রয়টার্স, লন্ডন
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর দেশটিতে তীব্র গণ-আন্দোলন শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দমন-পীড়ন শুরু করে জান্তা সরকার। পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গেও সেনাবাহিনী সংঘর্ষ শুরু হয়, যা প্রতিনিয়ত বাড়ছে।
সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী এবং জাতিগত একটি সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর বহু শিশুসহ শত শত মানুষ পালিয়ে থাইল্যান্ডের সীমান্তে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। পশ্চিম থাই সীমান্ত প্রদেশ তাক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ক্যারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এবং মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর দেশটির প্রায় ৭০০ নাগরিক পালিয়ে থাই শহর মায়ে সোতে আশ্রয় নিয়েছেন।
তবে থাইভিত্তিক মিয়ানমার অভিবাসী গ্রুপ এইড অ্যালায়েন্স কমিটির কর্মকর্তা ইয়ে মিন জানিয়েছেন, সীমান্তের থাই প্রান্তে ৫৪৫ শিশুসহ মোট ২ হাজার ৫০৩ জন আশ্রয় নিয়েছেন।
এদিকে গত বুধবার সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কেএনইউ দাবি করেছে, লড়াইয়ের সময় মিয়ানমারের চার সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছে। তবে দেশটির ক্ষমতাচ্যুত সরকার সমর্থিত পাবলিক ভয়েস টেলিভিশন বলছে, ওই সংঘর্ষে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছে।
রয়টার্স স্বাধীনভাবে এসব দাবি যাচাই করার চেষ্টা করলেও, এ নিয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে থাইল্যান্ডের তাক প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার থাই সীমান্ত থেকে প্রায় ৫০০ মিটার দূরে মিয়ানমার সেনাবাহিনী এবং কেএনইউ-এর মধ্যে সংঘর্ষ হয়েছে।
শাসকের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি
মিয়ানমারের ক্যারেন রাজ্যের একটি জঙ্গলে গোপন শিবিরে, সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সশস্ত্র গেরিলাদের সঙ্গে বেসামরিক ব্যক্তিরাও প্রশিক্ষণ নিচ্ছেন। সম্প্রতি এ তথ্য উঠে এসেছে রয়টার্সের অনুসন্ধানে।
দেশজুড়ে বিদ্রোহী গোষ্ঠী এবং অন্যান্য ‘বেসামরিক প্রতিরক্ষা বাহিনী’ সম্পর্কে জানতে রয়টার্সের পক্ষ থেকে মিয়ানমারের সামরিক সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য করেননি তিনি।
তবে প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন জানান, সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ব্যাপক বিক্ষোভও তাঁদের নতুন শাসকদের নিবৃত্ত করতে ব্যর্থ হয়েছে। উল্টো বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলা চালানো হয়েছে। বাধ্য হয়ে তাই অস্ত্র তুলে নিয়েছেন তাঁরা।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর দেশটিতে তীব্র গণ-আন্দোলন শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দমন-পীড়ন শুরু করে জান্তা সরকার। পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গেও সেনাবাহিনী সংঘর্ষ শুরু হয়, যা প্রতিনিয়ত বাড়ছে।
সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী এবং জাতিগত একটি সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর বহু শিশুসহ শত শত মানুষ পালিয়ে থাইল্যান্ডের সীমান্তে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। পশ্চিম থাই সীমান্ত প্রদেশ তাক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ক্যারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এবং মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর দেশটির প্রায় ৭০০ নাগরিক পালিয়ে থাই শহর মায়ে সোতে আশ্রয় নিয়েছেন।
তবে থাইভিত্তিক মিয়ানমার অভিবাসী গ্রুপ এইড অ্যালায়েন্স কমিটির কর্মকর্তা ইয়ে মিন জানিয়েছেন, সীমান্তের থাই প্রান্তে ৫৪৫ শিশুসহ মোট ২ হাজার ৫০৩ জন আশ্রয় নিয়েছেন।
এদিকে গত বুধবার সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কেএনইউ দাবি করেছে, লড়াইয়ের সময় মিয়ানমারের চার সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছে। তবে দেশটির ক্ষমতাচ্যুত সরকার সমর্থিত পাবলিক ভয়েস টেলিভিশন বলছে, ওই সংঘর্ষে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছে।
রয়টার্স স্বাধীনভাবে এসব দাবি যাচাই করার চেষ্টা করলেও, এ নিয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে থাইল্যান্ডের তাক প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার থাই সীমান্ত থেকে প্রায় ৫০০ মিটার দূরে মিয়ানমার সেনাবাহিনী এবং কেএনইউ-এর মধ্যে সংঘর্ষ হয়েছে।
শাসকের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি
মিয়ানমারের ক্যারেন রাজ্যের একটি জঙ্গলে গোপন শিবিরে, সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সশস্ত্র গেরিলাদের সঙ্গে বেসামরিক ব্যক্তিরাও প্রশিক্ষণ নিচ্ছেন। সম্প্রতি এ তথ্য উঠে এসেছে রয়টার্সের অনুসন্ধানে।
দেশজুড়ে বিদ্রোহী গোষ্ঠী এবং অন্যান্য ‘বেসামরিক প্রতিরক্ষা বাহিনী’ সম্পর্কে জানতে রয়টার্সের পক্ষ থেকে মিয়ানমারের সামরিক সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য করেননি তিনি।
তবে প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন জানান, সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ব্যাপক বিক্ষোভও তাঁদের নতুন শাসকদের নিবৃত্ত করতে ব্যর্থ হয়েছে। উল্টো বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলা চালানো হয়েছে। বাধ্য হয়ে তাই অস্ত্র তুলে নিয়েছেন তাঁরা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে