বিসিএল শুরু ২৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট  খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। ওয়ানডে সিরিজের জন্য ক্রিকেটারদের প্রস্তুতি মাথায় রেখে এবার আগে হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ৫০ ওভারের সংস্করণ। ২৬ নভেম্বর থেকে চার ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে লিগটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি।

বিসিএলে গত বছর প্রথমে চার দিনের এবং পরে ৫০ ওভারের সংস্করণ হয়েছিল। মাঝে কিছুদিনের বিরতি দিয়ে হবে চার দিনের সংস্করণ। এবারের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ডিউক বলে খেলা হয়েছে। তবে বিসিএলের ওয়ানডে সংস্করণ খেলা হবে কোকাবুরা বলে। জানা গেছে, ভারত সিরিজের ওয়ানডেতে কোকাবুরা বলে খেলা হবে, এমন সিদ্ধান্ত টুর্নামেন্ট কমিটির। এনসিএলের সেরা পারফরমারদের সঙ্গে বিসিএলের ড্রাফটে থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররাও। বিশ্বকাপ শেষে এর মধ্যে দেশে ফিরেছেন লিটন দাসরা। আপাতত নিজেদের মতো ছুটি কাটাচ্ছেন ক্রিকেটাররা। ছুটি শেষে বিসিএলে দিয়েই হয়ত খেলায় ফিরবেন তাঁরা।

তবে বিসিএলের ভেন্যু এখনো ঠিক হয়নি। আগের মতো আট বিভাগকে চারটি অঞ্চলে ভাগ করে হবে লিগটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত