শাকিলা ববি, সিলেট
১৪ বছর বয়সী আফরোজা আক্তার লামিসা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। গত বছর প্রধানমন্ত্রীর পাঠানো বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ডে জায়গা করে নেয় লামিসার আঁকা ছবি। সে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের বিশেষ বিভাগের শিক্ষার্থী। অটিজম-আক্রান্ত শিশুদের জন্য পুরো দেশের ৭৩টি বিশেষ স্কুলের মধ্যে এটি অন্যতম।
২০০৯ সালে সিলেট নগরীর কুমারপাড়া ঝরনারপাড় এলাকার পান্না বেগম ও সৈয়দ মোহাম্মদ ইমনের ঘর আলো করে জন্ম নেয় আফরোজা আক্তার লামিসা। প্রথম সন্তান লামিসাকে নিয়ে মা-বাবার উচ্ছ্বাসের কমতি ছিল না। কিন্তু বছর পাঁচেক যেতেই তাঁরা বুঝতে পারেন, শিশুটি অন্য শিশুদের মতো স্বাভাবিক নয়। কিন্তু তারপরও লামিসার মা-বাবা তাকে মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করানোর চেষ্টা করেন। কোথাও লামিসা সুবিধা করে উঠতে পারছিল না। ২০২১ সালে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে ভর্তি করানো হয় তাকে। লামিসা ছবি আঁকতে পছন্দ করে। প্রথমে নিজে থেকেই সে ছবি আঁকা শিখে নেয়। পরে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে গিয়ে চারুকলা সম্পর্কে আরও ধারণা পায় সে। শুধু তা-ই নয়, লামিসার মতো এই স্কুলের ১৬ বছরের আরেক শিক্ষার্থী জিজাজ ই রসুল চৌধুরী। ২০১৭ সালে ও লেভেল এবং ২০২০ সালে এ লেভেল আর্ট অ্যান্ড ডিজাইন সম্পন্ন করে বর্তমানে সিলেট আর্টস কলেজে চারুকলা বিভাগে পড়ছে সে।
আমাদের দেশে অটিজম নিয়ে মানুষের ধারণা খুবই কম। বছর দশেক আগে দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটের মানুষেরও অটিজম নিয়ে তেমন কোনো ধারণা ছিল না। ছিল না এ-সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানও। সে সময় সিলেটের শিল্পমনা কয়েকজন তরুণ চারুকলা এবং অটিজমকে সমন্বয়ের চিন্তা করেন। ২০১১ সালে সে সময়কার জেলা প্রশাসক খান মোহাম্মদ বিল্লালের সভাপতিত্বে একটি মিটিংয়ে সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। ইসমাইল গনি হিমন, ঈশিতা রায়, প্রীতি দেব প্রমুখ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ৫ জন শিক্ষক, ১৬ জন অটিজম-আক্রান্ত শিশুকে নিয়ে নগরীর উপশহরের একটি ভাড়া বাড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে বর্তমানে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ২৬, ছাত্র-ছাত্রীর ৭৫ জন। বিদ্যালয়টি ২০১৫ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ স্কুল হিসেবে স্বীকৃতি পায়। ২০২০ সালে এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত হয়। সাংস্কৃতিক বিকাশে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে জয় বাংলা অ্যাওয়ার্ডও অর্জন করে এই প্রতিষ্ঠান। বর্তমানে বিদ্যালয়টি সিলেট শহরের কুমারপাড়ায় একটি সরকারি বাড়িতে পরিচালিত হচ্ছে।
সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের সদস্যসচিব ইসমাইল গনি হিমন জানিয়েছেন, সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের কয়েকটি লক্ষ্যের একটি ছিল চারুকলার বিকাশ। বিষয়টি বিবেচনায় রেখে ২০২০ সালে যাত্রা শুরু করে সিলেট আর্টস কলেজ। এটি নিজস্ব ভবনের জন্য সিলেট সদর উপজেলায় জমি বরাদ্দ পেয়েছে। সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের অধীনে শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস নামে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে।
গত ১০ বছরে অটিজম নিয়ে মানুষের ভাবনায় পরিবর্তন এসেছে। এখন সিলেট অঞ্চলের অসংখ্য অভিভাবক তাঁদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভর্তি করিয়ে দিচ্ছেন সিলেট আর্ট অ্যান্ড অটিজম স্কুলে।
১৪ বছর বয়সী আফরোজা আক্তার লামিসা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। গত বছর প্রধানমন্ত্রীর পাঠানো বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ডে জায়গা করে নেয় লামিসার আঁকা ছবি। সে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের বিশেষ বিভাগের শিক্ষার্থী। অটিজম-আক্রান্ত শিশুদের জন্য পুরো দেশের ৭৩টি বিশেষ স্কুলের মধ্যে এটি অন্যতম।
২০০৯ সালে সিলেট নগরীর কুমারপাড়া ঝরনারপাড় এলাকার পান্না বেগম ও সৈয়দ মোহাম্মদ ইমনের ঘর আলো করে জন্ম নেয় আফরোজা আক্তার লামিসা। প্রথম সন্তান লামিসাকে নিয়ে মা-বাবার উচ্ছ্বাসের কমতি ছিল না। কিন্তু বছর পাঁচেক যেতেই তাঁরা বুঝতে পারেন, শিশুটি অন্য শিশুদের মতো স্বাভাবিক নয়। কিন্তু তারপরও লামিসার মা-বাবা তাকে মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করানোর চেষ্টা করেন। কোথাও লামিসা সুবিধা করে উঠতে পারছিল না। ২০২১ সালে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে ভর্তি করানো হয় তাকে। লামিসা ছবি আঁকতে পছন্দ করে। প্রথমে নিজে থেকেই সে ছবি আঁকা শিখে নেয়। পরে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে গিয়ে চারুকলা সম্পর্কে আরও ধারণা পায় সে। শুধু তা-ই নয়, লামিসার মতো এই স্কুলের ১৬ বছরের আরেক শিক্ষার্থী জিজাজ ই রসুল চৌধুরী। ২০১৭ সালে ও লেভেল এবং ২০২০ সালে এ লেভেল আর্ট অ্যান্ড ডিজাইন সম্পন্ন করে বর্তমানে সিলেট আর্টস কলেজে চারুকলা বিভাগে পড়ছে সে।
আমাদের দেশে অটিজম নিয়ে মানুষের ধারণা খুবই কম। বছর দশেক আগে দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটের মানুষেরও অটিজম নিয়ে তেমন কোনো ধারণা ছিল না। ছিল না এ-সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানও। সে সময় সিলেটের শিল্পমনা কয়েকজন তরুণ চারুকলা এবং অটিজমকে সমন্বয়ের চিন্তা করেন। ২০১১ সালে সে সময়কার জেলা প্রশাসক খান মোহাম্মদ বিল্লালের সভাপতিত্বে একটি মিটিংয়ে সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। ইসমাইল গনি হিমন, ঈশিতা রায়, প্রীতি দেব প্রমুখ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ৫ জন শিক্ষক, ১৬ জন অটিজম-আক্রান্ত শিশুকে নিয়ে নগরীর উপশহরের একটি ভাড়া বাড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে বর্তমানে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ২৬, ছাত্র-ছাত্রীর ৭৫ জন। বিদ্যালয়টি ২০১৫ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ স্কুল হিসেবে স্বীকৃতি পায়। ২০২০ সালে এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত হয়। সাংস্কৃতিক বিকাশে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে জয় বাংলা অ্যাওয়ার্ডও অর্জন করে এই প্রতিষ্ঠান। বর্তমানে বিদ্যালয়টি সিলেট শহরের কুমারপাড়ায় একটি সরকারি বাড়িতে পরিচালিত হচ্ছে।
সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের সদস্যসচিব ইসমাইল গনি হিমন জানিয়েছেন, সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের কয়েকটি লক্ষ্যের একটি ছিল চারুকলার বিকাশ। বিষয়টি বিবেচনায় রেখে ২০২০ সালে যাত্রা শুরু করে সিলেট আর্টস কলেজ। এটি নিজস্ব ভবনের জন্য সিলেট সদর উপজেলায় জমি বরাদ্দ পেয়েছে। সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের অধীনে শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস নামে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে।
গত ১০ বছরে অটিজম নিয়ে মানুষের ভাবনায় পরিবর্তন এসেছে। এখন সিলেট অঞ্চলের অসংখ্য অভিভাবক তাঁদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভর্তি করিয়ে দিচ্ছেন সিলেট আর্ট অ্যান্ড অটিজম স্কুলে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪