমাজের পিছিয়ে পড়া মানুষ, হতদরিদ্র; তাঁদের নিয়েই ভালো থাকতে। সেই নীতি থেকে এই খাবারের আয়োজন করে আসছি।’

সংগঠনের উপদেষ্টা লেনিন আনোয়ার জানান, শুধু মাসে একবার নয়, প্রতি শুক্রবার খাবার পরিবেশনের লক্ষ্য রয়েছে তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত