দুই সন্তানের জননীর বস্তাবন্দী লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ০৮: ৩২
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২: ৫৫

শেরপুরে বস্তাবন্দী অবস্থায় দুই সন্তানের জননী নুরেজা বেগম নামে এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের নিজ আন্ধারিয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নুরেজা বেগম নকলা পৌর শহরের ইশিবপুর এলাকার মো. নূর ইসলামের মেয়ে ও কায়দা গ্রামের মো. আজাহার আলীর স্ত্রী। নুরেজা বেগম আজাহার আলীর দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আজাহার আলীকে নকলা থানায় নেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই ও সিআইডির টিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের নিজ আন্ধারিয়া গ্রামের জনৈক কৃষক ফরমান আলী তার চাষ করা বোরো খেতের পাশে গতকাল শনিবার সকাল নয়টার দিকে একটি রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখেন। ওই বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়াসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তার মুখ খুলে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেন। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়াসহ পিবিআই জামালপুর ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওই নারীর আঙুলের ছাপ দিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়।

এ ব্যাপারে সদর থানার ওসি মনসুর আহম্মেদ বলেন, উদ্ধার হওয়া নারীর মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত