নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১০ নভেম্বর রাজধানী ছাড়া সারা দেশের মহানগরগুলোয় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ১২ নভেম্বর জেলা শহরগুলোয় বিক্ষোভ-সমাবেশ করার ঘোষণাও দিয়েছে দলটি।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি (উত্তর ও দক্ষিণ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মসূচি ঘোষণার আগে বর্তমান সরকারকে ‘পকেটমার’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই পকেটমার সরকার পরপর দুবার জনগণের পকেট মারল। একবার পকেট কেটেছে ডিজেল, এলপিজির দাম বাড়িয়ে দিয়ে। দ্বিতীয়বার পকেট কাটল বাসভাড়া বাড়িয়ে দিয়ে। এটা পাতানো খেলা।’
তিনি বলেন, এই সরকারের চরিত্রই হচ্ছে লুট করা। তারা একদিকে অর্থনীতি লুট করছে, জনগণের পকেট কাটছে। আর নিজেদের পকেট ভারী করছে। তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগের সরকার জনগণের কল্যাণের কথা চিন্তা করে না।
বিএনপির মহাসচিব বলেন, ‘মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। প্রতিদিন দেশে দরিদ্রের সংখ্যা বাড়ছে। কিন্তু সেদিকে সরকারের খেয়াল নেই। তারা ১০ টাকায় চাল খাওয়াতে চেয়েছিল। এখন চালের কেজি ৬০ টাকা। তাদের কিছু বললেই বলে, তারা নাকি উন্নয়ন দিচ্ছে। এমন উন্নয়ন দিচ্ছে, যা আমরা দেখতে পাই না। শুধু পিলার দেখি, উড়ালসড়ক দেখি।’
জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১০ নভেম্বর রাজধানী ছাড়া সারা দেশের মহানগরগুলোয় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ১২ নভেম্বর জেলা শহরগুলোয় বিক্ষোভ-সমাবেশ করার ঘোষণাও দিয়েছে দলটি।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি (উত্তর ও দক্ষিণ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মসূচি ঘোষণার আগে বর্তমান সরকারকে ‘পকেটমার’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই পকেটমার সরকার পরপর দুবার জনগণের পকেট মারল। একবার পকেট কেটেছে ডিজেল, এলপিজির দাম বাড়িয়ে দিয়ে। দ্বিতীয়বার পকেট কাটল বাসভাড়া বাড়িয়ে দিয়ে। এটা পাতানো খেলা।’
তিনি বলেন, এই সরকারের চরিত্রই হচ্ছে লুট করা। তারা একদিকে অর্থনীতি লুট করছে, জনগণের পকেট কাটছে। আর নিজেদের পকেট ভারী করছে। তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগের সরকার জনগণের কল্যাণের কথা চিন্তা করে না।
বিএনপির মহাসচিব বলেন, ‘মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। প্রতিদিন দেশে দরিদ্রের সংখ্যা বাড়ছে। কিন্তু সেদিকে সরকারের খেয়াল নেই। তারা ১০ টাকায় চাল খাওয়াতে চেয়েছিল। এখন চালের কেজি ৬০ টাকা। তাদের কিছু বললেই বলে, তারা নাকি উন্নয়ন দিচ্ছে। এমন উন্নয়ন দিচ্ছে, যা আমরা দেখতে পাই না। শুধু পিলার দেখি, উড়ালসড়ক দেখি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে