নতুন কমিটির অপেক্ষায় বয়স চলে যাচ্ছে কর্মীদের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৩৪
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৯

গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে প্রায় অর্ধযুগ আগে। এত দিন আগে মেয়াদোত্তীর্ণ হলেও নতুন কমিটি গঠনের তেমন কোনো অগ্রগতি নেই। নতুন কমিটি না হওয়ায় ক্ষোভ আর হতাশায় ভুগছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। অনেকে আবার ছাত্রলীগের কমিটির আশায় বসে না থেকে জড়িয়েছেন যুবলীগের রাজনীতিতে।

জানা যায়, ২০১৬ সালের ২ নভেম্বর গাজীপুর জেলা শাখার বর্তমান সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন। এতে সভাপতি করা হয় মো. জাকিরুল হাসান জিকোকে ও সাধারণ সম্পাদক করা হয় মো. রাকিবুল হাসান রাকিবকে। তখন এক বছরের জন্য এ কমিটি দেওয়া হলেও সে কমিটিই চলছে।

শ্রীপুর উপজেলা ছাত্রলীগকর্মী মো. মাহাবুব হাসান বলেন, ‘ছাত্রলীগের রাজনীতি করতে করতে বয়স শেষের দিকে। দীর্ঘ বছর ধরে এক কমিটিতে চলছে উপজেলা ছাত্রলীগ। নবীনদের কোনো রকম জায়গা তৈরি হচ্ছে না ছাত্রলীগে। পদ-পদবি ছাড়াই রাজনীতি মাঠে ধরে রেখেছি দীর্ঘ বছর ধরে।’

মাহাবুব বলেন, ‘যেখানে কমিটির মেয়াদ এক বছর, সেখানে এক কমিটি চলছে প্রায় অর্ধযুগ ধরে। তৃণমূলের ছাত্রলীগের নেতা-কর্মীরা দীর্ঘ সময় অপেক্ষা করছেন নতুন কমিটির জন্য।’

মো. মাছুম মণ্ডল নামের উপজেলা ছাত্রলীগের অপর কর্মী বলেন, ‘দীর্ঘ দিন অভিভাবকহীনভাবে আমরা তৃণমূল পর্যায়ে থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। দীর্ঘ সময় নতুন কমিটি গঠন না করায় হতাশায় ভুগছি। বর্তমানে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের কোনো কার্যক্রম নেই। বিশেষ কোনো অনুষ্ঠানে ছাত্রলীগের তেমন কোনো কার্যক্রম নেই বর্তমান কমিটির।’

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব এ বিষয়ে বলেন, ‘উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পর থেকে সকল ধরনের লড়াই সংগ্রামে দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ। উপজেলা পর্যায়ের সকল ধরনের আচার অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের উপস্থিতি সব সময় সরব। জেলা কমিটি যখন আমাদের সরিয়ে দেবে তার আগ মুহূর্ত পর্যন্ত ছাত্রলীগের একজন কর্মী হিসেবে নিজেকে ধরে রাখব।’

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘ সময় করোনাভাইরাসের কারণে ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিল। এ সময় সারা দেশের মতো শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা হতদরিদ্র মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। দ্রুত সময়ের মধ্যে উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত