জয়পুরহাট প্রতিনিধি
গত মৌসুমে হিমাগারে আলু রেখে বড় ধরনের লোকসানের মুখে পড়েন জয়পুরহাটের কৃষকেরা। সেই ক্ষতি কাটিয়ে উঠতে আবারও আলুর দিকেই ঝুঁকেছেন তাঁরা। আগাম জাতের আলু পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করেছেন চাষিরা।
সদর উপজেলার কোমড় গ্রামের কৃষক তসলিম উদ্দিন আজকের পত্রিকাকে জানান, এবার পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেছেন তিনি। এর মধ্যে তিন বিঘায় আগাম জাতের ও দুই বিঘা জমিতে বিলম্ব জাতের আলু চাষ করেছেন। ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতি বিঘায় খরচ পড়বে ১৮ থেকে ২০ হাজার টাকা। গত বছরের তুলনায় এবার বিঘাপ্রতি দুই হাজার টাকা বেশি খরচ গুনতে হবে।
একই গ্রামের কৃষক নুরুন্নবী বলেন, তিন বিঘা জমিতে আলু রোপণ করেছি। এর মধ্যে দেড় বিঘা জমিতে আগাম জাতের এবং দেড় বিঘা জমিতে বিলম্ব জাতের আলু আছে। গেল মৌসুমে হিমাগারে আলু রেখে বড় ধরনের ক্ষতি হয়েছে। এবার ন্যায্য মূল্য না পেলে পথে বসতে হবে।
সদর উপজেলার পারুলিয়া গ্রামের কৃষক আরমান আলী জানান, ভালো ফলন ও ভালো দাম পাওয়ার আশায় এবার তিনি দুই বিঘা জমিতে আলু চাষ করেছেন। কৃষকদের স্বার্থে আলু আমদানি বন্ধ ও বিদেশে আলু রপ্তানির জন্য পদক্ষেপ নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, জেলায় এবার আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ৩৫০ হেক্টর জমিতে। কৃষকেরা এবার আগাম জাতের মধ্যে মিউজিকা, কুমারিকা, গ্রানোলা, ফ্রেশসহ অন্যান্য জাতের আলু চাষ করেছেন। আর উন্নত জাতের মধ্যে অ্যারিস্ট্রিক, কার্ডিনাল, ডায়মন্ড, লরা ও ক্যারেজ এবং দেশি জাতের মধ্যে পাকরি, পাহাড়ি পাকরি, বট পাকরি, তেল পাকরি, ফাটা পাকরি, রোমানা ও জাম জাতের আলু চাষ হয়েছে।
সরেজমিন দেখা গেছে, জেলা সদরসহ পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার কৃষকেরা এখন আগাম জাতের আলুখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তাঁরা কোদাল দিয়ে নিড়ানি দিচ্ছেন। এবং আলুর আইল বাঁধাই করছেন। কেউ কেউ রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ওষুধ প্রয়োগ করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম জানান, কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে সদরসহ জেলার পাঁচটি উপজেলাতেই লিফলেট বিতরণ করা হচ্ছে। আলুর রোগ-বালাই দমনে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে সার ও ওষুধ প্রয়োগের জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। এখন আবহাওয়া বেশ ভালো, শেষ পর্যন্ত অনুকূলে থাকলে এবার আলুর বাম্পার ফলন পাবেন কৃষকেরা।
গত মৌসুমে হিমাগারে আলু রেখে বড় ধরনের লোকসানের মুখে পড়েন জয়পুরহাটের কৃষকেরা। সেই ক্ষতি কাটিয়ে উঠতে আবারও আলুর দিকেই ঝুঁকেছেন তাঁরা। আগাম জাতের আলু পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করেছেন চাষিরা।
সদর উপজেলার কোমড় গ্রামের কৃষক তসলিম উদ্দিন আজকের পত্রিকাকে জানান, এবার পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেছেন তিনি। এর মধ্যে তিন বিঘায় আগাম জাতের ও দুই বিঘা জমিতে বিলম্ব জাতের আলু চাষ করেছেন। ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতি বিঘায় খরচ পড়বে ১৮ থেকে ২০ হাজার টাকা। গত বছরের তুলনায় এবার বিঘাপ্রতি দুই হাজার টাকা বেশি খরচ গুনতে হবে।
একই গ্রামের কৃষক নুরুন্নবী বলেন, তিন বিঘা জমিতে আলু রোপণ করেছি। এর মধ্যে দেড় বিঘা জমিতে আগাম জাতের এবং দেড় বিঘা জমিতে বিলম্ব জাতের আলু আছে। গেল মৌসুমে হিমাগারে আলু রেখে বড় ধরনের ক্ষতি হয়েছে। এবার ন্যায্য মূল্য না পেলে পথে বসতে হবে।
সদর উপজেলার পারুলিয়া গ্রামের কৃষক আরমান আলী জানান, ভালো ফলন ও ভালো দাম পাওয়ার আশায় এবার তিনি দুই বিঘা জমিতে আলু চাষ করেছেন। কৃষকদের স্বার্থে আলু আমদানি বন্ধ ও বিদেশে আলু রপ্তানির জন্য পদক্ষেপ নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, জেলায় এবার আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ৩৫০ হেক্টর জমিতে। কৃষকেরা এবার আগাম জাতের মধ্যে মিউজিকা, কুমারিকা, গ্রানোলা, ফ্রেশসহ অন্যান্য জাতের আলু চাষ করেছেন। আর উন্নত জাতের মধ্যে অ্যারিস্ট্রিক, কার্ডিনাল, ডায়মন্ড, লরা ও ক্যারেজ এবং দেশি জাতের মধ্যে পাকরি, পাহাড়ি পাকরি, বট পাকরি, তেল পাকরি, ফাটা পাকরি, রোমানা ও জাম জাতের আলু চাষ হয়েছে।
সরেজমিন দেখা গেছে, জেলা সদরসহ পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার কৃষকেরা এখন আগাম জাতের আলুখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তাঁরা কোদাল দিয়ে নিড়ানি দিচ্ছেন। এবং আলুর আইল বাঁধাই করছেন। কেউ কেউ রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ওষুধ প্রয়োগ করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম জানান, কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে সদরসহ জেলার পাঁচটি উপজেলাতেই লিফলেট বিতরণ করা হচ্ছে। আলুর রোগ-বালাই দমনে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে সার ও ওষুধ প্রয়োগের জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। এখন আবহাওয়া বেশ ভালো, শেষ পর্যন্ত অনুকূলে থাকলে এবার আলুর বাম্পার ফলন পাবেন কৃষকেরা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে