রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় পৌর শহরে নেই কোনো ভালো গণশৌচাগার। যে শৌচাগারগুলো রয়েছে, সেগুলো অপরিচ্ছন্ন, ব্যবহারের অনুপযোগী। এতে বিশেষ করে ভোগান্তি পোহাতে হচ্ছে গণপরিবহনের যাত্রী ও নারীদের।
জানা গেছে, রামগড় পৌরসভা প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। দ্বিতীয় শ্রেণির পৌরসভা এটি। রামগড় পৌর শহরে বাজার এলাকায় জনসাধারণের ব্যবহারের জন্য শৌচাগার রয়েছে দুটি। মূল বাজার এলাকা, বাসস্ট্যান্ড এবং সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে নেই কোনো শৌচাগার। মূল বাজার এলাকা থেকে ২০০ গজ দূরে একটি শৌচাগার আছে। সেটিও অপরিচ্ছন্ন। নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা।
বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কৃষি ব্যাংকের বিপরীতে আরেকটি শৌচাগার আছে। শৌচাগারটি জরাজীর্ণ। ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। শৌচাগারের বাইরে ও ভেতরে দুর্গন্ধ। ড্রেনেজ ব্যবস্থা নেই। নারীদের জন্য আলাদা কোনো শৌচাগার নেই।
রামগড় পৌর এলাকার কাপড় ব্যবসায়ী হুমায়ূন কবির শরীফ বলেন, ‘টয়লেটে যেতে হলে ইজারাদারকে পাঁচ টাকা করে দিতে হয়। অনেক সময় পানি পাওয়া যায় না। ভেতরে খুবই অপরিষ্কার অবস্থা। দুর্গন্ধে টেকা দায়।’
বাজার করতে আসা নারী সালমা আক্তার বলেন, ‘টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়লে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। অন্য প্রতিষ্ঠানের টয়লেট ব্যবহার করতে একটু সংকোচও লাগে। কিন্তু মেয়েদের জন্য তো সব টয়লেটে যাওয়া সম্ভবও হয় না।’
রামগড় পুলিশ বক্সে কোনো শৌচাগার নেই। এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, পুলিশ সদস্যদের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আশপাশের মার্কেট, হাসপাতাল বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যেতে যেতে হয়। সন্ধ্যার পর এসব অফিস বা মার্কেট বন্ধ হয়ে যায়। নারী পুলিশ সদস্যদের ভোগান্তি চরম।
রামগড় প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ বলেন, স্কুলের সঙ্গে জমি নিয়ে বিরোধের কারণে মূল বাজারে শৌচাগারটি করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ‘বাস ও সিএনজির মালিক সংগঠনের নেতারা লাখ লাখ টাকা চাঁদা আদায় করেন। তাঁরা চাইলে রক্ষণাবেক্ষণ ও উন্নতমানের শৌচাগার করে দিতে পারেন।’
রামগড় বাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বলেন, পৌর কর্তৃপক্ষের দায়িত্ব শ্রমিক ও মালিক সংগঠনের ওপর চাপানো সম্পূর্ণ অযৌক্তিক। চাঁদা আদায়ের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন।
রামগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল আলম কামাল বলেন, দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই শহরের মূল কেন্দ্রে আধুনিক শৌচাগার নির্মাণ করবেন।
খাগড়াছড়ির রামগড় পৌর শহরে নেই কোনো ভালো গণশৌচাগার। যে শৌচাগারগুলো রয়েছে, সেগুলো অপরিচ্ছন্ন, ব্যবহারের অনুপযোগী। এতে বিশেষ করে ভোগান্তি পোহাতে হচ্ছে গণপরিবহনের যাত্রী ও নারীদের।
জানা গেছে, রামগড় পৌরসভা প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। দ্বিতীয় শ্রেণির পৌরসভা এটি। রামগড় পৌর শহরে বাজার এলাকায় জনসাধারণের ব্যবহারের জন্য শৌচাগার রয়েছে দুটি। মূল বাজার এলাকা, বাসস্ট্যান্ড এবং সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে নেই কোনো শৌচাগার। মূল বাজার এলাকা থেকে ২০০ গজ দূরে একটি শৌচাগার আছে। সেটিও অপরিচ্ছন্ন। নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা।
বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কৃষি ব্যাংকের বিপরীতে আরেকটি শৌচাগার আছে। শৌচাগারটি জরাজীর্ণ। ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। শৌচাগারের বাইরে ও ভেতরে দুর্গন্ধ। ড্রেনেজ ব্যবস্থা নেই। নারীদের জন্য আলাদা কোনো শৌচাগার নেই।
রামগড় পৌর এলাকার কাপড় ব্যবসায়ী হুমায়ূন কবির শরীফ বলেন, ‘টয়লেটে যেতে হলে ইজারাদারকে পাঁচ টাকা করে দিতে হয়। অনেক সময় পানি পাওয়া যায় না। ভেতরে খুবই অপরিষ্কার অবস্থা। দুর্গন্ধে টেকা দায়।’
বাজার করতে আসা নারী সালমা আক্তার বলেন, ‘টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়লে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। অন্য প্রতিষ্ঠানের টয়লেট ব্যবহার করতে একটু সংকোচও লাগে। কিন্তু মেয়েদের জন্য তো সব টয়লেটে যাওয়া সম্ভবও হয় না।’
রামগড় পুলিশ বক্সে কোনো শৌচাগার নেই। এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, পুলিশ সদস্যদের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আশপাশের মার্কেট, হাসপাতাল বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যেতে যেতে হয়। সন্ধ্যার পর এসব অফিস বা মার্কেট বন্ধ হয়ে যায়। নারী পুলিশ সদস্যদের ভোগান্তি চরম।
রামগড় প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ বলেন, স্কুলের সঙ্গে জমি নিয়ে বিরোধের কারণে মূল বাজারে শৌচাগারটি করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ‘বাস ও সিএনজির মালিক সংগঠনের নেতারা লাখ লাখ টাকা চাঁদা আদায় করেন। তাঁরা চাইলে রক্ষণাবেক্ষণ ও উন্নতমানের শৌচাগার করে দিতে পারেন।’
রামগড় বাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বলেন, পৌর কর্তৃপক্ষের দায়িত্ব শ্রমিক ও মালিক সংগঠনের ওপর চাপানো সম্পূর্ণ অযৌক্তিক। চাঁদা আদায়ের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন।
রামগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল আলম কামাল বলেন, দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই শহরের মূল কেন্দ্রে আধুনিক শৌচাগার নির্মাণ করবেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে