নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসে অর্ধেক ভাড়া, নিরাপদ সড়কসহ ৬ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর নীলক্ষেতে কর্মসূচি পালন শেষে এ আলটিমেটাম দেন তাঁরা।
এদিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ দাবি করেছেন, ছাত্রদের জন্য বাসে অর্ধেক ভাড়া বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর হয়েছে। তবে কিছু কিছু জায়গায় অল্পসংখ্যক বাসে এখনো অর্ধেক ভাড়া কার্যকর হয়নি বলে অভিযোগ পাচ্ছেন।
আবহাওয়া ভালো না থাকায় এবং নিয়মিত সংসদ অধিবেশন না হওয়ায় নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে জাতীয় সংসদে স্মারকলিপি দেওয়ার পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ও ৬ দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা। নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের একটি অংশ এ ঘোষণা দেয়।
সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট বলেন, ‘প্রথমে হাফ পাসের দাবিতে ২১ নভেম্বর থেকে আন্দোলন করে আসছি। কিন্তু আমরা দেখলাম, সড়কে চলছে মৃত্যুর মিছিল। তাই নিরাপদ সড়কের দাবি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে কারণেই আমরা একসঙ্গে নিরাপদ সড়ক ও সারা দেশে শর্তহীনভাবে হাফ পাসের দাবি করছি। এ জন্য আমরা ৯ ডিসেম্বর বেলা ১১টা পর্যন্ত সরকারকে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দিলাম। আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবে। যদি দাবি মেনে না নেওয়া হয়, তাহলে সেই দিন আমরা স্মারকলিপি নিয়ে গণভবনে যাব এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
মাঠে থাকবে মালিক সমিতি
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, ভাড়ার চার্টের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য পরিবহন মালিক-শ্রমিকের সমন্বয়ে গঠিত ৯টি ভিজিল্যান্স টিম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। ছাত্রদের অর্ধেক ভাড়া পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।
বাসে অর্ধেক ভাড়া, নিরাপদ সড়কসহ ৬ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর নীলক্ষেতে কর্মসূচি পালন শেষে এ আলটিমেটাম দেন তাঁরা।
এদিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ দাবি করেছেন, ছাত্রদের জন্য বাসে অর্ধেক ভাড়া বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর হয়েছে। তবে কিছু কিছু জায়গায় অল্পসংখ্যক বাসে এখনো অর্ধেক ভাড়া কার্যকর হয়নি বলে অভিযোগ পাচ্ছেন।
আবহাওয়া ভালো না থাকায় এবং নিয়মিত সংসদ অধিবেশন না হওয়ায় নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে জাতীয় সংসদে স্মারকলিপি দেওয়ার পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ও ৬ দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা। নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের একটি অংশ এ ঘোষণা দেয়।
সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট বলেন, ‘প্রথমে হাফ পাসের দাবিতে ২১ নভেম্বর থেকে আন্দোলন করে আসছি। কিন্তু আমরা দেখলাম, সড়কে চলছে মৃত্যুর মিছিল। তাই নিরাপদ সড়কের দাবি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে কারণেই আমরা একসঙ্গে নিরাপদ সড়ক ও সারা দেশে শর্তহীনভাবে হাফ পাসের দাবি করছি। এ জন্য আমরা ৯ ডিসেম্বর বেলা ১১টা পর্যন্ত সরকারকে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দিলাম। আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবে। যদি দাবি মেনে না নেওয়া হয়, তাহলে সেই দিন আমরা স্মারকলিপি নিয়ে গণভবনে যাব এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
মাঠে থাকবে মালিক সমিতি
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, ভাড়ার চার্টের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য পরিবহন মালিক-শ্রমিকের সমন্বয়ে গঠিত ৯টি ভিজিল্যান্স টিম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। ছাত্রদের অর্ধেক ভাড়া পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে