সিফাত খান, দোহা (কাতার) থেকে
কাতারে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। এখনো চলছে নানা দেশে কাতারবিরোধী বহুমুখী প্রচার ও সমালোচনা। তবে এরই মধ্যে কাতারের প্রতি দৃঢ় সমর্থন ও ভালোবাসা প্রকাশে মাঠে নেমেছেন কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।
গতকাল শুক্রবার দুপুরের পর থেকে দোহার কর্নিশে সমবেত হতে শুরু করেন ফিফার বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা। ‘কাতার বাংলাদেশ ফ্রেন্ডশিপ’ নামে এই শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি।
কাতার ফুটবল দল ও কাতারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সমর্থন ও ভালোবাসা তুলে ধরতে এমন আয়োজনের উদ্যোগ নেয় সংগঠনটি। বিভিন্ন শ্রেণি ও পেশার বাংলাদেশি প্রবাসীরা ছাড়াও এতে উপস্থিত ছিলেন কাতারের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
বাংলাদেশি কমিউনিটির সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কাতারে বাস করছি। কাতারের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন তাই সব স্বার্থের ঊর্ধ্বে। মাতৃভূমি বাংলাদেশের পর কাতার আমাদের দ্বিতীয় দেশ। এ দেশের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সুদৃঢ় সমর্থন প্রকাশের জন্যই আজকের এই শোভাযাত্রা।’
একই সময়ে অদূরে ফ্ল্যাগ প্লাজায় আরেকটি জমায়েত করেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। ফিফা বিশ্বকাপ আয়োজনের নানা পর্বে যুক্ত বাংলাদেশি তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এই ‘মিটআপ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফিফা নিবন্ধিত বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা।
ফিফা বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের পক্ষে বাংলাদেশি তরুণ আবজল আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘ফিফায় স্বেচ্ছাসেবক হিসেবে এখন অনেক প্রবাসী তরুণ যুক্ত রয়েছেন। কাতারে বিশ্বকাপের অবকাঠামো নির্মাণে যেমন প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদান রয়েছে, তেমনিভাবে এখন ফিফা বিশ্বকাপ আয়োজন সফল করে তুলতে নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা।’
কাতারে বিশ্বকাপ আয়োজন চলার সময় যে কটি জায়গা দর্শক ও পর্যটকদের পদভারে মুখর হয়ে আছে, সেগুলোর মধ্যে অন্যতম এলাকা কর্নিশ। সাগরের কোলঘেঁষে কয়েক কিলোমিটার দীর্ঘ এই সড়কজুড়ে এখন শুধুই বিশ্বকাপের আয়োজন। এমন আবহে বাংলাদেশি কমিউনিটি ও বাংলাদেশি ফিফা স্বেচ্ছাসেবকদের এই জমায়েত দৃষ্টি আকর্ষণ করে নানা দেশ থেকে আগত ফুটবলভক্তদের।
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আগামীকাল। আলবাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে।
কাতারে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। এখনো চলছে নানা দেশে কাতারবিরোধী বহুমুখী প্রচার ও সমালোচনা। তবে এরই মধ্যে কাতারের প্রতি দৃঢ় সমর্থন ও ভালোবাসা প্রকাশে মাঠে নেমেছেন কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।
গতকাল শুক্রবার দুপুরের পর থেকে দোহার কর্নিশে সমবেত হতে শুরু করেন ফিফার বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা। ‘কাতার বাংলাদেশ ফ্রেন্ডশিপ’ নামে এই শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি।
কাতার ফুটবল দল ও কাতারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সমর্থন ও ভালোবাসা তুলে ধরতে এমন আয়োজনের উদ্যোগ নেয় সংগঠনটি। বিভিন্ন শ্রেণি ও পেশার বাংলাদেশি প্রবাসীরা ছাড়াও এতে উপস্থিত ছিলেন কাতারের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
বাংলাদেশি কমিউনিটির সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কাতারে বাস করছি। কাতারের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন তাই সব স্বার্থের ঊর্ধ্বে। মাতৃভূমি বাংলাদেশের পর কাতার আমাদের দ্বিতীয় দেশ। এ দেশের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সুদৃঢ় সমর্থন প্রকাশের জন্যই আজকের এই শোভাযাত্রা।’
একই সময়ে অদূরে ফ্ল্যাগ প্লাজায় আরেকটি জমায়েত করেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। ফিফা বিশ্বকাপ আয়োজনের নানা পর্বে যুক্ত বাংলাদেশি তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এই ‘মিটআপ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফিফা নিবন্ধিত বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা।
ফিফা বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের পক্ষে বাংলাদেশি তরুণ আবজল আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘ফিফায় স্বেচ্ছাসেবক হিসেবে এখন অনেক প্রবাসী তরুণ যুক্ত রয়েছেন। কাতারে বিশ্বকাপের অবকাঠামো নির্মাণে যেমন প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদান রয়েছে, তেমনিভাবে এখন ফিফা বিশ্বকাপ আয়োজন সফল করে তুলতে নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা।’
কাতারে বিশ্বকাপ আয়োজন চলার সময় যে কটি জায়গা দর্শক ও পর্যটকদের পদভারে মুখর হয়ে আছে, সেগুলোর মধ্যে অন্যতম এলাকা কর্নিশ। সাগরের কোলঘেঁষে কয়েক কিলোমিটার দীর্ঘ এই সড়কজুড়ে এখন শুধুই বিশ্বকাপের আয়োজন। এমন আবহে বাংলাদেশি কমিউনিটি ও বাংলাদেশি ফিফা স্বেচ্ছাসেবকদের এই জমায়েত দৃষ্টি আকর্ষণ করে নানা দেশ থেকে আগত ফুটবলভক্তদের।
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আগামীকাল। আলবাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে