হাত হারালেন সাবেক পুলিশ সদস্য

যশোর প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১২: ১৮
Thumbnail image

যশোর সদরে কোচিং থেকে নাতনিকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাত হারালেন সাবেক পুলিশ সদস্য আজিজুর রহমান।

গত শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের আরবপুর মোড়ে এ ঘটনা ঘটে। আজিজুর রহমান শহরের পুরাতন কসবা লিচু বাগান এলাকার বাসিন্দা।

আহতের ছেলে সুমন হোসেন জানান, সন্ধ্যার দিকে তাঁর বাবা আজিজুর রহমান ধর্মতলা কোচিং থেকে পড়া শেষে নাতনিকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আরবপুর মোড়ে পৌঁছালে ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর ডান হাত কাটা পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত