Ajker Patrika

প্রতিদিন ভর্তি ৮ রোগী অধিকাংশই বয়স্ক

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২: ৩৮
প্রতিদিন ভর্তি ৮ রোগী অধিকাংশই বয়স্ক

চৌদ্দগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ৮ থেকে ১০ জন রোগী ভর্তি হচ্ছে। বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছে শতাধিক। আক্রান্তদের অধিকাংশের বয়স ৪৫ থেকে ৫৮ বছর। তবে শিশুরোগীও রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১ এপ্রিল থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালটিতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১১৫ জন ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার ছয়জন রোগী ভর্তি থেকে চিকিৎসাধীন ছিল।

এদিকে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত রোগী বাড়ায় ৫০ শয্যার এই হাসপাতালে শয্যা খালি পাওয়াই কষ্টকর হয়ে গেছে। এতে বাড়তি চাপে পড়েছেন চিকিৎসক-নার্সরা।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স সেলিনা আক্তার জানান, প্রতিদিন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। বেশির ভাগই বয়স্ক। মাঝেমধ্যে হাসপাতালে শয্যা খালি থাকে না। মেঝেতে রেখেও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে পাওয়া ওষুধের পর্যাপ্ত মজুত রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের এ দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে ভর্তি থাকা ডায়রিয়ায় আক্রান্ত রোগী আবদুল মতিন বলেন, ‘আমি রোববার ইফতারের পর অসুস্থতা বোধ করি। ইফতারের সময় কিছু ভাজাপোড়া খেয়েছিলাম। তারাবিহর নামাজের পর খাওয়া-দাওয়ার পর থেকে ডায়রিয়া শুরু হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হই।’

আজগর আলী নামের অপর রোগী বলেন, ‘আমি চার দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতালে চিকিৎসাসেবা ভালো পাচ্ছি। সব ধরনের ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। নিয়মিত চিকিৎসক-নার্সরা খোঁজখবর নিচ্ছেন। এতে স্বস্তি পাচ্ছি।’

নাসরিন বেগম নামের আরেকজন রোগী বলেন, ‘দিনে অসম্ভব রোদ পড়ে। রাতের শেষ দিকে ঠান্ডা লাগে। ইফতারের সময় ভাজাপোড়া খাই। এ জন্যই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছি বলে চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চাপ বেড়ে গেছে। এঁদের অধিকাংশই বয়স্ক রোগী। তবে কিছু শিশুও রয়েছে। আমরা পর্যাপ্ত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’ ডায়রিয়া থেকে রক্ষা পেতে বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত