ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে কয়েক দিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে জমির ধান, আগাম জাতের আলু ও রবিশস্যসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। জমিতে জমে থাকা পানিতে ফসল পচে নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছেন কৃষক।
জানা যায়, আমন মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূল আর কৃষি কর্মকর্তাদের পরামর্শে ভালো ফলনের সম্ভাবনা থাকলেও মঙ্গল ও বুধবার টানা বৃষ্টিতে উপজেলার সাতটি ইউনিয়নসহ পৌর এলাকার কিছু জমিতে গামর (কচি) ধানগাছ জমির সঙ্গে মিশে গেছে। আগাম জাতের আলুর জমিতে পানি জমে থাকায় ফসলের ক্ষতির শঙ্কা প্রকাশ করছেন কৃষকেরা।
শিবনগর ইউনিয়নের কৃষক দুলাল হোসেন বলেন, ‘আমি দুই বিঘা জমিতে আগাম জাতের আলু ও এক একর জমিতে ধান লাগিয়েছি। বৃষ্টি ও মৃদু বাতাসে ধানগাছ নুয়ে পড়েছে, আলুর অবস্থাও খুবই খারাপ।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এ উপজেলায় ১৮ হাজার ১৮১ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষ হয়েছে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রাও অধিক। সম্ভাব্য (চাল) উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ২০২ মেট্রিক টন। ৫০ হেক্টর জমিতে হয়েছে আগাম আলু চাষ।
এবার উফশী জাতের ধান ব্রি-৩৪, ব্রি-৩৯, ব্রি-৫১, ব্রি-৫২, বিনা-১৭, শম্পা কাটারি, স্বর্ণা-৫, গুটি স্বর্ণা, রঞ্জিত, সোনামুখী এবং হাইব্রিড জাতের টিয়া, ধানি গোল্ড, হিরা, এজেড-৭০০৬ জাতের ধান চাষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, হাইব্রিড ও সোনামুখী আগাম জাতের কিছু ধান কাটা শুরু হয়েছে।
বাকি ধানগুলো কার্তিকের শেষ থেকে কাটা শুরু হবে। ফলন যাতে ভালো হয় সেদিক লক্ষ রেখে মাঠে গিয়ে নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির কারণে অল্প কিছু ফসলের সমস্যা হয়েছে। তবে এ বিষয়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে, খুব একটা ক্ষতি হবে না।
দিনাজপুরের ফুলবাড়ীতে কয়েক দিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে জমির ধান, আগাম জাতের আলু ও রবিশস্যসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। জমিতে জমে থাকা পানিতে ফসল পচে নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছেন কৃষক।
জানা যায়, আমন মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূল আর কৃষি কর্মকর্তাদের পরামর্শে ভালো ফলনের সম্ভাবনা থাকলেও মঙ্গল ও বুধবার টানা বৃষ্টিতে উপজেলার সাতটি ইউনিয়নসহ পৌর এলাকার কিছু জমিতে গামর (কচি) ধানগাছ জমির সঙ্গে মিশে গেছে। আগাম জাতের আলুর জমিতে পানি জমে থাকায় ফসলের ক্ষতির শঙ্কা প্রকাশ করছেন কৃষকেরা।
শিবনগর ইউনিয়নের কৃষক দুলাল হোসেন বলেন, ‘আমি দুই বিঘা জমিতে আগাম জাতের আলু ও এক একর জমিতে ধান লাগিয়েছি। বৃষ্টি ও মৃদু বাতাসে ধানগাছ নুয়ে পড়েছে, আলুর অবস্থাও খুবই খারাপ।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এ উপজেলায় ১৮ হাজার ১৮১ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষ হয়েছে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রাও অধিক। সম্ভাব্য (চাল) উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ২০২ মেট্রিক টন। ৫০ হেক্টর জমিতে হয়েছে আগাম আলু চাষ।
এবার উফশী জাতের ধান ব্রি-৩৪, ব্রি-৩৯, ব্রি-৫১, ব্রি-৫২, বিনা-১৭, শম্পা কাটারি, স্বর্ণা-৫, গুটি স্বর্ণা, রঞ্জিত, সোনামুখী এবং হাইব্রিড জাতের টিয়া, ধানি গোল্ড, হিরা, এজেড-৭০০৬ জাতের ধান চাষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, হাইব্রিড ও সোনামুখী আগাম জাতের কিছু ধান কাটা শুরু হয়েছে।
বাকি ধানগুলো কার্তিকের শেষ থেকে কাটা শুরু হবে। ফলন যাতে ভালো হয় সেদিক লক্ষ রেখে মাঠে গিয়ে নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির কারণে অল্প কিছু ফসলের সমস্যা হয়েছে। তবে এ বিষয়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে, খুব একটা ক্ষতি হবে না।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে