কুমিল্লা প্রতিনিধি
‘মা, তুমি আমারে এত বুঝাও কেন? সবাই বের হয়েছে, আমি ঘরে থাকতে পারব না। আমি গুলি খেয়ে মারা গেলে তুমি শহীদের মা হবা। এত চিন্তা কইরো না।’ মায়ের সঙ্গে এই শেষ কথাগুলোই ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আব্দুর রহমান জিসানের।
জিসান কুমিল্লার লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়ার ছেলে। ওয়ার্কশপ শ্রমিক বাবুল মিয়া দক্ষিণ আফ্রিকাপ্রবাসী। মা জেসমিন আক্তার ও স্ত্রী মিষ্টিকে নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন জিসান। আশপাশের বিভিন্ন দোকানে ফিল্টারের পানিভর্তি জার সরবরাহ করতেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে রায়েরবাগ এলাকায় আন্দোলনে যোগ দেন জিসান। আন্দোলনকারীদের তৃষ্ণা নিবারণের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
গত ২০ জুলাই তৃষ্ণার্ত আন্দোলনকারীদের পানি পান করাচ্ছিলেন জিসান। হঠাৎ একটি গুলি তাঁর চোখ দিয়ে ঢুকে মাথা ভেদ করে বেরিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় জিসানের।
খবর পেয়ে ২২ জুলাই দেশে ফেরেন জিসানের বাবা বাবুল মিয়া। সেদিনই জিসানের লাশ দাফন করা হয় গ্রামে। ৩০ জুলাই বাবুল মিয়া বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনের নামে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
বাবুল মিয়া বলেন, ‘আমার ছেলে ছাত্র-জনতার আন্দোলনে গিয়েছিল। সে আন্দোলনকারীদের পানি খাওয়াচ্ছিল। পুলিশ আমার একমাত্র ছেলেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এ বিষয়ে আমি থানায় মামলা করেছি।’
জিসানের মা জেসমিন আক্তার বলেন, ‘ছেলের মৃত্যুর খবর পেয়ে জিসানের বাবা ২২ জুলাই দেশে আসেন। ছেলের শোকে অসুস্থ হয়ে পড়েন তিনি। জিসানের মৃত্যুর শোক সইতে না পেরে ৯ দিনের মাথায় আত্মহত্যা করে তার স্ত্রী মিষ্টি। মাত্র ১৪ মাস আগে তারা ভালোবেসে বিয়ে করেছিল।’
অসহায়ত্বের চোখে জেসমিন বলেন, ‘স্বামী অসুস্থ, ছেলে ও ছেলের বউ নাই। আমার সাজানো ও সুন্দর সংসার তছনছ হয়ে গেল। পরিবারের উপার্জন করার কেউ নাই। আমি অসহায় হয়ে পড়েছি। শোক সইবার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’
‘মা, তুমি আমারে এত বুঝাও কেন? সবাই বের হয়েছে, আমি ঘরে থাকতে পারব না। আমি গুলি খেয়ে মারা গেলে তুমি শহীদের মা হবা। এত চিন্তা কইরো না।’ মায়ের সঙ্গে এই শেষ কথাগুলোই ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আব্দুর রহমান জিসানের।
জিসান কুমিল্লার লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়ার ছেলে। ওয়ার্কশপ শ্রমিক বাবুল মিয়া দক্ষিণ আফ্রিকাপ্রবাসী। মা জেসমিন আক্তার ও স্ত্রী মিষ্টিকে নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন জিসান। আশপাশের বিভিন্ন দোকানে ফিল্টারের পানিভর্তি জার সরবরাহ করতেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে রায়েরবাগ এলাকায় আন্দোলনে যোগ দেন জিসান। আন্দোলনকারীদের তৃষ্ণা নিবারণের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
গত ২০ জুলাই তৃষ্ণার্ত আন্দোলনকারীদের পানি পান করাচ্ছিলেন জিসান। হঠাৎ একটি গুলি তাঁর চোখ দিয়ে ঢুকে মাথা ভেদ করে বেরিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় জিসানের।
খবর পেয়ে ২২ জুলাই দেশে ফেরেন জিসানের বাবা বাবুল মিয়া। সেদিনই জিসানের লাশ দাফন করা হয় গ্রামে। ৩০ জুলাই বাবুল মিয়া বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনের নামে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
বাবুল মিয়া বলেন, ‘আমার ছেলে ছাত্র-জনতার আন্দোলনে গিয়েছিল। সে আন্দোলনকারীদের পানি খাওয়াচ্ছিল। পুলিশ আমার একমাত্র ছেলেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এ বিষয়ে আমি থানায় মামলা করেছি।’
জিসানের মা জেসমিন আক্তার বলেন, ‘ছেলের মৃত্যুর খবর পেয়ে জিসানের বাবা ২২ জুলাই দেশে আসেন। ছেলের শোকে অসুস্থ হয়ে পড়েন তিনি। জিসানের মৃত্যুর শোক সইতে না পেরে ৯ দিনের মাথায় আত্মহত্যা করে তার স্ত্রী মিষ্টি। মাত্র ১৪ মাস আগে তারা ভালোবেসে বিয়ে করেছিল।’
অসহায়ত্বের চোখে জেসমিন বলেন, ‘স্বামী অসুস্থ, ছেলে ও ছেলের বউ নাই। আমার সাজানো ও সুন্দর সংসার তছনছ হয়ে গেল। পরিবারের উপার্জন করার কেউ নাই। আমি অসহায় হয়ে পড়েছি। শোক সইবার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে