ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে কর্মসৃজন প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ৪০ দিনের এই প্রকল্পে জেলায় মোট ২ হাজার ৯৪৩ জনের নিয়মিত কাজ করার কথা। কিন্তু নিয়মিত কর্মসৃজন প্রকল্পে কাজের জন্য যাঁরা যোগ দেন তাঁদের অনেকে হাজিরা দিয়ে চলে যান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, কাজ না করে টাকা তোলা সম্ভব নয়।
জানা গেছে, সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের দুটি গ্রুপে হতদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ চলছে। একটি গ্রুপে ৩৯ জন সদস্য কাজ করলেও উপস্থিত রয়েছেন মাত্র ১৫ জন। অন্য গ্রুপে ৩৫ জন সদস্য থাকলেও কাজ করছেন ৯ জন। শুধু বিনয়কাঠিতেই নয়, ঝালকাঠি জেলার ৩২টি ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে ৯১ গ্রুপে ২ হাজার ৯৪৩ জন শ্রমিকের কাজ করার কথা। বাস্তবে এক-চতুর্থাংশ শ্রমিক মাঠ পর্যায়ে কাজ করছেন। বাকিদের মধ্যে অর্ধেকেই থাকেন অনুপস্থিত। আবার অনেকে হাজিরা দিয়ে চলে যান।
সরেজমিনে দেখা গেছে, ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা-বিনয়কাঠি সড়কের কানাই মার্কেট থেকে ঝালকাঠি বাজারের সংযোগ সড়কে কাঁচা রাস্তায় কাজ করছেন ১৫ জন শ্রমিক। তাঁদের বেশির ভাগই ৪০ বছরের বেশি বয়সী। যাঁরা আছেন তাঁদের মধ্যে রয়েছেন প্রতিবন্ধী।
শ্রমিকদের সরদার আইউব আলী মীর জানান, স্থানীয় ইউপি সদস্য প্রতিটি ওয়ার্ড থেকে কাজের জন্য লোক দেন। এখানে ২০ জন পর্যন্ত শ্রমিক দিয়েছেন। বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১৫ জন কাজে যোগ দিয়েছেন।
অন্য গ্রুপে গাববাড়ি এলাকায় কর্মসৃজন সদস্য বৃদ্ধা নারী সদস্য রিজিয়া বেগম বলেন, ‘প্রতিদিন ১৪ থেকে ১৫ জন কাজে আসেন। আজ (বুধবার) ব্যানে (সকালে) ১২ জন আইছিলো। ৩ জন অসুস্থতার কথা বলে চলে গেছেন। শ্রমিক সরদার অশোকও অসুস্থতার অজুহাতে চলে গেছেন। এখন আছেন ৯ জন।’
কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোকাদ্দেস হোসেন রাসেল বলেন, ‘কানাই মার্কেট এলাকায় ৩৯ জন সদস্য নিয়োজিত থাকলেও ১৫ জন এবং গাববাড়িতে ৩৫ জনের পরিবর্তে ৯ জন কাজ করছেন। তিনজন হাজিরা দিয়ে চলে গেছেন।’
এ ব্যাপারে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘সদর উপজেলার ১০টি ইউনিয়নে ২৪টি গ্রুপে ৫৭৪ জন সদস্য কর্মসৃজন প্রকল্পে কাজের জন্য নিবন্ধন করেছেন। প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল ফোনের নম্বর ঢাকা অফিসে দেওয়া হয়েছে। প্রত্যেক সদস্যের এনআইডি ও মোবাইল ফোন নম্বরের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন চেক করে টাকা দেওয়া হবে। এ ক্ষেত্রে কারও নম্বর ডাবল হলে অথবা কোনো ত্রুটি থাকলে তাঁরা টাকা পাবেন না। আর কাজ না করে কেউ টাকা তুলতে পারবেন না। কারণ কাজের প্রতিবেদন অনুযায়ী তাঁরা টাকা পাবেন।’
অনুসন্ধানে জানা গেছে, কর্মসৃজন প্রকল্পে ঝালকাঠি জেলার ৩২টি ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে ৯১ গ্রুপে ২ হাজার ৯৪৩ শ্রমিক নিয়োজিত রয়েছেন। তাঁদের মধ্যে সদর উপজেলায় ২৪ গ্রুপে ৫৭৪, নলছিটি উপজেলায় ৪৩ গ্রুপে ১ হাজার ৪৬৫, রাজাপুর উপজেলায় ১৮ গ্রুপে ৫৩৩ ও কাঁঠালিয়া উপজেলায় ৬ গ্রুপে ৩৭১ জন সদস্য নিয়োজিত রয়েছেন। শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ৪০ বছরের বেশি বয়স হতে হবে। প্রতিদিন কাজের বিনিময়ে তাঁরা পাবেন ৪০০ টাকা মজুরি।
ঝালকাঠিতে কর্মসৃজন প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ৪০ দিনের এই প্রকল্পে জেলায় মোট ২ হাজার ৯৪৩ জনের নিয়মিত কাজ করার কথা। কিন্তু নিয়মিত কর্মসৃজন প্রকল্পে কাজের জন্য যাঁরা যোগ দেন তাঁদের অনেকে হাজিরা দিয়ে চলে যান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, কাজ না করে টাকা তোলা সম্ভব নয়।
জানা গেছে, সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের দুটি গ্রুপে হতদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ চলছে। একটি গ্রুপে ৩৯ জন সদস্য কাজ করলেও উপস্থিত রয়েছেন মাত্র ১৫ জন। অন্য গ্রুপে ৩৫ জন সদস্য থাকলেও কাজ করছেন ৯ জন। শুধু বিনয়কাঠিতেই নয়, ঝালকাঠি জেলার ৩২টি ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে ৯১ গ্রুপে ২ হাজার ৯৪৩ জন শ্রমিকের কাজ করার কথা। বাস্তবে এক-চতুর্থাংশ শ্রমিক মাঠ পর্যায়ে কাজ করছেন। বাকিদের মধ্যে অর্ধেকেই থাকেন অনুপস্থিত। আবার অনেকে হাজিরা দিয়ে চলে যান।
সরেজমিনে দেখা গেছে, ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা-বিনয়কাঠি সড়কের কানাই মার্কেট থেকে ঝালকাঠি বাজারের সংযোগ সড়কে কাঁচা রাস্তায় কাজ করছেন ১৫ জন শ্রমিক। তাঁদের বেশির ভাগই ৪০ বছরের বেশি বয়সী। যাঁরা আছেন তাঁদের মধ্যে রয়েছেন প্রতিবন্ধী।
শ্রমিকদের সরদার আইউব আলী মীর জানান, স্থানীয় ইউপি সদস্য প্রতিটি ওয়ার্ড থেকে কাজের জন্য লোক দেন। এখানে ২০ জন পর্যন্ত শ্রমিক দিয়েছেন। বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১৫ জন কাজে যোগ দিয়েছেন।
অন্য গ্রুপে গাববাড়ি এলাকায় কর্মসৃজন সদস্য বৃদ্ধা নারী সদস্য রিজিয়া বেগম বলেন, ‘প্রতিদিন ১৪ থেকে ১৫ জন কাজে আসেন। আজ (বুধবার) ব্যানে (সকালে) ১২ জন আইছিলো। ৩ জন অসুস্থতার কথা বলে চলে গেছেন। শ্রমিক সরদার অশোকও অসুস্থতার অজুহাতে চলে গেছেন। এখন আছেন ৯ জন।’
কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোকাদ্দেস হোসেন রাসেল বলেন, ‘কানাই মার্কেট এলাকায় ৩৯ জন সদস্য নিয়োজিত থাকলেও ১৫ জন এবং গাববাড়িতে ৩৫ জনের পরিবর্তে ৯ জন কাজ করছেন। তিনজন হাজিরা দিয়ে চলে গেছেন।’
এ ব্যাপারে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘সদর উপজেলার ১০টি ইউনিয়নে ২৪টি গ্রুপে ৫৭৪ জন সদস্য কর্মসৃজন প্রকল্পে কাজের জন্য নিবন্ধন করেছেন। প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল ফোনের নম্বর ঢাকা অফিসে দেওয়া হয়েছে। প্রত্যেক সদস্যের এনআইডি ও মোবাইল ফোন নম্বরের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন চেক করে টাকা দেওয়া হবে। এ ক্ষেত্রে কারও নম্বর ডাবল হলে অথবা কোনো ত্রুটি থাকলে তাঁরা টাকা পাবেন না। আর কাজ না করে কেউ টাকা তুলতে পারবেন না। কারণ কাজের প্রতিবেদন অনুযায়ী তাঁরা টাকা পাবেন।’
অনুসন্ধানে জানা গেছে, কর্মসৃজন প্রকল্পে ঝালকাঠি জেলার ৩২টি ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে ৯১ গ্রুপে ২ হাজার ৯৪৩ শ্রমিক নিয়োজিত রয়েছেন। তাঁদের মধ্যে সদর উপজেলায় ২৪ গ্রুপে ৫৭৪, নলছিটি উপজেলায় ৪৩ গ্রুপে ১ হাজার ৪৬৫, রাজাপুর উপজেলায় ১৮ গ্রুপে ৫৩৩ ও কাঁঠালিয়া উপজেলায় ৬ গ্রুপে ৩৭১ জন সদস্য নিয়োজিত রয়েছেন। শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ৪০ বছরের বেশি বয়স হতে হবে। প্রতিদিন কাজের বিনিময়ে তাঁরা পাবেন ৪০০ টাকা মজুরি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে