নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিকে) একসঙ্গে আটজন সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে। সিভিল, বিদ্যুৎ ও যান্ত্রিক শাখায় তাঁদের নিয়োগ দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার এসব কর্মকর্তা যোগদানও করেছেন। তবে এই নিয়োগের ক্ষেত্রে খুব তড়িঘড়ি করা হয়েছে বলে জানা গেছে।
সিভিল বিভাগের পাঁচটি পদের মধ্যে তিনটিতে নিয়োগ স্থগিত রাখতে হাইকোর্টের আদেশ রয়েছে। এটাকে কেন্দ্র করে নিয়োগে খুব তাড়াহুড়া করা হয় বলে অভিযোগ করেন হাইকোর্টে রিট আবেদনকারী মো. জাহিদুর রশিদ ভূঁইয়া।
যদিও চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আদালতের আদেশ থাকায় আটজনকে যোগদানের সুযোগ দেওয়া হয়েছে। সিভিল বিভাগে যে তিনটি পদে নিয়োগ স্থগিত রাখার কথা বলা হয়েছে, সেগুলোতে নিয়োগ দেওয়া হয়নি।
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, ‘আদালতের বিষয়টি আমরা আইনগতভাবেই মোকাবিলা করব।’
সিটি করপোরেশন গত ৫ এপ্রিল চট্টগ্রামের একটি আঞ্চলিক পত্রিকায় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
জানা গেছে, চসিকের সহকারী প্রকৌশলী পদে মো. জাহিদুর রশিদ ভূঁইয়াকে চাকরির নিয়ম অনুযায়ী স্থায়ী না করায় প্রতিকার চেয়ে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। ১৪ ডিসেম্বর শুনানি শেষে বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জাহিদুরের চাকরি স্থায়ীকরণের ওপর রুল জারি করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাইকোর্টে রিট আবেদনের ওপর আদেশ চট্টগ্রাম সিটি করপোরেশন গ্রহণ করে ২২ ডিসেম্বর। কিন্তু ওই দিন আবার তড়িঘড়ি করে প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়। একই সঙ্গে চাকরিপ্রার্থীদের ২৯ ডিসেম্বরের মধ্যে যোগদানের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। সে অনুযায়ী এসব চাকরিপ্রার্থী গতকাল কাজে যোগ দেন।
হাইকোর্টের আদেশ ও সিটি করপোরেশনের ২২ ডিসেম্বরের নিয়োগ বিশ্লেষণ করে চট্টগ্রামের সাবেক মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সাত্তার বলেন, ‘হাইকোর্টের আদেশের কপি নিয়োগ প্রদানের পরে গ্রহণ করলেও চাকরিপ্রার্থীদের যোগদান সম্পন্ন করা কোনোভাবেই আইনসম্মত হবে না। এক্ষেত্রে আইনের ব্যত্যয় হলে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে হাইকোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
হাইকোর্টে রিট আবেদনকারী মো. জাহিদুর রশিদ ভূঁইয়া বলেন, ‘সিভিল বিভাগে সহকারী প্রকৌশলীর তিনটি পদে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ব্যত্যয় ঘটলে আদালত অবমাননার অভিযোগ নিয়ে হাইকোর্টে হাজির হব।’
চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিকে) একসঙ্গে আটজন সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে। সিভিল, বিদ্যুৎ ও যান্ত্রিক শাখায় তাঁদের নিয়োগ দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার এসব কর্মকর্তা যোগদানও করেছেন। তবে এই নিয়োগের ক্ষেত্রে খুব তড়িঘড়ি করা হয়েছে বলে জানা গেছে।
সিভিল বিভাগের পাঁচটি পদের মধ্যে তিনটিতে নিয়োগ স্থগিত রাখতে হাইকোর্টের আদেশ রয়েছে। এটাকে কেন্দ্র করে নিয়োগে খুব তাড়াহুড়া করা হয় বলে অভিযোগ করেন হাইকোর্টে রিট আবেদনকারী মো. জাহিদুর রশিদ ভূঁইয়া।
যদিও চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আদালতের আদেশ থাকায় আটজনকে যোগদানের সুযোগ দেওয়া হয়েছে। সিভিল বিভাগে যে তিনটি পদে নিয়োগ স্থগিত রাখার কথা বলা হয়েছে, সেগুলোতে নিয়োগ দেওয়া হয়নি।
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, ‘আদালতের বিষয়টি আমরা আইনগতভাবেই মোকাবিলা করব।’
সিটি করপোরেশন গত ৫ এপ্রিল চট্টগ্রামের একটি আঞ্চলিক পত্রিকায় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
জানা গেছে, চসিকের সহকারী প্রকৌশলী পদে মো. জাহিদুর রশিদ ভূঁইয়াকে চাকরির নিয়ম অনুযায়ী স্থায়ী না করায় প্রতিকার চেয়ে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। ১৪ ডিসেম্বর শুনানি শেষে বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জাহিদুরের চাকরি স্থায়ীকরণের ওপর রুল জারি করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাইকোর্টে রিট আবেদনের ওপর আদেশ চট্টগ্রাম সিটি করপোরেশন গ্রহণ করে ২২ ডিসেম্বর। কিন্তু ওই দিন আবার তড়িঘড়ি করে প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়। একই সঙ্গে চাকরিপ্রার্থীদের ২৯ ডিসেম্বরের মধ্যে যোগদানের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। সে অনুযায়ী এসব চাকরিপ্রার্থী গতকাল কাজে যোগ দেন।
হাইকোর্টের আদেশ ও সিটি করপোরেশনের ২২ ডিসেম্বরের নিয়োগ বিশ্লেষণ করে চট্টগ্রামের সাবেক মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সাত্তার বলেন, ‘হাইকোর্টের আদেশের কপি নিয়োগ প্রদানের পরে গ্রহণ করলেও চাকরিপ্রার্থীদের যোগদান সম্পন্ন করা কোনোভাবেই আইনসম্মত হবে না। এক্ষেত্রে আইনের ব্যত্যয় হলে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে হাইকোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
হাইকোর্টে রিট আবেদনকারী মো. জাহিদুর রশিদ ভূঁইয়া বলেন, ‘সিভিল বিভাগে সহকারী প্রকৌশলীর তিনটি পদে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ব্যত্যয় ঘটলে আদালত অবমাননার অভিযোগ নিয়ে হাইকোর্টে হাজির হব।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪