সিলেট প্রতিনিধি
সিলেট নগরীর লালদীঘির পাড় হকার্স মার্কেটে ভয়াবহ গত রোববার দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। এই আগুনে মার্কেটের ৩৫টি দোকান পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে চার দিন পেরিয়ে গেলেও আগুন লাগার কারণ জানা যায়নি।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, হকার্স মার্কেটের পাঁচ নম্বর গলির যে কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘিঞ্জি পরিবেশ ও পানির সংকটে আগুন নেভাতে অনেক বেগ পেতে হয় তাঁদের। পরে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সরবরাহ করা পানি দিয়ে আগুন নেভানোর কাজ করেন তাঁরা। তাঁদের সঙ্গে ব্যবসায়ীরাও আগুন নেভাতে সহযোগিতা করেন।
এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো কারণ এখনো জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত কমিটি সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা। তবে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘এখনো অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এটা অনেক বড় অগ্নিকাণ্ড। তাই প্রাথমিকভাবে এ ব্যাপারে কিছু বলা যায়নি। আমরা তদন্তের জন্য ঢাকা কার্যালয়ে প্রতিবেদন পাঠিয়েছি। ঢাকা থেকে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলে তদন্ত করে মূল প্রতিবেদন দেওয়া যাবে।’
এদিকে ঈদের আগে এই ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এখনো সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও পুলিশ বলছে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন ক্ষতি হয়েছে অন্তত অর্ধশত কোটি টাকার।
লালদীঘির পাড় হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কবির হোসেন বলেন, মার্কেটে ১ হাজার ৩৫টি দোকান রয়েছে। এর মধ্যে ৩৫টি দোকান আগুনে পুড়ে গেছে।
মার্কেটের ছয় নম্বর গলির ব্যবসায়ী জয়নাল আহমদ বলেন, ‘আগুনে সব পুড়ে গেছে। ব্যাংক ঋণ কীভাবে পরিশোধ করব, বুঝে উঠতে পারছি না। সবার সহযোগিতা চাই।’
খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, মার্কেটে অগ্নি নির্বাপণের নিজস্ব কোনো ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
সিলেট নগরীর লালদীঘির পাড় হকার্স মার্কেটে ভয়াবহ গত রোববার দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। এই আগুনে মার্কেটের ৩৫টি দোকান পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে চার দিন পেরিয়ে গেলেও আগুন লাগার কারণ জানা যায়নি।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, হকার্স মার্কেটের পাঁচ নম্বর গলির যে কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘিঞ্জি পরিবেশ ও পানির সংকটে আগুন নেভাতে অনেক বেগ পেতে হয় তাঁদের। পরে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সরবরাহ করা পানি দিয়ে আগুন নেভানোর কাজ করেন তাঁরা। তাঁদের সঙ্গে ব্যবসায়ীরাও আগুন নেভাতে সহযোগিতা করেন।
এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো কারণ এখনো জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত কমিটি সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা। তবে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘এখনো অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এটা অনেক বড় অগ্নিকাণ্ড। তাই প্রাথমিকভাবে এ ব্যাপারে কিছু বলা যায়নি। আমরা তদন্তের জন্য ঢাকা কার্যালয়ে প্রতিবেদন পাঠিয়েছি। ঢাকা থেকে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলে তদন্ত করে মূল প্রতিবেদন দেওয়া যাবে।’
এদিকে ঈদের আগে এই ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এখনো সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও পুলিশ বলছে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন ক্ষতি হয়েছে অন্তত অর্ধশত কোটি টাকার।
লালদীঘির পাড় হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কবির হোসেন বলেন, মার্কেটে ১ হাজার ৩৫টি দোকান রয়েছে। এর মধ্যে ৩৫টি দোকান আগুনে পুড়ে গেছে।
মার্কেটের ছয় নম্বর গলির ব্যবসায়ী জয়নাল আহমদ বলেন, ‘আগুনে সব পুড়ে গেছে। ব্যাংক ঋণ কীভাবে পরিশোধ করব, বুঝে উঠতে পারছি না। সবার সহযোগিতা চাই।’
খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, মার্কেটে অগ্নি নির্বাপণের নিজস্ব কোনো ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৫ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪