নিজস্ব প্রতিবেদক, সিলেট
আজ রোববার থেকে সিলেটসহ সারা দেশে একযোগে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬৭ হাজার ৫২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ আজকের পত্রিকাকে জানান, নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট অঞ্চলের চার জেলার কেন্দ্রগুলোতে পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। সে সঙ্গে গঠন করা হয়েছে একাধিক ভিজিল্যান্স টিম। এ ছাড়া কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তাদের নজরদারি থাকবে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল আজকের পত্রিকাকে বলেন, এ বছর ৩০৪টি কলেজের শিক্ষার্থীরা ৮৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। জেলাওয়ারি পরীক্ষাকেন্দ্র হচ্ছে সিলেটে ৩৩, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ২১টি। গত সপ্তাহ পর্যন্ত এইচএসসির ফরম পূরণ সম্পন্ন হওয়ায় শেষ মুহূর্তে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৫২৬ জনে। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ১৫৪ এবং ছাত্রী ৩৮ হাজার ৩৭২ জন।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের চেয়ে এ বছর পরীক্ষার্থী কমেছে ৬৩৪ জন। গত বছর ৬৭ হাজার ৯৯৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে সিলেট জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৩৬০ জন। মৌলভীবাজারে পরীক্ষার্থী সংখ্যা ১৩ হাজার ৮২৪, সুনামগঞ্জে ১২ হাজার ৩৬৯ এবং হবিগঞ্জে ১১ হাজার ৭৮৪ জন। তত্ত্বীয় পরীক্ষা ৬ নভেম্বর শুরু হয়ে ১৩ ডিসেম্বর শেষ হবে আর ব্যবহারিক পরীক্ষা আগামী ১৫ ডিসেম্বর শুরু ২২ ডিসেম্বর শেষ হবে। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ হবে।
এদিকে এইচএসসি পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণকক্ষ খুলেছে। পরীক্ষা চলাকালে প্রতিদিন সকাল আটটা থেকে পরীক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণকক্ষ চালু থাকবে। কক্ষে চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন উপপরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার কে এম জুবায়ের আরেফিন, সেকশন অফিসার মো. মশাহিদ আলী ও উচ্চমান সহকারী রাবেয়া বেগম।
এ ছাড়াও এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সিলেট নগরের ২৯টি এলাকাকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ। এসব এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুক্র ও শনিবার এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদিপ দাস পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
আজ রোববার থেকে সিলেটসহ সারা দেশে একযোগে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬৭ হাজার ৫২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ আজকের পত্রিকাকে জানান, নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট অঞ্চলের চার জেলার কেন্দ্রগুলোতে পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। সে সঙ্গে গঠন করা হয়েছে একাধিক ভিজিল্যান্স টিম। এ ছাড়া কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তাদের নজরদারি থাকবে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল আজকের পত্রিকাকে বলেন, এ বছর ৩০৪টি কলেজের শিক্ষার্থীরা ৮৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। জেলাওয়ারি পরীক্ষাকেন্দ্র হচ্ছে সিলেটে ৩৩, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ২১টি। গত সপ্তাহ পর্যন্ত এইচএসসির ফরম পূরণ সম্পন্ন হওয়ায় শেষ মুহূর্তে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৫২৬ জনে। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ১৫৪ এবং ছাত্রী ৩৮ হাজার ৩৭২ জন।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের চেয়ে এ বছর পরীক্ষার্থী কমেছে ৬৩৪ জন। গত বছর ৬৭ হাজার ৯৯৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে সিলেট জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৩৬০ জন। মৌলভীবাজারে পরীক্ষার্থী সংখ্যা ১৩ হাজার ৮২৪, সুনামগঞ্জে ১২ হাজার ৩৬৯ এবং হবিগঞ্জে ১১ হাজার ৭৮৪ জন। তত্ত্বীয় পরীক্ষা ৬ নভেম্বর শুরু হয়ে ১৩ ডিসেম্বর শেষ হবে আর ব্যবহারিক পরীক্ষা আগামী ১৫ ডিসেম্বর শুরু ২২ ডিসেম্বর শেষ হবে। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ হবে।
এদিকে এইচএসসি পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণকক্ষ খুলেছে। পরীক্ষা চলাকালে প্রতিদিন সকাল আটটা থেকে পরীক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণকক্ষ চালু থাকবে। কক্ষে চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন উপপরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার কে এম জুবায়ের আরেফিন, সেকশন অফিসার মো. মশাহিদ আলী ও উচ্চমান সহকারী রাবেয়া বেগম।
এ ছাড়াও এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সিলেট নগরের ২৯টি এলাকাকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ। এসব এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুক্র ও শনিবার এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদিপ দাস পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪