মাগুরা প্রতিনিধি
হঠাৎ পেঁয়াজের বাজার চড়া। এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা। আর এ সুযোগে মাগুরার বিভিন্ন হাটবাজারে ঢুকে পড়েছে পচা পেঁয়াজ। এসব পেঁয়াজের দামও রাখা হচ্ছে বেশি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
মাগুরা নতুন বাজার এলাকায় রোববার ও বৃহস্পতিবার হাট বসে। শত বছরের পুরোনো এ হাটে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কম দামে সবজি ও তরকারি কেনেন। এ রকম একজন সেলিম হোসেন। শিক্ষকতা করেন জেলার একটি কলেজে। তিনি জানান, গত সপ্তাহে পেঁয়াজ কিনেছি ৪২ টাকায়। সেই পেঁয়াজের মানও ভালো ছিল। এখন পেঁয়াজ ৭০ টাকা। তাই হাটে এসেছি কম দামে কিনতে। এখানে দেখি বাজার থেকে দাম বেশি। ৮০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে।
বিক্রেতা নুরুল মিয়া বলেন, পাইকারি বাজারে সকালে গিয়ে পেঁয়াজ কিনেছি। ভালো মানের পেঁয়াজ এখন সেখানেও কম। বেশির ভাগ পেঁয়াজ পচে গেছে। খোসা নেই। পেঁয়াজ থেকে গন্ধ বের হয়, যা ভালো পাইছি কিনে আনছি।
গতকাল সোমবার বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ পেঁয়াজ কালো হয়ে গেছে। পেঁয়াজে মাছি পড়ছে। দুর্গন্ধ পাচ্ছেন পথচারীরা।
পেঁয়াজ কম দামে কিনে হতাশ হয়ে জাকির মোল্যা বলেন, ৭০ টাকায় পেঁয়াজের খোসা কিনলাম। হাট ঘুরে দেখলাম ৮০ টাকার নিচে পেঁয়াজ নেই। আমি যা কিনেছি তার সাইজ ছোট এবং নরম।
ক্রেতাদের অভিযোগ, পেঁয়াজের দাম বেশি হওয়ার কারণ গুদামজাত করে রাখা। মৌসুমি ব্যবসায়ীরা পেঁয়াজ আটকে রেখেছেন যখন তা ২৫ টাকা কেজি ছিল। এখন ভালো পেঁয়াজের সংকট থাকায় মাস ছয়েক আগের স্টোর করা পেঁয়াজ বাজারে ছেড়ে দিয়েছে। এটা খুবই অস্বাস্থ্যকর।
মাগুরা জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ক্রেতা যদি মনে করেন পেঁয়াজ কিনে ঠকেছেন তবে অভিযোগ দিতে পারেন। আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিই।
এ বিষয়ে মাগুরা পুরাতন বাজার সমিতির সভাপতি জিয়া ইসলাম জানান, পচা পেঁয়াজ বাজারে আসা শুরু করেছে। আমরা বিক্রেতাদের সতর্ক করছি। পাশাপাশি ক্রেতাদেরও সতর্ক থাকা প্রয়োজন।
হঠাৎ পেঁয়াজের বাজার চড়া। এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা। আর এ সুযোগে মাগুরার বিভিন্ন হাটবাজারে ঢুকে পড়েছে পচা পেঁয়াজ। এসব পেঁয়াজের দামও রাখা হচ্ছে বেশি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
মাগুরা নতুন বাজার এলাকায় রোববার ও বৃহস্পতিবার হাট বসে। শত বছরের পুরোনো এ হাটে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কম দামে সবজি ও তরকারি কেনেন। এ রকম একজন সেলিম হোসেন। শিক্ষকতা করেন জেলার একটি কলেজে। তিনি জানান, গত সপ্তাহে পেঁয়াজ কিনেছি ৪২ টাকায়। সেই পেঁয়াজের মানও ভালো ছিল। এখন পেঁয়াজ ৭০ টাকা। তাই হাটে এসেছি কম দামে কিনতে। এখানে দেখি বাজার থেকে দাম বেশি। ৮০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে।
বিক্রেতা নুরুল মিয়া বলেন, পাইকারি বাজারে সকালে গিয়ে পেঁয়াজ কিনেছি। ভালো মানের পেঁয়াজ এখন সেখানেও কম। বেশির ভাগ পেঁয়াজ পচে গেছে। খোসা নেই। পেঁয়াজ থেকে গন্ধ বের হয়, যা ভালো পাইছি কিনে আনছি।
গতকাল সোমবার বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ পেঁয়াজ কালো হয়ে গেছে। পেঁয়াজে মাছি পড়ছে। দুর্গন্ধ পাচ্ছেন পথচারীরা।
পেঁয়াজ কম দামে কিনে হতাশ হয়ে জাকির মোল্যা বলেন, ৭০ টাকায় পেঁয়াজের খোসা কিনলাম। হাট ঘুরে দেখলাম ৮০ টাকার নিচে পেঁয়াজ নেই। আমি যা কিনেছি তার সাইজ ছোট এবং নরম।
ক্রেতাদের অভিযোগ, পেঁয়াজের দাম বেশি হওয়ার কারণ গুদামজাত করে রাখা। মৌসুমি ব্যবসায়ীরা পেঁয়াজ আটকে রেখেছেন যখন তা ২৫ টাকা কেজি ছিল। এখন ভালো পেঁয়াজের সংকট থাকায় মাস ছয়েক আগের স্টোর করা পেঁয়াজ বাজারে ছেড়ে দিয়েছে। এটা খুবই অস্বাস্থ্যকর।
মাগুরা জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ক্রেতা যদি মনে করেন পেঁয়াজ কিনে ঠকেছেন তবে অভিযোগ দিতে পারেন। আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিই।
এ বিষয়ে মাগুরা পুরাতন বাজার সমিতির সভাপতি জিয়া ইসলাম জানান, পচা পেঁয়াজ বাজারে আসা শুরু করেছে। আমরা বিক্রেতাদের সতর্ক করছি। পাশাপাশি ক্রেতাদেরও সতর্ক থাকা প্রয়োজন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে