চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ০৫: ৫১
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ৩৬

কলাপাড়ায় তৃণমূলের ভোটে নৌকা প্রতীক পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা চাকামইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেনের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মকবুল হোসেনের ছেলে মো. ফেরদৌস।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তাঁর বাবা তৃণমূলের ভোটে শীর্ষে থাকায় ঈর্ষান্বিত হয়ে বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামতের স্ত্রী হোসনেয়ারা বেগম গত মঙ্গলবারের সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন। হুমায়ুন কবির ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ওই অভিযোগে তাঁকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এসব কারণে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরা তাঁকে প্রত্যাখ্যান করেছে।

অভিযুক্ত হুমায়ুন কবিরের স্ত্রী হোসনেয়ারা জানান, ‘২০০৫ সালে এই ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন মকবুল হোসেন। আওয়ামী লীগে যোগ দিয়ে ২০১৩ সালে কাউন্সিল ছাড়াই প্রভাবশালী নেতাদের আনুকূল্যে সহসভাপতি হন তিনি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত