জেলেদের চালে টাকা নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২২, ০৭: ০৩
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১১: ২২

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জেলেদের সহায়তার জন্য বিনা মূল্যের চালে টাকা নেওয়ার অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন কর্মদিবসে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার আরও সময় চেয়ে আবেদন করেছে উপজেলা কৃষি কর্মকর্তা।

এতে উপজেলার চর ফলকন, পাটারির হাট, তোরাব গঞ্জ, হাজির হাট ইউনিয়নের তদন্তভার দেওয়া হয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আখতারুজ্জামানকে। এ ছাড়া উপজেলার চর মার্টিন, চর কালকিনি, চর লরেন্স, সাহেবের হাট ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্তভার দেওয়া হয়।

জানা গেছে, গত ২৯ মার্চ দৈনিক আজকের পত্রিকা বিনা মূল্যের চালে টাকা নেওয়ার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সংবাদটি উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে ১০ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ ও প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, ‘উপজেলায় অনেক জেলে, তাই তদন্ত প্রতিবেদন দিতে উপজেলা প্রশাসনের কাছে আরও সময় চেয়ে আবেদন করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, জেলেদের সহায়তার চালে অনিয়মের ঘটনা তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত