মিনহাজ তুহিন, চবি
দরজায় কড়া নাড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা। ইতিমধ্যে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৭ অক্টোবর শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। এবার চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে রয়েছেন ৩৭ জন ভর্তি-ইচ্ছুক।
স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখে ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় এবার প্রতিটি ইউনিটের পরীক্ষা কয়েক পর্বে অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্বে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অংশ নেবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। এবারের পরিস্থিতি অন্যান্যবারের মতো নয়। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনটি ইউনিটের পরীক্ষা কয়েক পর্বে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ এ জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সহযোগিতা করার আহ্বান জানান।
কোন ইউনিটে কত প্রতিযোগী: চবির আইসিটি সেল সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৮ হাজার ১০৬ জন শিক্ষার্থী। এতে প্রতি আসনের বিপরীতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৫৬ জন। এই ইউনিটের পরীক্ষা দুই দিনে চার পর্বে অনুষ্ঠিত হবে।
‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪২ হাজার ৬৬৮টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৫ জন শিক্ষার্থী।
‘সি’ ইউনিটের ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। প্রতি আসনে ভর্তির জন্য এই ইউনিটে লড়বে ৩২ জন।
‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ৫৪ হাজার ২৪৯টি আবেদন পড়েছে। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে পড়েছে ৪৭টি আবেদন।
দুটি উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ হাজার ২০ জন। এই উপ-ইউনিটে প্রতি আসনের বিপরীতে রয়েছেন ১৬ জন। আর ‘ডি১’ উপ-ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ২ হাজার ৯০২ জন আবেদন করেছেন। আসনপ্রতি লড়বেন ৯৭ জন।
প্রবেশপত্র সংগ্রহ: গত ১২ অক্টোবর ভর্তি-ইচ্ছুকদের প্রবেশপত্র ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তাঁরা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত তা সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষা পদ্ধতি: বরাবরের মতোই এবারও ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (বহুনির্বাচনী) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এ ক্ষেত্রে চতুর্থ বিষয়সহ মাধ্যমিকের জিপিএ ৪০ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে জিপিএর ৬০ শতাংশ যোগ হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। তবে নাট্যকলা, চারুকলা, সংগীত বিভাগ ও ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।
ভর্তি পরীক্ষার সময়সূচি: করোনা পরিস্থিতি ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় তিনটি ইউনিটের পরীক্ষার জন্য দুদিন করে সময় রাখা হয়েছে। একটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের জন্য রাখা হয়েছে আরও দুদিন। পরীক্ষা সকাল-দুপুর দুই পর্বে অনুষ্ঠিত হবে। সকালের পর্বের ভর্তি-ইচ্ছুকদের পৌনে ১০টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। ওএমআর ফরম বিতরণ করা হবে সোয়া ১০টায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ১১টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।
অন্যদিকে দুপুরের শিফটে ভর্তি-ইচ্ছুক সোয়া ২টায় কেন্দ্রে প্রবেশ করবেন। ওএমআর ফরম বিতরণ করা হবে পৌনে ৩টায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা সাড়ে ৩টায়। পরীক্ষা শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।
আগামী ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন বলেন, করোনার কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের যেসব শ্রেণিকক্ষ শিক্ষার্থীদের বসার অনুপযোগী হয়ে পড়েছিল সেগুলোর সংস্কার হয়েছে। স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখে আসনবিন্যাস চূড়ান্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালে পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে।’
দরজায় কড়া নাড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা। ইতিমধ্যে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৭ অক্টোবর শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। এবার চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে রয়েছেন ৩৭ জন ভর্তি-ইচ্ছুক।
স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখে ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় এবার প্রতিটি ইউনিটের পরীক্ষা কয়েক পর্বে অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্বে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অংশ নেবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। এবারের পরিস্থিতি অন্যান্যবারের মতো নয়। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনটি ইউনিটের পরীক্ষা কয়েক পর্বে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ এ জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সহযোগিতা করার আহ্বান জানান।
কোন ইউনিটে কত প্রতিযোগী: চবির আইসিটি সেল সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৮ হাজার ১০৬ জন শিক্ষার্থী। এতে প্রতি আসনের বিপরীতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৫৬ জন। এই ইউনিটের পরীক্ষা দুই দিনে চার পর্বে অনুষ্ঠিত হবে।
‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪২ হাজার ৬৬৮টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৫ জন শিক্ষার্থী।
‘সি’ ইউনিটের ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। প্রতি আসনে ভর্তির জন্য এই ইউনিটে লড়বে ৩২ জন।
‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ৫৪ হাজার ২৪৯টি আবেদন পড়েছে। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে পড়েছে ৪৭টি আবেদন।
দুটি উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ হাজার ২০ জন। এই উপ-ইউনিটে প্রতি আসনের বিপরীতে রয়েছেন ১৬ জন। আর ‘ডি১’ উপ-ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ২ হাজার ৯০২ জন আবেদন করেছেন। আসনপ্রতি লড়বেন ৯৭ জন।
প্রবেশপত্র সংগ্রহ: গত ১২ অক্টোবর ভর্তি-ইচ্ছুকদের প্রবেশপত্র ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তাঁরা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত তা সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষা পদ্ধতি: বরাবরের মতোই এবারও ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (বহুনির্বাচনী) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এ ক্ষেত্রে চতুর্থ বিষয়সহ মাধ্যমিকের জিপিএ ৪০ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে জিপিএর ৬০ শতাংশ যোগ হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। তবে নাট্যকলা, চারুকলা, সংগীত বিভাগ ও ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।
ভর্তি পরীক্ষার সময়সূচি: করোনা পরিস্থিতি ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় তিনটি ইউনিটের পরীক্ষার জন্য দুদিন করে সময় রাখা হয়েছে। একটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের জন্য রাখা হয়েছে আরও দুদিন। পরীক্ষা সকাল-দুপুর দুই পর্বে অনুষ্ঠিত হবে। সকালের পর্বের ভর্তি-ইচ্ছুকদের পৌনে ১০টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। ওএমআর ফরম বিতরণ করা হবে সোয়া ১০টায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ১১টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।
অন্যদিকে দুপুরের শিফটে ভর্তি-ইচ্ছুক সোয়া ২টায় কেন্দ্রে প্রবেশ করবেন। ওএমআর ফরম বিতরণ করা হবে পৌনে ৩টায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা সাড়ে ৩টায়। পরীক্ষা শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।
আগামী ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন বলেন, করোনার কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের যেসব শ্রেণিকক্ষ শিক্ষার্থীদের বসার অনুপযোগী হয়ে পড়েছিল সেগুলোর সংস্কার হয়েছে। স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখে আসনবিন্যাস চূড়ান্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালে পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে