হুমকিতেও অটল বিদ্রোহীরা

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ৫৫
Thumbnail image

খাগড়াছড়ির মহালছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও এখনো মাঠে অটল আছেন তাঁরা। চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ৪টি ইউপির ৩ টিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের।

উপজেলা ৪টি ইউপির মধ্যে একটিতে আওয়ামী লীগের প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে। অপর ৩ ইউপির মধ্যে মহালছড়ি সদর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শক্ত অবস্থানে থাকলেও বাকি দুইটিতে দলের বিদ্রোহী প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছে।

গত ১২ নভেম্বর প্রতীক পেয়ে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২০ জন এবং সাধারণ সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৪ ইউপিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে ১ টিতে বিনা ভোটে জয়ের পথে একজন। এ ছাড়া বিদ্রোহী প্রার্থী ২ জন, বাংলাদেশ ইসলামী আন্দোলন ১ জন, জনসংহতি সমিতি সমর্থিত ১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাইসছড়ি ইউপিতে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের উপজেলা সদস্য ও ইউনিয়নের সাবেক সভাপতি সাজাই মারমা। দলের এই বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে ভাবছেন না স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তবে বিদ্রোহী প্রার্থী সাজাই মারমা জয়ের ব্যাপারে আশাবাদী।

মুবাছড়ি ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনারস প্রতীকে মাঠে নেমেছেন এম এন লারমাপন্থী জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত বর্তমান চেয়ারম্যান বাপ্পী খীসা। সংগঠনের অবস্থান বিবেচনায় তিনি জয়ের জন্য শতভাগ আশাবাদী।

মহালছড়ি সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের রতন কুমার শীল ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী লাব্রেচাই মারমা। এদিকে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১ জন ও সাধারণ সদস্য পদে ৩ জন বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে। এ ছাড়া সাধারণ সদস্য ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন।

মাইসছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। আওয়ামী লীগ থেকে গিয়াস উদ্দিন লিডার, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. আল আমিন ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা। সাধারণ সদস্য পদে ২৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী নিচ্ছেন। এর মধ্যে সাধারণ সদস্য পদে ২ জন বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে।

ক্যায়াংঘাট ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে। সাধারণ সদস্য পদে ৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ৮ জন সাধারণ সদস্য পদে ও ২ জন সংরক্ষিত নারী সদস্য পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

মুবাছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বাপ্পী খীসা ও নৌকা প্রতীকে কংজরী মারমা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ৮ জন। এর মধ্যে সাধারণ সদস্য পদে ৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩ জন বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন।

মুবাছড়ি ইউপিতে নৌকা প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী কংজরী মারমা বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে আমাকে মূল্যায়ন করেছে, সেভাবে মুবাছড়ি ইউনিয়নবাসীর ভালোবাসায় নৌকার জয় নিশ্চিত হবে।’

মাইসছড়ি ইউপিতে বিদ্রোহী প্রার্থী সাজাই মারমা বলেন, ‘দীর্ঘদিন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছি। দল থেকে মনোনয়ন চেয়েছি, কিন্তু আমাকে বঞ্চিত করা হয়েছে। জনগণের অনুরোধে প্রার্থী হয়েছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘যাঁরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হয়েছেন তাঁদের বিরুদ্ধে জেলা কমিটি ব্যবস্থা নেবে। ৪ ইউনিয়নের মধ্যে বাকি ৩ ইউনিয়নেও নৌকার জয় হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত