নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকার আজিমপুর কলোনির একটি ভবনে ২৮ ঘণ্টা ধরে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে ভবনে বসবাসকারী লোকজনের রান্নাবান্না হয়নি। চরম দুর্ভোগে পড়েছিল ওই ভবনে বসবাসকারী ২৪টি পরিবার। তবে গতকাল মঙ্গলবার দুপুরে গ্যাস এলেও চাপ ছিল অনেক কম। বিকেলের দিকে সরবরাহ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আজিমপুর কলোনির এ ব্লকের ৫৪ নম্বর ভবনটিতে গত সোমবার সকাল নয়টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ নতুন সরবরাহ লাইনের গ্যাস বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে অনেকেই কলোনির বাইরে অস্থায়ী ইটের তৈরি চুলা তৈরি করে কাঠ সংগ্রহ করে রান্নাবান্না করেন।
৫৪ নম্বর ভবনের বাসিন্দা ফরিদা ইয়াছমিন বলেন, ‘ঘোষণা ছাড়া প্রায় ২৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এ সময়টাতে আমরা বাইরে থেকে এনে খাবার খেয়েছি। অনেকে আবার লাকড়ির চুলায় রান্না করেছেন।’
গণপূর্ত অধিদপ্তর আজিমপুর উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজিমপুর কলোনির উত্তর পাশের ৩৬টি প্রাচীন ভবন ভাঙার কাজ চলছে। ওই সব ভবন ভেঙে সেখানে নতুন করে ১৫টি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ভবন ভাঙা এবং মাটি খোঁড়ার সময় দুর্ঘটনা এড়াতে সরবরাহ লাইনের গ্যাস বন্ধ করা হয়। কিন্তু ৫৪ নম্বর ভবনটির মূল সংযোগ একেবারেই বন্ধ হয়ে পড়ে। তিতাসের লোকজন নতুন এই ভবনের সরবরাহ লাইন খুঁজে পাচ্ছিলেন না। দীর্ঘ সময় পর তিতাসের লোকজন বুঝতে পেরে নতুন পাইপের সহায়তায় সেখানে গ্যাস-সংযোগ স্বাভাবিক করেন। তিতাস গ্যাসের ঠিকাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘ভেঙে ফেলা চারটি ভবনের গ্যাস সরবরাহ বন্ধ করতে গিয়ে নতুন ৫৪ নম্বর ভবনের গ্যাস বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।’
পুরান ঢাকার আজিমপুর কলোনির একটি ভবনে ২৮ ঘণ্টা ধরে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে ভবনে বসবাসকারী লোকজনের রান্নাবান্না হয়নি। চরম দুর্ভোগে পড়েছিল ওই ভবনে বসবাসকারী ২৪টি পরিবার। তবে গতকাল মঙ্গলবার দুপুরে গ্যাস এলেও চাপ ছিল অনেক কম। বিকেলের দিকে সরবরাহ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আজিমপুর কলোনির এ ব্লকের ৫৪ নম্বর ভবনটিতে গত সোমবার সকাল নয়টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ নতুন সরবরাহ লাইনের গ্যাস বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে অনেকেই কলোনির বাইরে অস্থায়ী ইটের তৈরি চুলা তৈরি করে কাঠ সংগ্রহ করে রান্নাবান্না করেন।
৫৪ নম্বর ভবনের বাসিন্দা ফরিদা ইয়াছমিন বলেন, ‘ঘোষণা ছাড়া প্রায় ২৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এ সময়টাতে আমরা বাইরে থেকে এনে খাবার খেয়েছি। অনেকে আবার লাকড়ির চুলায় রান্না করেছেন।’
গণপূর্ত অধিদপ্তর আজিমপুর উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজিমপুর কলোনির উত্তর পাশের ৩৬টি প্রাচীন ভবন ভাঙার কাজ চলছে। ওই সব ভবন ভেঙে সেখানে নতুন করে ১৫টি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ভবন ভাঙা এবং মাটি খোঁড়ার সময় দুর্ঘটনা এড়াতে সরবরাহ লাইনের গ্যাস বন্ধ করা হয়। কিন্তু ৫৪ নম্বর ভবনটির মূল সংযোগ একেবারেই বন্ধ হয়ে পড়ে। তিতাসের লোকজন নতুন এই ভবনের সরবরাহ লাইন খুঁজে পাচ্ছিলেন না। দীর্ঘ সময় পর তিতাসের লোকজন বুঝতে পেরে নতুন পাইপের সহায়তায় সেখানে গ্যাস-সংযোগ স্বাভাবিক করেন। তিতাস গ্যাসের ঠিকাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘ভেঙে ফেলা চারটি ভবনের গ্যাস সরবরাহ বন্ধ করতে গিয়ে নতুন ৫৪ নম্বর ভবনের গ্যাস বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে