মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরে ফসল রক্ষা বাঁধ ‘চরহাইজদা’ ভেঙে হাওরে পানি প্রবেশ করেছে। তবে এতে ফসলের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি অফিস। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গাগলাজুর বাজার থেকে দেড় কিলোমিটার উত্তরে হাইজদা বাঁধের বেশ কিছু ভেঙে হাওরে পানি প্রবেশ করে।
বাঁধ ভাঙার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহম্মেদ আকুঞ্জি, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত, উপসহকারী প্রকৌশলী সোহাগ ফকির, কৃষি কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় অনেকে মনে করছেন মাছ শিকারিরা বাঁধটি কেটে দিয়েছে। কেউ কেউ দুর্বল বাঁধ তাই ভেঙেছে বলে মনে করছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দাবি গত দুটি বর্ষা ভালোভাবেই পার করেছে এই চর হাইজদা বাঁধ। দুই বছরে মাটি বসে গিয়ে মজবুত হয়েছে। এখন আর ভাঙার কথা নয়। বরং মাছ শিকারের জন্য বাঁধ কেটেছে দুর্বৃত্তরা।
মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রের একজন ব্যবসায়ী বলেন, ‘মাছ শিকারিরা রাতের আঁধারে দুর্বৃত্তদের দিয়ে বাঁধ ভাঙার কাজটি করিয়েছে। অবস্থা দেখে তাই মনে হচ্ছে। কারণ হাইজদা বাঁধটি ব্লক দিয়ে তৈরি করা। পানির চাপে ভাঙলে তো মাটির বাঁধ ভাঙতে পারত।
মোহনগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘হাওরে ধান কাটা শেষ। উচু জমির ৬০-৭০-হেক্টর জমির ধান কাটা বাকি আছে। পানিতে ধানের আর কোনো ক্ষতি হবে না।’
গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, ‘মাঠে গরু চড়ায় দুজন ছেলের কাছ থেকে জানলাম বিকেলে (বুধবার) নাকি তাঁরা দেখেছে ব্লকের ফাঁক দিয়ে পানি চুঁইয়ে বের হচ্ছে। হয়তো সারা রাত পানি চুঁইয়ে ভোরে এক সময় ভেঙে গেছে বাঁধ।
হাওরের ফসল উঠে যাওয়ায় বাঁধের প্রতি আমাদের খেয়াল আগের মতো ছিল না। ফসলের ক্ষতি হবে না। তবে আর কয়দিন পর পানি আসলে এই সময়টা মাঠে গরু ঘাস খেতে পারত।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী সোহাগ ফকির বলেন, ‘মাটি ভর্তি বস্তা ও জিও ব্যাগ ফেলে বাঁধের ভাঙা অংশটি মেরামত করার চেষ্টা চলছে। সকাল থেকেই লোকজন কাজ করছে। ফসলের ক্ষতির শঙ্কা নেই। কারণ মাঠে এখন ধান নেই সব কাটা হয়ে গেছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে পানির চাপ নেই। এই সময়ে ব্লক দিয়ে তৈরি করা স্থায়ী বাঁধ ভাঙা অসম্ভব। মাছ শিকারের জন্য রাতের আঁধারে কেউ কেটেছে। কয়দিন আগে খালিয়াজুরীতেও মাছের লোভে এক ব্যক্তি তার দলবল নিয়ে রাতের আঁধারে বাঁধ কেটে দিয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, বাঁধ ভাঙলেও হাওরের ধান নিয়ে কোনো শঙ্কা নেই। সব ধান কাটা হয়ে গেছে। এদিকে বস্তা ফেলে বাঁধের ভাঙা অংশটি মেরামতে কাজ করছে পাউবো। এখনই ব্যবস্থা নিলে পরবর্তীতে মেরামতে ব্যয় কম হবে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরে ফসল রক্ষা বাঁধ ‘চরহাইজদা’ ভেঙে হাওরে পানি প্রবেশ করেছে। তবে এতে ফসলের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি অফিস। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গাগলাজুর বাজার থেকে দেড় কিলোমিটার উত্তরে হাইজদা বাঁধের বেশ কিছু ভেঙে হাওরে পানি প্রবেশ করে।
বাঁধ ভাঙার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহম্মেদ আকুঞ্জি, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত, উপসহকারী প্রকৌশলী সোহাগ ফকির, কৃষি কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় অনেকে মনে করছেন মাছ শিকারিরা বাঁধটি কেটে দিয়েছে। কেউ কেউ দুর্বল বাঁধ তাই ভেঙেছে বলে মনে করছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দাবি গত দুটি বর্ষা ভালোভাবেই পার করেছে এই চর হাইজদা বাঁধ। দুই বছরে মাটি বসে গিয়ে মজবুত হয়েছে। এখন আর ভাঙার কথা নয়। বরং মাছ শিকারের জন্য বাঁধ কেটেছে দুর্বৃত্তরা।
মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রের একজন ব্যবসায়ী বলেন, ‘মাছ শিকারিরা রাতের আঁধারে দুর্বৃত্তদের দিয়ে বাঁধ ভাঙার কাজটি করিয়েছে। অবস্থা দেখে তাই মনে হচ্ছে। কারণ হাইজদা বাঁধটি ব্লক দিয়ে তৈরি করা। পানির চাপে ভাঙলে তো মাটির বাঁধ ভাঙতে পারত।
মোহনগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘হাওরে ধান কাটা শেষ। উচু জমির ৬০-৭০-হেক্টর জমির ধান কাটা বাকি আছে। পানিতে ধানের আর কোনো ক্ষতি হবে না।’
গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, ‘মাঠে গরু চড়ায় দুজন ছেলের কাছ থেকে জানলাম বিকেলে (বুধবার) নাকি তাঁরা দেখেছে ব্লকের ফাঁক দিয়ে পানি চুঁইয়ে বের হচ্ছে। হয়তো সারা রাত পানি চুঁইয়ে ভোরে এক সময় ভেঙে গেছে বাঁধ।
হাওরের ফসল উঠে যাওয়ায় বাঁধের প্রতি আমাদের খেয়াল আগের মতো ছিল না। ফসলের ক্ষতি হবে না। তবে আর কয়দিন পর পানি আসলে এই সময়টা মাঠে গরু ঘাস খেতে পারত।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী সোহাগ ফকির বলেন, ‘মাটি ভর্তি বস্তা ও জিও ব্যাগ ফেলে বাঁধের ভাঙা অংশটি মেরামত করার চেষ্টা চলছে। সকাল থেকেই লোকজন কাজ করছে। ফসলের ক্ষতির শঙ্কা নেই। কারণ মাঠে এখন ধান নেই সব কাটা হয়ে গেছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে পানির চাপ নেই। এই সময়ে ব্লক দিয়ে তৈরি করা স্থায়ী বাঁধ ভাঙা অসম্ভব। মাছ শিকারের জন্য রাতের আঁধারে কেউ কেটেছে। কয়দিন আগে খালিয়াজুরীতেও মাছের লোভে এক ব্যক্তি তার দলবল নিয়ে রাতের আঁধারে বাঁধ কেটে দিয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, বাঁধ ভাঙলেও হাওরের ধান নিয়ে কোনো শঙ্কা নেই। সব ধান কাটা হয়ে গেছে। এদিকে বস্তা ফেলে বাঁধের ভাঙা অংশটি মেরামতে কাজ করছে পাউবো। এখনই ব্যবস্থা নিলে পরবর্তীতে মেরামতে ব্যয় কম হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে