বিনোদন প্রতিবেদক, ঢাকা
চঞ্চল চৌধুরীর প্রিয় জায়গা হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। তাঁর মতে, ভালো গল্প, বড় বাজেট, নির্মাণে নতুনত্ব এখানেই বেশি মেলে। এমন মত এখন প্রায় সব পরিচালক অভিনয়শিল্পীরই। ‘কন্ট্রাক্ট’, ‘মুন্সিগিরি’, ‘বলি’, ‘ঊনলৌকিক’, ‘জাগো বাহে’ ওয়েব কনটেন্টে অভিনয় করে সারা বছর চঞ্চল ছিলেন আলোচনায়। বছর শেষেও ব্যস্ত ওয়েব সিরিজ নিয়েই।
হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন নির্মাণ করছেন ওয়েব সিরিজ। সিরিজটি প্রচার করবে চরকি। এতে আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করবেন চঞ্চল। জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন চলতি বছরেই ওটিটিতে নাম লিখিয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’ সিরিজে দারুণ অভিনয় করেছেন তিনি। জি ফাইভের ওয়েব সিরিজটি দুই বাংলাতেই প্রশংসিত হয়েছে। তবে দুই বাংলায় এই বছর সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’। আশফাক নিপুণ পরিচালিত সিরিজটিতে মোশাররফ করিমের প্রশংসা দুই বাংলায় মিলেছে সমানে। পরিচালককে ফোন করে ভূয়সী প্রশংসা করেছেন ওপার বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
হইচইয়ের জন্য নিপুণের নির্মাণ ‘কষ্টনীড়’ নিয়েও বলতে হয় আলাদাভাবে। ওয়েব সিরিজ মানেই গালাগালি, বোল্ড—এই ধারণা বদলে যায় পারিবারিক গল্পের কষ্টনীড় দেখলে। এ বছর এপার বাংলা ওপার বাংলা ওয়েব কনটেন্ট নির্মাণ করেছে হাতে হাত ধরে। হইচই, জি ফাইভের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলোর একটা বড় টার্গেট অডিয়েন্স এখন বাংলাদেশে। ওপার বাংলা থেকে এই বাংলাতেও আলোচনা ফেলেছে ‘মন্দার’, ‘একেন বাবু’, ‘রুদ্রবীণার অভিশাপ’, ‘বিরহী’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজগুলো। সৃজিত মুখার্জি ভরসা পাচ্ছেন এপার বাংলার বাঁধনদের ওপর। প্লাটফর্মগুলোর আরও পরিকল্পনা রয়েছে বাংলাদেশি অভিনয়শিল্পী-পরিচালকদের নিয়ে।
কলকাতার সঙ্গে এই বাংলা থেকে লড়াইটা যেন একাই লড়ছে প্ল্যাটফর্ম ‘চরকি’। নিয়মিত কনটেন্ট প্রচার করছে, যেটা সবচেয়ে সাধুবাদের জায়গা। এই বাংলায় এখন পর্যন্ত এমন নিয়ম করে ওটিটি কনটেন্ট কেউ নির্মাণ করেনি। ‘ঊনলৌকিক’, ‘জাগো বাহে’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘আয়রন ম্যান’-এর মতো প্রশংসিত ওয়েব কনটেন্ট উপহার দিয়েছে এই প্ল্যাটফর্ম। চরকির সুবাদে সারা বছর দেখা মিলেছে অভিনেতা ইন্তেখাব দিনারের নতুন নতুন রূপ। যদি ওয়েব কনটেন্টে অভিনেতাদের হিসেব করা হয় তাহলে তিনি নানারূপে চমক দেখিয়েছেন। শ্যামল মাওলাও ওটিটির গুরুত্বপূর্ণ অভিনেতা।
টেলিভিশন-ইউটিউবে তুমুল জনপ্রিয় আফরান নিশো ও অপূর্বকেও পাওয়া গেছে ওটিটিতে। অপূর্ব আলোচনায় ছিলেন ‘যদি কিন্তু তবুও’, ‘ট্রল’-এর জন্য। আফরান নিশো আলোচিত ‘মরীচিকা’র জন্য। বাংলাদেশের সাড়া জাগানো আরেকটি ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গবিডি’। তবে এই প্ল্যাটফর্ম নতুন-পুরোনো ছবি মুক্তির দিকেই বেশি নজর দিয়েছে। নতুন কনটেন্ট নির্মাণে প্রশংসনীয় প্রজেক্টটা ছিল ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেজড অন বুকস’। ২০২০ সালের ৭টি জনপ্রিয় বই থেকে ৭টি ওয়েব ফিল্ম নির্মাণ করা হয়েছে। ফিল্মগুলো আলোচনায় ছিল। ওয়েব প্ল্যাটফর্ম বায়োস্কোপে প্রকাশ হয়েছে তিন পর্বের অ্যান্থলজি সিরিজ ‘বউ ডায়রীজ’। সামির আহমেদের পরিচালনায় সিরিজটি আলোচনা তৈরি করেছিল। কিন্তু ‘বায়োস্কোপ’ কিংবা ‘বঙ্গ’তে নতুন কনটেন্ট নির্মাণ হয়েছে হাতে গোনা। যেমনটা এই বছর ‘সিনেমাটিক’, ‘বিঞ্জ’-এর মতো দেশীয় প্ল্যাটফর্মগুলো থেকে আরও প্রত্যাশা ছিল। হাতে গোনা কয়েকটি কনটেন্ট নির্মাণ করে মানুষের মনে নিজেদের নামটা স্থায়ী করতে পারেনি এসব প্ল্যাটফর্ম।
ওটিটির সম্ভাবনাময় দুনিয়ায় অনেকেই পা রাখছে। কিন্তু যথাযথ পরিকল্পনার অভাবও লক্ষ করা যাচ্ছে। সেটা নির্মাণ, প্রচারণা, মুক্তি কিংবা আয়—সবকিছু যেন এলোমেলো। করোনায় ঘরে থেকে হাতের মুঠোয় নতুন কনটেন্ট পাওয়ার বাস্তবতা হোক কিংবা স্বাধীনভাবে গল্প নির্মাণের সুযোগ—অনেক কিছুরই দ্বার উন্মোচন করছে ওটিটি। ইন্তেখাব দিনার, শ্যামল মাওলাদের মতো পরীক্ষিত অভিনয়শিল্পীদের প্রাণ নিয়ে এসেছে ওটিটি। নতুন দিনের পরিচালকেরা বড় বাজেট পাচ্ছেন নির্মাণে। ভালো গল্পের নির্মাণ পেলে বরাবরই দর্শক লুফে নিয়েছে, নেবে।
সালতামামির অন্যান্য আয়োজন:
চঞ্চল চৌধুরীর প্রিয় জায়গা হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। তাঁর মতে, ভালো গল্প, বড় বাজেট, নির্মাণে নতুনত্ব এখানেই বেশি মেলে। এমন মত এখন প্রায় সব পরিচালক অভিনয়শিল্পীরই। ‘কন্ট্রাক্ট’, ‘মুন্সিগিরি’, ‘বলি’, ‘ঊনলৌকিক’, ‘জাগো বাহে’ ওয়েব কনটেন্টে অভিনয় করে সারা বছর চঞ্চল ছিলেন আলোচনায়। বছর শেষেও ব্যস্ত ওয়েব সিরিজ নিয়েই।
হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন নির্মাণ করছেন ওয়েব সিরিজ। সিরিজটি প্রচার করবে চরকি। এতে আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করবেন চঞ্চল। জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন চলতি বছরেই ওটিটিতে নাম লিখিয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’ সিরিজে দারুণ অভিনয় করেছেন তিনি। জি ফাইভের ওয়েব সিরিজটি দুই বাংলাতেই প্রশংসিত হয়েছে। তবে দুই বাংলায় এই বছর সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’। আশফাক নিপুণ পরিচালিত সিরিজটিতে মোশাররফ করিমের প্রশংসা দুই বাংলায় মিলেছে সমানে। পরিচালককে ফোন করে ভূয়সী প্রশংসা করেছেন ওপার বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
হইচইয়ের জন্য নিপুণের নির্মাণ ‘কষ্টনীড়’ নিয়েও বলতে হয় আলাদাভাবে। ওয়েব সিরিজ মানেই গালাগালি, বোল্ড—এই ধারণা বদলে যায় পারিবারিক গল্পের কষ্টনীড় দেখলে। এ বছর এপার বাংলা ওপার বাংলা ওয়েব কনটেন্ট নির্মাণ করেছে হাতে হাত ধরে। হইচই, জি ফাইভের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলোর একটা বড় টার্গেট অডিয়েন্স এখন বাংলাদেশে। ওপার বাংলা থেকে এই বাংলাতেও আলোচনা ফেলেছে ‘মন্দার’, ‘একেন বাবু’, ‘রুদ্রবীণার অভিশাপ’, ‘বিরহী’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজগুলো। সৃজিত মুখার্জি ভরসা পাচ্ছেন এপার বাংলার বাঁধনদের ওপর। প্লাটফর্মগুলোর আরও পরিকল্পনা রয়েছে বাংলাদেশি অভিনয়শিল্পী-পরিচালকদের নিয়ে।
কলকাতার সঙ্গে এই বাংলা থেকে লড়াইটা যেন একাই লড়ছে প্ল্যাটফর্ম ‘চরকি’। নিয়মিত কনটেন্ট প্রচার করছে, যেটা সবচেয়ে সাধুবাদের জায়গা। এই বাংলায় এখন পর্যন্ত এমন নিয়ম করে ওটিটি কনটেন্ট কেউ নির্মাণ করেনি। ‘ঊনলৌকিক’, ‘জাগো বাহে’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘আয়রন ম্যান’-এর মতো প্রশংসিত ওয়েব কনটেন্ট উপহার দিয়েছে এই প্ল্যাটফর্ম। চরকির সুবাদে সারা বছর দেখা মিলেছে অভিনেতা ইন্তেখাব দিনারের নতুন নতুন রূপ। যদি ওয়েব কনটেন্টে অভিনেতাদের হিসেব করা হয় তাহলে তিনি নানারূপে চমক দেখিয়েছেন। শ্যামল মাওলাও ওটিটির গুরুত্বপূর্ণ অভিনেতা।
টেলিভিশন-ইউটিউবে তুমুল জনপ্রিয় আফরান নিশো ও অপূর্বকেও পাওয়া গেছে ওটিটিতে। অপূর্ব আলোচনায় ছিলেন ‘যদি কিন্তু তবুও’, ‘ট্রল’-এর জন্য। আফরান নিশো আলোচিত ‘মরীচিকা’র জন্য। বাংলাদেশের সাড়া জাগানো আরেকটি ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গবিডি’। তবে এই প্ল্যাটফর্ম নতুন-পুরোনো ছবি মুক্তির দিকেই বেশি নজর দিয়েছে। নতুন কনটেন্ট নির্মাণে প্রশংসনীয় প্রজেক্টটা ছিল ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেজড অন বুকস’। ২০২০ সালের ৭টি জনপ্রিয় বই থেকে ৭টি ওয়েব ফিল্ম নির্মাণ করা হয়েছে। ফিল্মগুলো আলোচনায় ছিল। ওয়েব প্ল্যাটফর্ম বায়োস্কোপে প্রকাশ হয়েছে তিন পর্বের অ্যান্থলজি সিরিজ ‘বউ ডায়রীজ’। সামির আহমেদের পরিচালনায় সিরিজটি আলোচনা তৈরি করেছিল। কিন্তু ‘বায়োস্কোপ’ কিংবা ‘বঙ্গ’তে নতুন কনটেন্ট নির্মাণ হয়েছে হাতে গোনা। যেমনটা এই বছর ‘সিনেমাটিক’, ‘বিঞ্জ’-এর মতো দেশীয় প্ল্যাটফর্মগুলো থেকে আরও প্রত্যাশা ছিল। হাতে গোনা কয়েকটি কনটেন্ট নির্মাণ করে মানুষের মনে নিজেদের নামটা স্থায়ী করতে পারেনি এসব প্ল্যাটফর্ম।
ওটিটির সম্ভাবনাময় দুনিয়ায় অনেকেই পা রাখছে। কিন্তু যথাযথ পরিকল্পনার অভাবও লক্ষ করা যাচ্ছে। সেটা নির্মাণ, প্রচারণা, মুক্তি কিংবা আয়—সবকিছু যেন এলোমেলো। করোনায় ঘরে থেকে হাতের মুঠোয় নতুন কনটেন্ট পাওয়ার বাস্তবতা হোক কিংবা স্বাধীনভাবে গল্প নির্মাণের সুযোগ—অনেক কিছুরই দ্বার উন্মোচন করছে ওটিটি। ইন্তেখাব দিনার, শ্যামল মাওলাদের মতো পরীক্ষিত অভিনয়শিল্পীদের প্রাণ নিয়ে এসেছে ওটিটি। নতুন দিনের পরিচালকেরা বড় বাজেট পাচ্ছেন নির্মাণে। ভালো গল্পের নির্মাণ পেলে বরাবরই দর্শক লুফে নিয়েছে, নেবে।
সালতামামির অন্যান্য আয়োজন:
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে