গাজীপুর প্রতিনিধি
রাজধানী লাগোয়া শিল্প-অধ্যুষিত গাজীপুরে অবাধে বাড়ছে বনভূমি জবরদখল। জেলার এক-তৃতীয়াংশ বনভূমি বন বিভাগের হিসাবেই বেদখল হয়ে আছে। এর সঙ্গে কয়েকজন ফরেস্টার জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা একই এলাকায় ছয়-আট বছর ধরে একই কর্মস্থলে রয়েছেন। কেউ কেউ ফরেস্টার হয়েও বছরের পর বছর ধরে রেঞ্জ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, বনভূমি জবরদখলে যুক্ত কয়েকজন ফরেস্টার একই এলাকায় ছয়-আট বছর ধরে ঘাঁটি গেড়ে বসে আছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দশক আগেও গাজীপুর ছিল শালবনের জন্য বিখ্যাত। ৫২ হাজার একরের বেশি গেজেটভুক্ত বিস্তীর্ণ বনভূমি ছিল। লাগাতার জবরদখলে এ বনভূমি এখন বিক্ষিপ্ত বনভূমি হয়েছে।
ঢাকা বন বিভাগের অধীন গাজীপুর জেলায় চারটি রেঞ্জ রয়েছে। এগুলো হলো কালিয়াকৈর, রাজেন্দ্রপুর, শ্রীপুর ও কাচিঘাটা। এসব রেঞ্জের অধীনে ২০টি বিট, ২ চেক স্টেশন, কয়েকটি সাব-বিট ও ক্যাম্প রয়েছে।
বিধি অনুযায়ী, প্রতিটি বিটে একজন করে ফরেস্টার বন কর্মকর্তার দায়িত্ব পালন করার কথা। অপরদিকে, প্রতিটি রেঞ্জ, চেক স্টেশন, এসএফএনটিসি ও বন আদালতে মামলা পরিচালক পদে রেঞ্জ কর্মকর্তা পদমর্যাদার একজন করে কর্মকর্তার দায়িত্ব পালন করার কথা। এ ছাড়া একই বিভাগে একজন ফরেস্টার সর্বোচ্চ তিন বছর দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু গাজীপুরে চলছে ভিন্নচিত্র।
নথি ঘেঁটে জানা গেছে, বন বিভাগের অধীন গাজীপুর জেলায় ৬ জন রেঞ্জ কর্মকর্তার পদ রয়েছে। এসব পদের মধ্যে কালিয়াকৈর, কাচিঘাটা ও চন্দ্রা চেক স্টেশনে রেঞ্জ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অন্যগুলোতে রেঞ্জ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ফরেস্টাররা।
সাম্প্রতিক কয়েকটি বদলি আদেশ থেকে জানা গেছে, গাজীপুর কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে আছেন ফরেস্টার পদমর্যাদার আশরাফুল আলম ওরফে দোলন। এই ফরেস্টার গাজীপুরে কর্মরত আছেন আট বছরের বেশি সময় ধরে। চাকরি বিধি অনুযায়ী, এক কর্মস্থলে তিন বছরের বেশি সময় থাকার নিয়ম নেই। আশরাফুল আলম জেলায় আট বছর পার করে দিলেও তাঁকে অন্য অঞ্চলে বদলি না করে বিধি ভঙ্গ করে গত ১৯ মার্চ কালিয়াকৈর মৌচাকে এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। অথচ এই পদটি একটি রেঞ্জ কর্মকর্তা পদমর্যাদার। অথচ বন বিভাগের বদলি বিধি অনুযায়ী, তাঁকে ঢাকা অঞ্চল থেকে অন্য অঞ্চলে বদলি করার কথা ছিল।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সহোদর ফরেস্টার তমিজ উদ্দিন। তিনি প্রভাব খাটিয়ে গাজীপুর কালিয়াকৈর রেঞ্জের মৌচাক বিট কর্মকর্তার দায়িত্ব পান বলে অভিযোগ উঠেছে। বনভূমি জবরদখল উদ্ধারে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও তাঁর সময়ে জবরদখল উচ্ছেদে নীরব থাকে বন বিভাগ। উল্টো বিধিবহির্ভূতভাবে গত বছরের ১৫ ডিসেম্বর একই উপজেলার কাচিঘাটা রেঞ্জের খলিশাজানি বিটে তাঁকে অকালীন বদলি করা হয়। তাঁর ভগ্নিপতি ফরেস্টার মো. আবু ইউনুছকে একই রেঞ্জের সদর বিট থেকে একই আদেশে কালিয়াকৈর বোয়ালি বিটে পেস্টিং দেওয়া হয়।
সাভারের বারুইপাড়া বিটের ফরেস্টার শহিদুল আলমকে প্রাইজ পোস্টিং দেওয়া হয় মৌচাক বিটে। ওই আদেশে ফরেস্টার মো. মাসুম উদ্দিনকে বোয়ালি বিট থেকে কালিয়াকৈর রেঞ্জের রঘুনাথপুর বিটে প্রাইজ পোস্টিং দেওয়া হয়। সম্প্রতি তাঁর বিট থেকে মাটিসহ ট্রাক জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়।
ফরেস্টার নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ, তিনি গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের রঘুনাথপুর বিটে দুই বছর দায়িত্ব পালনের পর জেলার গুরুত্বপূর্ণ চন্দ্রা বিট কর্মকর্তার দায়িত্ব বাগিয়ে নেন। জেলায় তিনি কর্মরত অর্ধযুগের বেশি সময় ধরে।
এসব বিষয়ে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, ‘আমাদের রেঞ্জ কর্মকর্তার কিছু পদ শূন্য রয়েছে। এ কারণে ফরেস্টারদের দিয়ে কাজ চালানো হচ্ছে। তিন বছরের বেশি যেসব ফরেস্টার একই কর্মস্থলে রয়েছেন, তাঁদের আমি অন্য বিভাগে বদলি করতে পারি না।’
এই বন কর্মকর্তা দাবি করেন, গাজীপুরে বন কর্মকর্তাদের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। তবে বন রক্ষায় তাঁরা নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।
রাজধানী লাগোয়া শিল্প-অধ্যুষিত গাজীপুরে অবাধে বাড়ছে বনভূমি জবরদখল। জেলার এক-তৃতীয়াংশ বনভূমি বন বিভাগের হিসাবেই বেদখল হয়ে আছে। এর সঙ্গে কয়েকজন ফরেস্টার জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা একই এলাকায় ছয়-আট বছর ধরে একই কর্মস্থলে রয়েছেন। কেউ কেউ ফরেস্টার হয়েও বছরের পর বছর ধরে রেঞ্জ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, বনভূমি জবরদখলে যুক্ত কয়েকজন ফরেস্টার একই এলাকায় ছয়-আট বছর ধরে ঘাঁটি গেড়ে বসে আছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দশক আগেও গাজীপুর ছিল শালবনের জন্য বিখ্যাত। ৫২ হাজার একরের বেশি গেজেটভুক্ত বিস্তীর্ণ বনভূমি ছিল। লাগাতার জবরদখলে এ বনভূমি এখন বিক্ষিপ্ত বনভূমি হয়েছে।
ঢাকা বন বিভাগের অধীন গাজীপুর জেলায় চারটি রেঞ্জ রয়েছে। এগুলো হলো কালিয়াকৈর, রাজেন্দ্রপুর, শ্রীপুর ও কাচিঘাটা। এসব রেঞ্জের অধীনে ২০টি বিট, ২ চেক স্টেশন, কয়েকটি সাব-বিট ও ক্যাম্প রয়েছে।
বিধি অনুযায়ী, প্রতিটি বিটে একজন করে ফরেস্টার বন কর্মকর্তার দায়িত্ব পালন করার কথা। অপরদিকে, প্রতিটি রেঞ্জ, চেক স্টেশন, এসএফএনটিসি ও বন আদালতে মামলা পরিচালক পদে রেঞ্জ কর্মকর্তা পদমর্যাদার একজন করে কর্মকর্তার দায়িত্ব পালন করার কথা। এ ছাড়া একই বিভাগে একজন ফরেস্টার সর্বোচ্চ তিন বছর দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু গাজীপুরে চলছে ভিন্নচিত্র।
নথি ঘেঁটে জানা গেছে, বন বিভাগের অধীন গাজীপুর জেলায় ৬ জন রেঞ্জ কর্মকর্তার পদ রয়েছে। এসব পদের মধ্যে কালিয়াকৈর, কাচিঘাটা ও চন্দ্রা চেক স্টেশনে রেঞ্জ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অন্যগুলোতে রেঞ্জ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ফরেস্টাররা।
সাম্প্রতিক কয়েকটি বদলি আদেশ থেকে জানা গেছে, গাজীপুর কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে আছেন ফরেস্টার পদমর্যাদার আশরাফুল আলম ওরফে দোলন। এই ফরেস্টার গাজীপুরে কর্মরত আছেন আট বছরের বেশি সময় ধরে। চাকরি বিধি অনুযায়ী, এক কর্মস্থলে তিন বছরের বেশি সময় থাকার নিয়ম নেই। আশরাফুল আলম জেলায় আট বছর পার করে দিলেও তাঁকে অন্য অঞ্চলে বদলি না করে বিধি ভঙ্গ করে গত ১৯ মার্চ কালিয়াকৈর মৌচাকে এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। অথচ এই পদটি একটি রেঞ্জ কর্মকর্তা পদমর্যাদার। অথচ বন বিভাগের বদলি বিধি অনুযায়ী, তাঁকে ঢাকা অঞ্চল থেকে অন্য অঞ্চলে বদলি করার কথা ছিল।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সহোদর ফরেস্টার তমিজ উদ্দিন। তিনি প্রভাব খাটিয়ে গাজীপুর কালিয়াকৈর রেঞ্জের মৌচাক বিট কর্মকর্তার দায়িত্ব পান বলে অভিযোগ উঠেছে। বনভূমি জবরদখল উদ্ধারে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও তাঁর সময়ে জবরদখল উচ্ছেদে নীরব থাকে বন বিভাগ। উল্টো বিধিবহির্ভূতভাবে গত বছরের ১৫ ডিসেম্বর একই উপজেলার কাচিঘাটা রেঞ্জের খলিশাজানি বিটে তাঁকে অকালীন বদলি করা হয়। তাঁর ভগ্নিপতি ফরেস্টার মো. আবু ইউনুছকে একই রেঞ্জের সদর বিট থেকে একই আদেশে কালিয়াকৈর বোয়ালি বিটে পেস্টিং দেওয়া হয়।
সাভারের বারুইপাড়া বিটের ফরেস্টার শহিদুল আলমকে প্রাইজ পোস্টিং দেওয়া হয় মৌচাক বিটে। ওই আদেশে ফরেস্টার মো. মাসুম উদ্দিনকে বোয়ালি বিট থেকে কালিয়াকৈর রেঞ্জের রঘুনাথপুর বিটে প্রাইজ পোস্টিং দেওয়া হয়। সম্প্রতি তাঁর বিট থেকে মাটিসহ ট্রাক জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়।
ফরেস্টার নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ, তিনি গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের রঘুনাথপুর বিটে দুই বছর দায়িত্ব পালনের পর জেলার গুরুত্বপূর্ণ চন্দ্রা বিট কর্মকর্তার দায়িত্ব বাগিয়ে নেন। জেলায় তিনি কর্মরত অর্ধযুগের বেশি সময় ধরে।
এসব বিষয়ে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, ‘আমাদের রেঞ্জ কর্মকর্তার কিছু পদ শূন্য রয়েছে। এ কারণে ফরেস্টারদের দিয়ে কাজ চালানো হচ্ছে। তিন বছরের বেশি যেসব ফরেস্টার একই কর্মস্থলে রয়েছেন, তাঁদের আমি অন্য বিভাগে বদলি করতে পারি না।’
এই বন কর্মকর্তা দাবি করেন, গাজীপুরে বন কর্মকর্তাদের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। তবে বন রক্ষায় তাঁরা নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে