কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশাল আকারের একটি অজগরের দেখা মিলেছে। এটি দেশের সবচেয়ে বড় অজগর বলে দাবি করছেন বন্য প্রাণীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্প্রতি অজগরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাউয়াছড়ার ভেতরে জাগছড়া এলাকার লেবুবাগানের মাঝপথ দিয়ে চা-বাগানের দিকে যাচ্ছে বিশাল এক অজগর। সাপটি ২৪-২৫ ফুট লম্বা এবং ৬০-৭০ কেজি হবে।
পরিবেশকর্মী রিপন দে গত রোববার তাঁর ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করার পরেই ভিডিওটি ভাইরাল হয়। ওই ভিডিও দেখা অনেকেই মন্তব্য করেছেন, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অজগর। এর চেয়ে বড় সাপ আজ পর্যন্ত বাংলাদেশে দেখা যায়নি।
বিশাল অজগর লোকালয়ে বেরিয়ে আসার দুটি কারণ বলছে বন বিভাগ। গত কয়েক দিন অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে রোদ পোহানোর জন্য গভীর জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। অথবা চা-বাগানে অসংখ্য খরগোশ বসবাস করে। খরগোশ খাওয়ার জন্য হয়তো বেরিয়ে এসেছে অজগরটি।
জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় এক যুগ ধরে লাউয়াছড়া নিয়ে কাজ করছি। কিন্তু আজ পর্যন্ত এত বড় সাপ দেখিনি। সাধারণত টেলিভিশনের পর্দায় ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফিকের পর্দায় এ রকম বিশাল আকৃতির অজগর দেখতে পাই।’
রিপন দে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ, ঘনবসতি, জনসংখ্যা বৃদ্ধি, বাড়িঘর নির্মাণ, বৃক্ষনিধন, ভূমি দখলসহ নানা কারণে বনের প্রাণীরা আতঙ্কে আছে। বনে যদি বনের পরিবেশ থাকত, তাহলে প্রাণীরা লোকালয়ে কোনোভাবেই বেরিয়ে আসত না। বনের প্রশস্ততা কমে যাওয়ায় হয়তো দেশের সবচেয়ে বিশাল অজগর লোকালয়ে বেরিয়ে এসেছে।
অজগর নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন গবেষক শাহারিয়ার সিজার। তিনি বলেন, ‘লাউয়াছড়াসহ দেশের বিভিন্ন জায়গায় অজগর নিয়ে কাজ করছি। কিন্তু আকৃতিতে এত বড় সাপ দেশের কোথাও দেখিনি।’
লাউয়াছড়ার বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বিশাল অজগর বিষয়ে বলেন, ‘বিশাল অজগরটি আমি এর আগে কখনো দেখেনি। বন্য প্রাণী যেন বনে নিরাপদে চলাচল করতে পারে, এ জন্য আমরা সব সময় কাজ করছি।’
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, অজগরটি রোদ পোহাতে বা খরগোশ খাওয়ার জন্য বেরিয়ে এসেছে। এটি আমার দেখা সবচেয়ে বড় অজগর। লাউয়াছড়া যে বন্য প্রাণীর জন্য একটি ভালো জায়গা, এত বড় সাপের অস্তিত্বই তা প্রমাণ করে।’
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, ‘লাউয়াছড়া এলাকায় জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রাণীরা মাঝেমধ্যে লোকালয়ে বেরিয়ে আসে। আমাদের সবার দায়িত্ব প্রাণীরা যেন নির্বিঘ্নে বনের ভেতর চলাফেরা করতে পারে, এর সুযোগ করে দেওয়া।’
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশাল আকারের একটি অজগরের দেখা মিলেছে। এটি দেশের সবচেয়ে বড় অজগর বলে দাবি করছেন বন্য প্রাণীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্প্রতি অজগরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাউয়াছড়ার ভেতরে জাগছড়া এলাকার লেবুবাগানের মাঝপথ দিয়ে চা-বাগানের দিকে যাচ্ছে বিশাল এক অজগর। সাপটি ২৪-২৫ ফুট লম্বা এবং ৬০-৭০ কেজি হবে।
পরিবেশকর্মী রিপন দে গত রোববার তাঁর ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করার পরেই ভিডিওটি ভাইরাল হয়। ওই ভিডিও দেখা অনেকেই মন্তব্য করেছেন, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অজগর। এর চেয়ে বড় সাপ আজ পর্যন্ত বাংলাদেশে দেখা যায়নি।
বিশাল অজগর লোকালয়ে বেরিয়ে আসার দুটি কারণ বলছে বন বিভাগ। গত কয়েক দিন অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে রোদ পোহানোর জন্য গভীর জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। অথবা চা-বাগানে অসংখ্য খরগোশ বসবাস করে। খরগোশ খাওয়ার জন্য হয়তো বেরিয়ে এসেছে অজগরটি।
জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় এক যুগ ধরে লাউয়াছড়া নিয়ে কাজ করছি। কিন্তু আজ পর্যন্ত এত বড় সাপ দেখিনি। সাধারণত টেলিভিশনের পর্দায় ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফিকের পর্দায় এ রকম বিশাল আকৃতির অজগর দেখতে পাই।’
রিপন দে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ, ঘনবসতি, জনসংখ্যা বৃদ্ধি, বাড়িঘর নির্মাণ, বৃক্ষনিধন, ভূমি দখলসহ নানা কারণে বনের প্রাণীরা আতঙ্কে আছে। বনে যদি বনের পরিবেশ থাকত, তাহলে প্রাণীরা লোকালয়ে কোনোভাবেই বেরিয়ে আসত না। বনের প্রশস্ততা কমে যাওয়ায় হয়তো দেশের সবচেয়ে বিশাল অজগর লোকালয়ে বেরিয়ে এসেছে।
অজগর নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন গবেষক শাহারিয়ার সিজার। তিনি বলেন, ‘লাউয়াছড়াসহ দেশের বিভিন্ন জায়গায় অজগর নিয়ে কাজ করছি। কিন্তু আকৃতিতে এত বড় সাপ দেশের কোথাও দেখিনি।’
লাউয়াছড়ার বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বিশাল অজগর বিষয়ে বলেন, ‘বিশাল অজগরটি আমি এর আগে কখনো দেখেনি। বন্য প্রাণী যেন বনে নিরাপদে চলাচল করতে পারে, এ জন্য আমরা সব সময় কাজ করছি।’
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, অজগরটি রোদ পোহাতে বা খরগোশ খাওয়ার জন্য বেরিয়ে এসেছে। এটি আমার দেখা সবচেয়ে বড় অজগর। লাউয়াছড়া যে বন্য প্রাণীর জন্য একটি ভালো জায়গা, এত বড় সাপের অস্তিত্বই তা প্রমাণ করে।’
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, ‘লাউয়াছড়া এলাকায় জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রাণীরা মাঝেমধ্যে লোকালয়ে বেরিয়ে আসে। আমাদের সবার দায়িত্ব প্রাণীরা যেন নির্বিঘ্নে বনের ভেতর চলাফেরা করতে পারে, এর সুযোগ করে দেওয়া।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে