বিনোদন প্রতিবেদক, ঢাকা
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’। নামভূমিকায় অভিনয় করেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শবনম। ওটাই শবনম অভিনীত সর্বশেষ সিনেমা। নিভৃত জীবন কাটানো এই অভিনেত্রীকে দীর্ঘদিন পর পাওয়া গেল চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে।
গত শুক্রবার রাজধানীর মগবাজারের একটি কনভেনশন হলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন শবনম। ছিলেন অভিনেতা মাহমুদ কলিও। চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেওয়া প্রসঙ্গে শবনম বলেন, ‘উপযুক্ত চরিত্রের অভাবে “আম্মাজান” চলচ্চিত্রের পর ক্যামেরার সামনে দাঁড়াইনি। ইচ্ছে থাকলেও একই সঙ্গে মনের মতো চিত্রনাট্য ও শারীরিক অসুস্থতার কারণে আর কাজ করা হয়নি।’
দীর্ঘদিন পর সহকর্মীদের পেয়ে উৎফুল্ল শবনম বলেন, ‘পুরোনো অনেকেই তো এখন আর বেঁচে নেই। দেখা হলো মাহমুদ কলির সঙ্গে। আলমগীর, ইলিয়াস কাঞ্চনের সঙ্গেও অনেক দিন পর দেখা। পুরোনো দিনের অনেক টেকনিশিয়ানের সঙ্গে কথা হলো। নতুন অনেক নায়ক-নায়িকাকেও দেখলাম। সময়টা সুন্দর কেটেছে।’
শবনম বলেন, ‘এই চলচ্চিত্রই তো আমার আরেকটা পরিবার। লম্বা সময় দূরে ছিলাম কিন্তু মনে পড়ত অনেকের কথা। আমি যে ঝর্ণা বসাক থেকে শবনম হয়েছি, সেটা চলচ্চিত্রের কারণে। তবে চলচ্চিত্রের কোনো আয়োজনে না থাকলেও রুনা লায়লার জন্মদিনে তাঁর বাড়িতে গিয়েছি। কিছুদিন আগে সুচন্দা আপার আমন্ত্রণে ববিতা, চম্পাসহ একটা অনুষ্ঠানে আমরা একত্র হয়েছিলাম। সেখানেও নিজেদের মতো সুন্দর সময় কেটেছে। মাঝেমধ্যে ঘরোয়া আয়োজনে কাছের কিছু মানুষের সঙ্গে দেখা হয়। ভালোই লাগে। কিন্তু চলচ্চিত্রের কোনো আয়োজনে এবার গিয়ে অন্য রকম ভালো লাগা কাজ করেছে।’
মাহমুদ কলিও চলচ্চিত্রে অভিনয় করছেন না বহু বছর। তিনিও এসেছিলেন শিল্পী সমিতির ইফতার মাহফিলে। মাহমুদ কলি বলেন, ‘নিজের বিভিন্ন কাজ নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হয়। তবে চলচ্চিত্র পরিবারের সঙ্গে যোগাযোগ আছে, চলচ্চিত্রকে ভুলে যাইনি। দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগল।’
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’। নামভূমিকায় অভিনয় করেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শবনম। ওটাই শবনম অভিনীত সর্বশেষ সিনেমা। নিভৃত জীবন কাটানো এই অভিনেত্রীকে দীর্ঘদিন পর পাওয়া গেল চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে।
গত শুক্রবার রাজধানীর মগবাজারের একটি কনভেনশন হলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন শবনম। ছিলেন অভিনেতা মাহমুদ কলিও। চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেওয়া প্রসঙ্গে শবনম বলেন, ‘উপযুক্ত চরিত্রের অভাবে “আম্মাজান” চলচ্চিত্রের পর ক্যামেরার সামনে দাঁড়াইনি। ইচ্ছে থাকলেও একই সঙ্গে মনের মতো চিত্রনাট্য ও শারীরিক অসুস্থতার কারণে আর কাজ করা হয়নি।’
দীর্ঘদিন পর সহকর্মীদের পেয়ে উৎফুল্ল শবনম বলেন, ‘পুরোনো অনেকেই তো এখন আর বেঁচে নেই। দেখা হলো মাহমুদ কলির সঙ্গে। আলমগীর, ইলিয়াস কাঞ্চনের সঙ্গেও অনেক দিন পর দেখা। পুরোনো দিনের অনেক টেকনিশিয়ানের সঙ্গে কথা হলো। নতুন অনেক নায়ক-নায়িকাকেও দেখলাম। সময়টা সুন্দর কেটেছে।’
শবনম বলেন, ‘এই চলচ্চিত্রই তো আমার আরেকটা পরিবার। লম্বা সময় দূরে ছিলাম কিন্তু মনে পড়ত অনেকের কথা। আমি যে ঝর্ণা বসাক থেকে শবনম হয়েছি, সেটা চলচ্চিত্রের কারণে। তবে চলচ্চিত্রের কোনো আয়োজনে না থাকলেও রুনা লায়লার জন্মদিনে তাঁর বাড়িতে গিয়েছি। কিছুদিন আগে সুচন্দা আপার আমন্ত্রণে ববিতা, চম্পাসহ একটা অনুষ্ঠানে আমরা একত্র হয়েছিলাম। সেখানেও নিজেদের মতো সুন্দর সময় কেটেছে। মাঝেমধ্যে ঘরোয়া আয়োজনে কাছের কিছু মানুষের সঙ্গে দেখা হয়। ভালোই লাগে। কিন্তু চলচ্চিত্রের কোনো আয়োজনে এবার গিয়ে অন্য রকম ভালো লাগা কাজ করেছে।’
মাহমুদ কলিও চলচ্চিত্রে অভিনয় করছেন না বহু বছর। তিনিও এসেছিলেন শিল্পী সমিতির ইফতার মাহফিলে। মাহমুদ কলি বলেন, ‘নিজের বিভিন্ন কাজ নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হয়। তবে চলচ্চিত্র পরিবারের সঙ্গে যোগাযোগ আছে, চলচ্চিত্রকে ভুলে যাইনি। দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগল।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে