গতকাল মুক্তি পেয়েছে আপনার অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’। সিনেমাটি সম্পর্কে বলবেন?
প্রীতিলতা ইতিহাসের অন্যতম মহীয়সী বিপ্লবী নারী। ইতিহাসে তাঁর ভূমিকা, বিভিন্ন কর্মকাণ্ড এ সিনেমায় উঠে এসেছে। বিশেষ করে তাঁর অনুপ্রেরণার জায়গাগুলো কী ছিল, কীভাবে বিপ্লব সংঘটিত করেছিলেন এবং আত্মাহুতি দিয়েছেন, তা দেখা যাবে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে তৈরি ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমায় নতুন এক প্রীতিলতাকে আবিষ্কার করতে পারবে দর্শক।
সিনেমাটি নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন?
আমরা বিশেষ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে বীরকন্যা প্রীতিলতা সিনেমার বার্তাটি পৌঁছানোর চেষ্টা করেছি। শিক্ষার্থীদের জন্য হাফ পাসের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে তাঁদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তাতে প্রত্যাশা বেড়ে গেছে। প্রথম দিন হলগুলোতে প্রচুর দর্শক এসেছে; যাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই ছিল বেশি। এ ছাড়া যাঁরা পরিবার নিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন, তাঁদের কাছে বীরকন্যা প্রীতিলতা ভালো লাগবে।
এই সিনেমায় আপনার চরিত্র নিয়ে কিছু বলুন?
আমি রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে অভিনয় করেছি। এখন থেকে ৯০ বছর আগের একটি চরিত্র। যাঁর সম্পর্কে তেমন কোনো রেফারেন্স খুঁজে পাইনি আমরা। বিভিন্ন বই পড়ে চরিত্রটি ধারণ করতে হয়েছে। এ চরিত্রে অভিনয় করে আমার জীবনে নতুন একটি মাত্রা যোগ হয়েছে। সেটি হলো ইতিহাসের মধ্য দিয়ে যাওয়া। জীবনকে নতুনভাবে বুঝতে সাহায্য করছে। কাজ করতে করতে মনে হচ্ছিল আমি একটি শিক্ষাসফরে আছি।
তিশার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ই খুব ভালো হয়। তিনি খুব কো-অপারেটিভ, ফ্রেন্ডলি। তিনি যেমন নিজের চরিত্র নিয়ে ভাবতে পারেন, সেই সঙ্গে কো-আর্টিস্টকে হেল্প করেন কীভাবে ভালো করা যায়। তাঁর সঙ্গে কাজ হওয়া মানে অনেক কিছু সহজ হয়ে যাওয়া।
অপারেশন সুন্দরবন, ব্ল্যাক ওয়ার এবার বীরকন্যা প্রীতিলতা—পরপর সিনেমা রিলিজ পাচ্ছে। কেমন লাগছে?
সিনেমায় কাজ করলে মানুষ অনেক দিন মনে রাখে। সে জায়গা থেকে ব্যাক টু ব্যাক সিনেমা রিলিজ পাচ্ছে, এটা খুব ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় কথা, চরিত্রগুলো মানুষ পছন্দ করছে। এভাবেই কাজ করে যেতে চাই।
তাহলে কি আপনার মনোযোগ বড় পর্দা ঘিরেই?
কোনো পর্দাকেই আমি ছোট করে দেখি না। তবে অভিনয়টা বুঝে করতে চাই।
অভিনয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এই চাপটা সামলান কীভাবে?
আমার কাছে তো শিক্ষকতা আর অভিনয় একই মনে হয়। দুটো ক্ষেত্রেই মাথায় একটা স্ক্রিপ্ট থাকে, এরপর পারফর্ম করতে হয়। ক্লাসরুম আসলে পারফরম্যান্সের জায়গা। সেখানে দর্শক হিসেবে শিক্ষার্থীরা থাকে। আর যেহেতু আমি ফিল্ম নিয়ে পড়াচ্ছি, তাই বিষয়টা আমার জন্য অনেক সাপোর্টিভ মনে হয়। আমি দুটো কাজই যত্ন নিয়ে করি বা করতে চাই, তাই সময় ম্যানেজমেন্টে কিছুটা সমস্যা হয়। খুব কষ্ট করেই চালাতে হয়। তবে ভালোবাসা আছে বলে দুটি বিষয়ই উপভোগ করছি।
বর্তমান শুটিং ব্যস্ততা কী নিয়ে?
একটি ওয়েব ফিল্মের শুটিং করছি। তবে এ বিষয়ে এখন বিস্তারিত বলা নিষেধ। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে দুটি নাটকের কাজ করেছি। নতুন সিনেমার ব্যাপারেও কথাবার্তা হচ্ছে।
গতকাল মুক্তি পেয়েছে আপনার অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’। সিনেমাটি সম্পর্কে বলবেন?
প্রীতিলতা ইতিহাসের অন্যতম মহীয়সী বিপ্লবী নারী। ইতিহাসে তাঁর ভূমিকা, বিভিন্ন কর্মকাণ্ড এ সিনেমায় উঠে এসেছে। বিশেষ করে তাঁর অনুপ্রেরণার জায়গাগুলো কী ছিল, কীভাবে বিপ্লব সংঘটিত করেছিলেন এবং আত্মাহুতি দিয়েছেন, তা দেখা যাবে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে তৈরি ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমায় নতুন এক প্রীতিলতাকে আবিষ্কার করতে পারবে দর্শক।
সিনেমাটি নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন?
আমরা বিশেষ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে বীরকন্যা প্রীতিলতা সিনেমার বার্তাটি পৌঁছানোর চেষ্টা করেছি। শিক্ষার্থীদের জন্য হাফ পাসের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে তাঁদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তাতে প্রত্যাশা বেড়ে গেছে। প্রথম দিন হলগুলোতে প্রচুর দর্শক এসেছে; যাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই ছিল বেশি। এ ছাড়া যাঁরা পরিবার নিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন, তাঁদের কাছে বীরকন্যা প্রীতিলতা ভালো লাগবে।
এই সিনেমায় আপনার চরিত্র নিয়ে কিছু বলুন?
আমি রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে অভিনয় করেছি। এখন থেকে ৯০ বছর আগের একটি চরিত্র। যাঁর সম্পর্কে তেমন কোনো রেফারেন্স খুঁজে পাইনি আমরা। বিভিন্ন বই পড়ে চরিত্রটি ধারণ করতে হয়েছে। এ চরিত্রে অভিনয় করে আমার জীবনে নতুন একটি মাত্রা যোগ হয়েছে। সেটি হলো ইতিহাসের মধ্য দিয়ে যাওয়া। জীবনকে নতুনভাবে বুঝতে সাহায্য করছে। কাজ করতে করতে মনে হচ্ছিল আমি একটি শিক্ষাসফরে আছি।
তিশার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ই খুব ভালো হয়। তিনি খুব কো-অপারেটিভ, ফ্রেন্ডলি। তিনি যেমন নিজের চরিত্র নিয়ে ভাবতে পারেন, সেই সঙ্গে কো-আর্টিস্টকে হেল্প করেন কীভাবে ভালো করা যায়। তাঁর সঙ্গে কাজ হওয়া মানে অনেক কিছু সহজ হয়ে যাওয়া।
অপারেশন সুন্দরবন, ব্ল্যাক ওয়ার এবার বীরকন্যা প্রীতিলতা—পরপর সিনেমা রিলিজ পাচ্ছে। কেমন লাগছে?
সিনেমায় কাজ করলে মানুষ অনেক দিন মনে রাখে। সে জায়গা থেকে ব্যাক টু ব্যাক সিনেমা রিলিজ পাচ্ছে, এটা খুব ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় কথা, চরিত্রগুলো মানুষ পছন্দ করছে। এভাবেই কাজ করে যেতে চাই।
তাহলে কি আপনার মনোযোগ বড় পর্দা ঘিরেই?
কোনো পর্দাকেই আমি ছোট করে দেখি না। তবে অভিনয়টা বুঝে করতে চাই।
অভিনয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এই চাপটা সামলান কীভাবে?
আমার কাছে তো শিক্ষকতা আর অভিনয় একই মনে হয়। দুটো ক্ষেত্রেই মাথায় একটা স্ক্রিপ্ট থাকে, এরপর পারফর্ম করতে হয়। ক্লাসরুম আসলে পারফরম্যান্সের জায়গা। সেখানে দর্শক হিসেবে শিক্ষার্থীরা থাকে। আর যেহেতু আমি ফিল্ম নিয়ে পড়াচ্ছি, তাই বিষয়টা আমার জন্য অনেক সাপোর্টিভ মনে হয়। আমি দুটো কাজই যত্ন নিয়ে করি বা করতে চাই, তাই সময় ম্যানেজমেন্টে কিছুটা সমস্যা হয়। খুব কষ্ট করেই চালাতে হয়। তবে ভালোবাসা আছে বলে দুটি বিষয়ই উপভোগ করছি।
বর্তমান শুটিং ব্যস্ততা কী নিয়ে?
একটি ওয়েব ফিল্মের শুটিং করছি। তবে এ বিষয়ে এখন বিস্তারিত বলা নিষেধ। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে দুটি নাটকের কাজ করেছি। নতুন সিনেমার ব্যাপারেও কথাবার্তা হচ্ছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২০ নভেম্বর ২০২৪