Ajker Patrika

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৮
আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নরসিংদীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার আইডিইবি জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সংক্ষিপ্ত আলোচনা শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় নরসিংদী পলিটেকনিকে এসে শেষ হয়।

শোভাযাত্রা উদ্বোধন করেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী ইউএমসি জুট মিলস্ লিমিটেডের এর প্রকল্প প্রধান মো. মতিউর রহমান মণ্ডল, নরসিংদী বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজির প্রিন্সিপাল ও নির্বাহী পরিচালক কে এম জিয়াউল হক মারুফ, জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌ. মোশফিকুর রহমান খান আঙ্গুর, সাধারণ সম্পাদক প্রকৌ. মো. মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক প্রকৌ. মো. মোখলেছুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত