ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা।
অধিকাংশ ডেঙ্গু রোগী ঢাকায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত কয়েক দিনে ময়মনসিংহেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।
চিকিৎসকেরা বলেছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। বৃষ্টি বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রকোপও বাড়তির দিকে। সবাইকে বাড়ির আশপাশসহ বাসার ছাদ পরিষ্কার রাখতে হবে। এ ছাড়া ঘরে সার্বক্ষণিক মশারি ব্যবহার করা ভালো।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের মেডিসিন বিভাগের বিভিন্ন ওয়ার্ডে মোট ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ, ১টি শিশু ও ১ জন নারী রয়েছেন। ১২ জনের মধ্যে ৯ জন ঢাকায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনজন ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হন।
গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত রোগী সৌরভ হাসান জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। তিনি বলেন, ‘আমি ঢাকার কেরানীগঞ্জের একটি মসজিদে খেদমতের কাজ করি। সেখানে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা, শরীরব্যথা ও জ্বর হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হই। পরে সেখান থেকে এসে গত রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ।’
ঢাকার মিরপুরে পোশাক কারখানায় চাকরি করেন হাবিবুর রহমান। বাড়ি জেলার তারাকান্দা উপজেলায়। তিনি বলেন, ‘হঠাৎ মাথাব্যথা, শরীরব্যথা ও জ্বর অনুভব করি। পরে সেখানেই পরীক্ষা করা হলে ডেঙ্গুতে আক্রান্তের বিষয়টি বুঝতে পারি। পরে ময়মনসিংহে এসে হাসপাতালে ভর্তি হই। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ।’
ময়মনসিংহ সদরের কুকিল গ্রামের আমিরুল ইসলাম বলেন, ‘আমি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করি। গত এক মাস ঢাকার আগারগাঁও, তালতলা এলাকায় কাজ করেছি। সেখানে জ্বর, মাথাব্যথা নিয়ে বাড়ি ফিরে আসি। অনেক ওষুধ খাওয়ার পরেও জ্বর ভালো না হওয়ায় বিভিন্ন পরীক্ষা করাই। পরে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পেরে গত রোববার হাসপাতালে ভর্তি হই। জ্বর কিছুটা ভালো হলেও শরীর দুর্বল।’
মমেকের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন কায়সার হাসান খান বলেন, সম্প্রতি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে আক্রান্ত অধিকাংশ রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু থেকে রক্ষায় সচেতনতা খুব জরুরি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া বলেন, ‘হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে আক্রান্তদের অধিকাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হচ্ছেন। বর্তমানে হাসপাতালে ১০ জন পুরুষ, ১ জন নারী ও ১ শিশু ভর্তি আছে। পরিকল্পনা আছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে আলাদা একটি ইউনিট করার, যেখানে শুধু ডেঙ্গুতে আক্রান্ত রোগীরই চিকিৎসা দেওয়া হবে।’
জেলা জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মধ্যে মশার বহু উৎপত্তিস্থল রয়েছে। এসব বিষয়ে সিটি প্রশাসনের তেমন তৎপরতা না থাকায় ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ বাড়ার ঝুঁকি রয়েছে।
জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমরা নিজেরা উদ্যোগ নেওয়ার পাশাপাশি সিটি করপোরেশনকে অভিযান পরিচালনার জন্য বলা হবে। সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘ডেঙ্গুসহ মশার উৎপাত কমাতে সিটি করপোরেশন সব সময় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা।
অধিকাংশ ডেঙ্গু রোগী ঢাকায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত কয়েক দিনে ময়মনসিংহেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।
চিকিৎসকেরা বলেছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। বৃষ্টি বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রকোপও বাড়তির দিকে। সবাইকে বাড়ির আশপাশসহ বাসার ছাদ পরিষ্কার রাখতে হবে। এ ছাড়া ঘরে সার্বক্ষণিক মশারি ব্যবহার করা ভালো।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের মেডিসিন বিভাগের বিভিন্ন ওয়ার্ডে মোট ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ, ১টি শিশু ও ১ জন নারী রয়েছেন। ১২ জনের মধ্যে ৯ জন ঢাকায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনজন ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হন।
গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত রোগী সৌরভ হাসান জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। তিনি বলেন, ‘আমি ঢাকার কেরানীগঞ্জের একটি মসজিদে খেদমতের কাজ করি। সেখানে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা, শরীরব্যথা ও জ্বর হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হই। পরে সেখান থেকে এসে গত রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ।’
ঢাকার মিরপুরে পোশাক কারখানায় চাকরি করেন হাবিবুর রহমান। বাড়ি জেলার তারাকান্দা উপজেলায়। তিনি বলেন, ‘হঠাৎ মাথাব্যথা, শরীরব্যথা ও জ্বর অনুভব করি। পরে সেখানেই পরীক্ষা করা হলে ডেঙ্গুতে আক্রান্তের বিষয়টি বুঝতে পারি। পরে ময়মনসিংহে এসে হাসপাতালে ভর্তি হই। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ।’
ময়মনসিংহ সদরের কুকিল গ্রামের আমিরুল ইসলাম বলেন, ‘আমি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করি। গত এক মাস ঢাকার আগারগাঁও, তালতলা এলাকায় কাজ করেছি। সেখানে জ্বর, মাথাব্যথা নিয়ে বাড়ি ফিরে আসি। অনেক ওষুধ খাওয়ার পরেও জ্বর ভালো না হওয়ায় বিভিন্ন পরীক্ষা করাই। পরে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পেরে গত রোববার হাসপাতালে ভর্তি হই। জ্বর কিছুটা ভালো হলেও শরীর দুর্বল।’
মমেকের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন কায়সার হাসান খান বলেন, সম্প্রতি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে আক্রান্ত অধিকাংশ রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু থেকে রক্ষায় সচেতনতা খুব জরুরি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া বলেন, ‘হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে আক্রান্তদের অধিকাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হচ্ছেন। বর্তমানে হাসপাতালে ১০ জন পুরুষ, ১ জন নারী ও ১ শিশু ভর্তি আছে। পরিকল্পনা আছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে আলাদা একটি ইউনিট করার, যেখানে শুধু ডেঙ্গুতে আক্রান্ত রোগীরই চিকিৎসা দেওয়া হবে।’
জেলা জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মধ্যে মশার বহু উৎপত্তিস্থল রয়েছে। এসব বিষয়ে সিটি প্রশাসনের তেমন তৎপরতা না থাকায় ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ বাড়ার ঝুঁকি রয়েছে।
জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমরা নিজেরা উদ্যোগ নেওয়ার পাশাপাশি সিটি করপোরেশনকে অভিযান পরিচালনার জন্য বলা হবে। সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘ডেঙ্গুসহ মশার উৎপাত কমাতে সিটি করপোরেশন সব সময় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে