সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার রাজানগর ইউপিতে নৌকার প্রার্থী মো. মজিবর রহমান ১৪ ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বিএনপি-হেফাজতের সমর্থকদের ভোট তাঁর জয়ের নেপথ্যে কাজ করেছে বলে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়।
নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. মজিবর রহমান পেয়েছেন ১০ হাজার ৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেইন মীর পেয়েছেন ১ হাজার ৮১৮ ভোট। ভোটের ব্যবধান ৮ হাজার ২২৭ ভোট। যেটা উপজেলা ১৪টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকার প্রার্থী বিজয়ী হওয়ার প্রধান কারণ ছিল প্রার্থীর ব্যক্তিগত ইমেজ। এ ছাড়া রাজানগর ইউনিয়নটি বিএনপির ঘাঁটি হলেও এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং হেফাজতের নেতা–কর্মীরা নৌকার পক্ষে প্রকাশ্যেই কাজ করেছেন। এর ফলে তিনি ব্যাপক ভোটে জয়লাভ করেন।
জমিয়তে উলামায়ে ইসলামের মুন্সিগঞ্জ জেলার প্রচার সহসম্পাদক মাওলানা নাফিস বলেন, ‘আমাদের দল যেহেতু নির্বাচনে আসেনি, তাই আমরা মন্দের ভালো হিসেবে ব্যক্তি মজিবের জন্য কাজ করেছি। তা ছাড়া আগের চেয়ারম্যান আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি, কোনো কাজও করেনি। বাধ্য হয়েই নৌকায় ভোট দিয়েছি।’
এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা ব্যক্তি মজিবরকে সমর্থন করেছেন, নৌকাকে নয়।
নৌকার বিজয়ী প্রার্থী মো. মজিবর রহমান বলেন, ‘এর আগে আমি রাজানগর ইউনিয়নের ৫ বছর চেয়ারম্যান ছিলাম। আমি মানুষকে সেবা দিয়েছি। মানুষও আমাকে ভালোবাসে। তিনি বলেন, আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চেয়ারম্যান হয়েছি, নিজের আখের গোছাতে নয়।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যক্তিগতভাবে মজিবর ভালো মানুষ, আগেও একবার চেয়ারম্যান হয়েছিল। সুনামের সঙ্গে এলাকায় উন্নয়নের কাজ করেছে। এই জন্য মানুষ তাকে ভোট দিয়েছে।’
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার রাজানগর ইউপিতে নৌকার প্রার্থী মো. মজিবর রহমান ১৪ ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বিএনপি-হেফাজতের সমর্থকদের ভোট তাঁর জয়ের নেপথ্যে কাজ করেছে বলে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়।
নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. মজিবর রহমান পেয়েছেন ১০ হাজার ৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেইন মীর পেয়েছেন ১ হাজার ৮১৮ ভোট। ভোটের ব্যবধান ৮ হাজার ২২৭ ভোট। যেটা উপজেলা ১৪টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকার প্রার্থী বিজয়ী হওয়ার প্রধান কারণ ছিল প্রার্থীর ব্যক্তিগত ইমেজ। এ ছাড়া রাজানগর ইউনিয়নটি বিএনপির ঘাঁটি হলেও এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং হেফাজতের নেতা–কর্মীরা নৌকার পক্ষে প্রকাশ্যেই কাজ করেছেন। এর ফলে তিনি ব্যাপক ভোটে জয়লাভ করেন।
জমিয়তে উলামায়ে ইসলামের মুন্সিগঞ্জ জেলার প্রচার সহসম্পাদক মাওলানা নাফিস বলেন, ‘আমাদের দল যেহেতু নির্বাচনে আসেনি, তাই আমরা মন্দের ভালো হিসেবে ব্যক্তি মজিবের জন্য কাজ করেছি। তা ছাড়া আগের চেয়ারম্যান আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি, কোনো কাজও করেনি। বাধ্য হয়েই নৌকায় ভোট দিয়েছি।’
এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা ব্যক্তি মজিবরকে সমর্থন করেছেন, নৌকাকে নয়।
নৌকার বিজয়ী প্রার্থী মো. মজিবর রহমান বলেন, ‘এর আগে আমি রাজানগর ইউনিয়নের ৫ বছর চেয়ারম্যান ছিলাম। আমি মানুষকে সেবা দিয়েছি। মানুষও আমাকে ভালোবাসে। তিনি বলেন, আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চেয়ারম্যান হয়েছি, নিজের আখের গোছাতে নয়।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যক্তিগতভাবে মজিবর ভালো মানুষ, আগেও একবার চেয়ারম্যান হয়েছিল। সুনামের সঙ্গে এলাকায় উন্নয়নের কাজ করেছে। এই জন্য মানুষ তাকে ভোট দিয়েছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে