‘নেতা নয়, জনগণের বন্ধু হয়ে সেবা করতে চাই’

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ০৭: ২৫
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৪: ০২

ইউনিয়ন পরিষদরে নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভোটের মাঠ এখন সরগরম। এবারের নির্বাচনকে কেন্দ্রে করে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন অনেক তরুণ প্রার্থী। সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে রাজনীতিতে আবির্ভাব তরুণ নেতৃত্বের। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণদের মধ্যে যারা অংশ নিতে আগ্রহী তাদেরই একজন অলিদুর রহমান জোয়াদ্দার। মৃত জহিরুদ্দিন জোয়াদ্দারের পুত্র তিনি।

জানা যায়, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ইউনিয়নের দুর্বাচারা গ্রামের অলিদুর রহমান। ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাগুলাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের মনোনয়ন চাচ্ছেন তিনি।

বাগুলাট ইউনিয়নের নাতুরিয়া গ্রামের মিরাজ নামের একজন বয়স্ক কৃষক জানান, অলিদুরের পরিবারের রাজনৈতিক জীবন অনেকটাই পরিচ্ছন্ন। একজন সৎ ও নিষ্ঠাবান শিক্ষক হিসেবে অলিদুর রহমান শিক্ষার্থীদের কাছে যেমন আপনজন, তেমনি এলাকার খেটে-খাওয়া সাধারণ মানুষেরও আস্থাভাজন তিনি।

বাঁশগ্রাম এলাকার আক্তার হোসেন নামের এক ব্যবসায়ী জানান, যখন এই অঞ্চলে আওয়ামী লীগের পক্ষে কথা বলার মানুষ পাওয়া যেত না, তখন স্বাধীনতার পক্ষে কথা বলত অলিদুরের পরিবার। এ জন্য বহুবার হামলা এবং মিথ্যা মামলার শিকার হয়েছেন তিনি। সাদা মনের মানুষ হিসেবে স্থানীয় এবং জেলা নেতৃবৃন্দের কাছেও তিনি একজন গ্রহণযোগ্য নেতৃত্ব।

এ বিষয়ে অলিদুর রহমান বলেন, আমি শিক্ষকতা করি। তাই অবহেলিত এই এলাকাকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আমি নির্বাচনে অংশ নিতে চাই। আমার আদর্শ এবং সততাই মূল পুঁজি। সেটা নিয়েই আমি জনগণের আরও কাছে যেতে চাই। আমি কোনো নেতা নই, সাধারণ মানুষের বন্ধু হয়ে সেবা দিয়ে যেতে চাই। আমার স্বপ্নই বাগুলাট ইউনিয়নকে বাংলাদেশের মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত