বিদ্যুতের ভুতুড়ে বিলে অতিষ্ঠ গ্রাহক

টঙ্গীবাড়ি (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ৫৮
Thumbnail image

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে আগের তুলনায় এখন কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল আসছে। ৬ মাস ধরে অস্বাভাবিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। অতিষ্ঠ গ্রাহকেরা পল্লী বিদ্যুতের এই ভুতুড়ে বিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন। গত শনিবার টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধনকারীরা বলেন, আগের তুলনায় এখন কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল আসছে। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে আগামী মাস থেকে সব ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করা হয়। তারপরেও অস্বাভাবিক বিল আসছে। সময়মতো বিল পরিশোধ না করলে বিদ্যুৎ অফিসের লোকজন সংযোগ বিচ্ছিন্ন করছেন। বিচ্ছিন্ন সংযোগ পুনরায় সংযোগ নিতে গেলে ভুতুড়ে বিল পরিশোধের পাশাপাশি সংযোগ নিতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

মানববন্ধনকারীরা এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ওই পথে যাতায়াতকারী পথচারীরাও মানববন্ধনে অংশগ্রহণকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড সদস্য শাহালম বলেন, ‘আগে আমার বাড়িতে ৬০০ থেকে ৭০০ টাকা বিল আসত। এ মাসে বিল এসেছে ২ হাজার ৮০০ টাকা। আমরা এই ভুতুড়ে বিদ্যুৎ বিল থেকে পরিত্রাণ চাই।’

মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন মল্লিক বলেন, ‘আগে আমার বাড়িতে সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা বিল আসত, এখন ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা বিল আসে।’

গোয়ারা মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াস বলেন, ‘কয়েক মাস ধরে বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে। লাইনম্যানকে বললে তাঁরা বলেন আর আসবে না, কিন্তু ৬ মাস ধরে অনাকাঙ্ক্ষিত বিল আসছেই।

সোনারং গ্রামের অটো গ্যারেজ মালিক সালাউদ্দিন মাদবর বলেন, ‘আমি অটো চার্জ দিয়ে মাসে পাই ২০ হাজার টাকা। কিন্তু বিদ্যুৎ বিল আসে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা। দুই বছর ধরে বিভিন্ন এনজিও থেকে ঋণ করে বিদ্যুৎ বিল পরিশোধ করেছি।’

এ বিষয়ে টঙ্গীবাড়ি জোনাল অফিসের পল্লী বিদ্যুতের ডিজিএম হজরত আলী বলেন, ‘এ ধরনের অভিযোগ নিয়ে আমার কাছে কেউ আসেনি। ভুলত্রুটি হতে পারে। আমাদের কাছে এলে অবশ্যই আমরা সংশোধন করে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত