আজকের পত্রিকা ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে প্রতিদিনই কোথাও না কোথাও আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটছে। অভিযুক্ত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি জরিমানাও করা হচ্ছে। তবুও থামছে না বিধি লঙ্ঘন। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগে এক যুগ্ম সচিব ও ৯ শিক্ষককে শোকজ করা হয়েছে। আবার বিধি ভঙ্গের কারণে তিন প্রার্থীসহ পাঁচজনকে কারণ দর্শানো এবং এক প্রার্থীসহ ছয়জনকে জরিমানা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে নৌকার প্রার্থী মুজিবুল হকের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে শোকজ করা হয়েছে। ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ সাইফুর রহমান গত বুধবার ওই নোটিশ দেন। আগামী ১ জানুয়ারি সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে শোকজের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, ২৪ ডিসেম্বর চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও ২৫ ডিসেম্বর জগন্নাথদীঘি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে বক্তব্য দেন যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। পরে এ ঘটনায় একই আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে যুগ্ম সচিব বলেন, ‘আমি কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিইনি। পায়েরখোলায় আমার গ্রামের বাড়ি। সেদিন আমি বাড়িতে থাকার সুবাদে সেখানে মুজিবুল হক এমপির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’
পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ৯ শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজ পাওয়া শিক্ষকদের বেশির ভাগই আসন্ন নির্বাচনে বিভিন্ন দায়িত্বে রয়েছেন। এর আগে এই আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র পদপ্রার্থীর প্রধান এজেন্ট আব্দুল ওয়াহিদ লিখিত অভিযোগ করেছিলেন।
এ ছাড়া পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেদুয়ানুল হালিম এবং সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলামের বিরুদ্ধে। গতকাল পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার।
প্রার্থী ও কর্মীদের শোকজ
অন্য প্রার্থীর অনুসারীকে হুমকি দেওয়ায় লালমনিরহাট-২ আসনে নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে শোকজ করা হয়েছে। এর আগে সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে সমাজকল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে নৌকার প্রার্থী মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
গাজীপুর-৫ আসনে বিধি ভঙ্গের দায়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামানের দুই কর্মীকে শোকজ করা হয়েছে।
খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী সালাম মুর্শেদীকে আচরণবিধি লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছেন আদালত। এ ছাড়া নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের জনসভায় গুলি করার হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জবাব দিয়েছেন খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন।
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের পক্ষে জীবন্ত ঈগল নিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কবিরুল ইসলাম আনিসকে (৫৭) খুঁজে পায়নি প্রশাসন।
জরিমানা
বাড়িতে ডেকে প্রায় ৩ হাজার মানুষের সমাবেশ ঘটিয়ে ভূরিভোজের আয়োজন করায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নৌকা প্রার্থীর এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেহেরপুর-২ (গাংনী) আসনে আচরণবিধি ভঙ্গ করায় নৌকা ও স্বতন্ত্রের দুই কর্মীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
যশোর-৫ আসনের মনিরামপুরে নৌকার নির্বাচনী ক্যাম্পে আসা ভোটার-সমর্থকদের চা-বিস্কুট খেতে দিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা গুনেছেন এক আওয়ামী লীগের নেতা। দণ্ডপ্রাপ্ত মোশারেফ হোসেন উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া বিদ্যুতের খুঁটিতে পোস্টার সাঁটানোর দায়ে ইসলামী ঐক্যজোটের প্রার্থীর নির্বাচনী এজেন্ট কামরুজ্জামানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল-৩ (মুলাদী, বাবুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মুলাদীর কাজিরচর ইউনিয়নে একাধিক নির্বাচনী ক্যাম্প তৈরি করায় এ জরিমানা করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে প্রতিদিনই কোথাও না কোথাও আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটছে। অভিযুক্ত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি জরিমানাও করা হচ্ছে। তবুও থামছে না বিধি লঙ্ঘন। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগে এক যুগ্ম সচিব ও ৯ শিক্ষককে শোকজ করা হয়েছে। আবার বিধি ভঙ্গের কারণে তিন প্রার্থীসহ পাঁচজনকে কারণ দর্শানো এবং এক প্রার্থীসহ ছয়জনকে জরিমানা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে নৌকার প্রার্থী মুজিবুল হকের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে শোকজ করা হয়েছে। ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ সাইফুর রহমান গত বুধবার ওই নোটিশ দেন। আগামী ১ জানুয়ারি সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে শোকজের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, ২৪ ডিসেম্বর চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও ২৫ ডিসেম্বর জগন্নাথদীঘি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে বক্তব্য দেন যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। পরে এ ঘটনায় একই আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে যুগ্ম সচিব বলেন, ‘আমি কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিইনি। পায়েরখোলায় আমার গ্রামের বাড়ি। সেদিন আমি বাড়িতে থাকার সুবাদে সেখানে মুজিবুল হক এমপির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’
পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ৯ শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজ পাওয়া শিক্ষকদের বেশির ভাগই আসন্ন নির্বাচনে বিভিন্ন দায়িত্বে রয়েছেন। এর আগে এই আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র পদপ্রার্থীর প্রধান এজেন্ট আব্দুল ওয়াহিদ লিখিত অভিযোগ করেছিলেন।
এ ছাড়া পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেদুয়ানুল হালিম এবং সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলামের বিরুদ্ধে। গতকাল পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার।
প্রার্থী ও কর্মীদের শোকজ
অন্য প্রার্থীর অনুসারীকে হুমকি দেওয়ায় লালমনিরহাট-২ আসনে নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে শোকজ করা হয়েছে। এর আগে সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে সমাজকল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে নৌকার প্রার্থী মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
গাজীপুর-৫ আসনে বিধি ভঙ্গের দায়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামানের দুই কর্মীকে শোকজ করা হয়েছে।
খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী সালাম মুর্শেদীকে আচরণবিধি লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছেন আদালত। এ ছাড়া নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের জনসভায় গুলি করার হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জবাব দিয়েছেন খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন।
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের পক্ষে জীবন্ত ঈগল নিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কবিরুল ইসলাম আনিসকে (৫৭) খুঁজে পায়নি প্রশাসন।
জরিমানা
বাড়িতে ডেকে প্রায় ৩ হাজার মানুষের সমাবেশ ঘটিয়ে ভূরিভোজের আয়োজন করায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নৌকা প্রার্থীর এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেহেরপুর-২ (গাংনী) আসনে আচরণবিধি ভঙ্গ করায় নৌকা ও স্বতন্ত্রের দুই কর্মীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
যশোর-৫ আসনের মনিরামপুরে নৌকার নির্বাচনী ক্যাম্পে আসা ভোটার-সমর্থকদের চা-বিস্কুট খেতে দিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা গুনেছেন এক আওয়ামী লীগের নেতা। দণ্ডপ্রাপ্ত মোশারেফ হোসেন উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া বিদ্যুতের খুঁটিতে পোস্টার সাঁটানোর দায়ে ইসলামী ঐক্যজোটের প্রার্থীর নির্বাচনী এজেন্ট কামরুজ্জামানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল-৩ (মুলাদী, বাবুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মুলাদীর কাজিরচর ইউনিয়নে একাধিক নির্বাচনী ক্যাম্প তৈরি করায় এ জরিমানা করা হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে