মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
সাদা সোনাখ্যাত রসুনের আশানুরুপ দাম নেই এবার। সর্বশেষ ৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে রসুন। তারপরও রসুন চাষেই ঝুঁকেছেন কৃষক। এ চিত্র লক্ষ করা গেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে।
লাভের আশায় কৃষকেরা নরম কাদামাটিতে রসুনের কোয়া রোপণে ব্যস্ত সময় পার করছেন। অধিকাংশ এলাকাতেই রসুন লাগানো শেষ হয়েছে। তবে শেষ সময়ে কিছু জায়গায় এখনো রসুন লাগানো চলছেই।
গত বছরের তুলনায় সার, কীটনাশক, সেচের দাম বাড়লেও কমেছে বীজের ও জমি লিজ মূল্য। যার ফলে এ বছর রসুন চাষে বিঘায় অন্তত ৫ হাজার টাকা সাশ্রয় হচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, চলতি মৌসুমে নারায়ণপুর, নওগাঁও, পিংড়া, জোরপুল, মুন্সীরহাট, নায়েরগাঁও ও পৌরসভার বিভিন্ন এলাকায় রসুনের জমিতে সাথি ফসল হিসেবে তরমুজ, বাঙ্গি, ক্ষীরা ও মিষ্টি কুমড়ারও চাষ হচ্ছে।
পিংড়া গ্রামের মনির হোসেন, দিদারসহ অনেক চাষি বলেছেন, ২০ বছর ধরে তাঁরা রসুন আবাদ করছেন। এ বছর ৮০০ টাকা মণ দরে রসুন বিক্রি হচ্ছে। অথচ উৎপাদন খরচ পড়েছে মণপ্রতি ২ হাজার ৫০০ টাকা।
দাম ভালো পেলে ভবিষ্যতে আরও বেশি রসুনের চাষ করবেন বলে তাঁরা জানান। আর ন্যায্য দাম না পেলে পথে বসতে হবে তাঁদের।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু হানিফ জানান, রসুন চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষকেরা রসুন চাষ করছেন। কয়েক দিন আগে ঘূর্ণিঝড়ের প্রবল বর্ষণে চলতি মৌসুমের আলু, সরিষা, ভুট্টা, কাউনসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে রসুনসহ একই জমিতে অন্যান্য শস্য ফলানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
সাদা সোনাখ্যাত রসুনের আশানুরুপ দাম নেই এবার। সর্বশেষ ৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে রসুন। তারপরও রসুন চাষেই ঝুঁকেছেন কৃষক। এ চিত্র লক্ষ করা গেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে।
লাভের আশায় কৃষকেরা নরম কাদামাটিতে রসুনের কোয়া রোপণে ব্যস্ত সময় পার করছেন। অধিকাংশ এলাকাতেই রসুন লাগানো শেষ হয়েছে। তবে শেষ সময়ে কিছু জায়গায় এখনো রসুন লাগানো চলছেই।
গত বছরের তুলনায় সার, কীটনাশক, সেচের দাম বাড়লেও কমেছে বীজের ও জমি লিজ মূল্য। যার ফলে এ বছর রসুন চাষে বিঘায় অন্তত ৫ হাজার টাকা সাশ্রয় হচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, চলতি মৌসুমে নারায়ণপুর, নওগাঁও, পিংড়া, জোরপুল, মুন্সীরহাট, নায়েরগাঁও ও পৌরসভার বিভিন্ন এলাকায় রসুনের জমিতে সাথি ফসল হিসেবে তরমুজ, বাঙ্গি, ক্ষীরা ও মিষ্টি কুমড়ারও চাষ হচ্ছে।
পিংড়া গ্রামের মনির হোসেন, দিদারসহ অনেক চাষি বলেছেন, ২০ বছর ধরে তাঁরা রসুন আবাদ করছেন। এ বছর ৮০০ টাকা মণ দরে রসুন বিক্রি হচ্ছে। অথচ উৎপাদন খরচ পড়েছে মণপ্রতি ২ হাজার ৫০০ টাকা।
দাম ভালো পেলে ভবিষ্যতে আরও বেশি রসুনের চাষ করবেন বলে তাঁরা জানান। আর ন্যায্য দাম না পেলে পথে বসতে হবে তাঁদের।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু হানিফ জানান, রসুন চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষকেরা রসুন চাষ করছেন। কয়েক দিন আগে ঘূর্ণিঝড়ের প্রবল বর্ষণে চলতি মৌসুমের আলু, সরিষা, ভুট্টা, কাউনসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে রসুনসহ একই জমিতে অন্যান্য শস্য ফলানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে