জ্বালানির আগুন কৃষিতে

মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ১২: ১৫
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭: ৩৪

তিনদিন আগে দুই বিঘা জমি পাওয়ার টিলারে চাষ করতে খরচ হয়েছে ১১০০ টাকা। আর এখন বিঘা প্রতি খরচ হচ্ছে ১৩০০ টাকা। তিন দিনের ব্যবধানে খরচ বেড়েছে দ্বিগুনের বেশি। হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে কৃষি কাজে। এতে বিপাকে পড়েছেন মাগুরার কৃষকেরা।

সম্প্রতি ডিজেল ও কেরাসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা করে বেড়েছে। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বন্ধ রয়েছে সব ধরণের পরিবহন সেবা। তবে এর প্রভাব শুধু পরিবহন সেবায় পড়েনি। পড়েছে কৃষি ক্ষেত্রেও। শীতের শুরুতে পেঁয়াজ, বেগুন, ফুলকপি, বাঁধা কপি থেকে শুরু করে সবজি চাষের ধুম পড়ে। শুরু হয় জমি প্রস্তুত করার কাজ। কিন্তু পাওযার টিলারে জমি চাষ করতে হঠাৎ করেই খরচ বেড়ে গেছে। এমনকি জমিতে সেচ দিতেও খরচ বেড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন কৃষক।

মাগুরা নীজনান্দুয়ালী এলাকার কৃষক জসিম উদ্দিন বলেন, ‘দেশি বেগুনের চাষের এখনই সময়। তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বেড়ে যাওয়ায় মেশিনে জমি চাষের খরচও বেড়ে গেছে। এক লাখে বিঘে প্রতি জমি চাষ দিতে খরচ বেড়েছে সাড়ে সাত শ টাকা। এত টাকা এখন কোথায় পাব।’

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে সেচ ব্যবস্থায়ও।

খায়রুল মোল্লা নামে এক কৃষক বলেন, সার নিয়ে সমস্যা তো চলছেই। এখন তেল নিয়ে সমস্যা শুরু হলো। পেঁয়াজের জমিতে অন্তত সপ্তাহে একববার সেচে দিতে ১০ লিটার তেল দরকার হয়। চারবার সেচ দিলে ৪০ লিটার। দাম বাড়ায় সেচে যে খরচ হবে, তাতে ফলন ভালো হলেও খরচের টাকা উঠবে না। পরিবার নিয়ে আমরা বিপদে পড়ব।’

সদরের শিবরামপুর এলাকার কৃষক হালিম মিয়া জানান, সার ও কীটনাশক বারবার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে। এখন আর সার-কীটনাশক দিলেও কাজ হয় না। তাই নিয়মিত সেচ দিতে হয়। সেচ দিতে বিঘা প্রতি খরচ হতো ১৫০ টাকা। এখন ২০০ টাকার বেশি খরচ হচ্ছে।’

মাগুরা জেলার নতুন বাজার এলাকার পাইকারী সবজি বিক্রেতা মিলন বলেন, ‘বর্তমানে এক কেজি বেগুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সেচে বাড়ি খরচ হওয়ায় বেগুনসহ সব ধরনের সবজির দাম বেড়ে যাবে।’

মাগুরা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সহকারী পরিচালক সুশান্ত কুমার প্রামানিক বলেন, ‘এখন বেলে মাটিতে প্রচুর সেচ দরকার। শীতের এই সময়টা ভেজা মাটিও রোদে শক্ত হয়ে যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত