চারঘাট প্রতিনিধি
শীত না এলেও বাজারে দেখা মিলছে শীতকালীন শাক-সবজি। কিন্তু দাম চড়া। দাম নাগালে নেই, বলছেন ক্রেতারা। চারঘাট উপজেলার কাঁচাবাজারে ঘুরে এমনটাই দেখা গেছে।
গত বুধবার সদরের সাপ্তাহিক হাটের দিন ও গতকাল বৃহস্পতিবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ৪০ টাকার নিচে কোনো সবজিই মিলছে না। গত বছরের এ সময়ের তুলনায় এসব পণ্যের দাম প্রায় দ্বিগুণ। শুধু আলু রয়েছে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে।
সরেজমিনে চারঘাট কাঁচাবাজারে শিম ১২০ টাকা কেজি, টমেটো ৮০ টাকা কেজি, কাঁচামরিচ ১২০ থেকে ১৪০ টাকা কেজি, কাঁকরোল ৮০ টাকা কেজি, ফুলকপি ৭০ টাকা কেজি, করলা ও ঢ্যাঁড়স ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। অথচ গত বছরের এ সময় এ সব সবজির দাম কেজিতে ২৫ থেকে ৩০ টাকা কম ছিল।
চারঘাট পৌর বাজারের সবজি বিক্রেতা আব্দুল মোমিন বলেন, বেশি দাম দিয়ে কেনার কারণে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক মাইনুল ইসলাম বলেন, ‘করোনার সময়ে সবজির দাম কিছুটা কম থাকলেও বর্তমানে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। বাসা ভাড়া নিয়ে থাকি। চাল, গ্যাস, বিদ্যুৎ বিল সবই বেশি। বাধ্য হয়ে ধার-কর্জ করে চলতে হচ্ছে। কার কাছে বলব। কিছুই বলার নেই।’
উপজেলার থানাপাড়া গ্রামের সবজি চাষি মুঞ্জুরুল ইসলাম বলেন, শীতের শুরুতে এ এলাকার কৃষকেরা লালশাক, মুলা ও শিমের চাষাবাদ করে আসলেও এ বছর চাষাবাদ কম। ফসল ও আর্থিক ক্ষতির কারণে বেশির ভাগ চাষি এখন সবজি আবাদ ছেড়ে দিয়েছেন।
চারঘাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি চাঁন মিয়া আজকের পত্রিকাকে বলেন, সবজি ব্যবসায়ীরা বেশি দামে দূর-দূরান্ত থেকে সবজি কিনে এনে বিক্রি করছে। তারা ইচ্ছে করে দাম বাড়িয়েছে এমন না। সবজি ব্যবসায়ীরাও আশা করছে, দুই এক সপ্তাহের ভেতরেই দাম অনেকটা ক্রেতার নাগালে চলে আসবে।
শীত না এলেও বাজারে দেখা মিলছে শীতকালীন শাক-সবজি। কিন্তু দাম চড়া। দাম নাগালে নেই, বলছেন ক্রেতারা। চারঘাট উপজেলার কাঁচাবাজারে ঘুরে এমনটাই দেখা গেছে।
গত বুধবার সদরের সাপ্তাহিক হাটের দিন ও গতকাল বৃহস্পতিবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ৪০ টাকার নিচে কোনো সবজিই মিলছে না। গত বছরের এ সময়ের তুলনায় এসব পণ্যের দাম প্রায় দ্বিগুণ। শুধু আলু রয়েছে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে।
সরেজমিনে চারঘাট কাঁচাবাজারে শিম ১২০ টাকা কেজি, টমেটো ৮০ টাকা কেজি, কাঁচামরিচ ১২০ থেকে ১৪০ টাকা কেজি, কাঁকরোল ৮০ টাকা কেজি, ফুলকপি ৭০ টাকা কেজি, করলা ও ঢ্যাঁড়স ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। অথচ গত বছরের এ সময় এ সব সবজির দাম কেজিতে ২৫ থেকে ৩০ টাকা কম ছিল।
চারঘাট পৌর বাজারের সবজি বিক্রেতা আব্দুল মোমিন বলেন, বেশি দাম দিয়ে কেনার কারণে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক মাইনুল ইসলাম বলেন, ‘করোনার সময়ে সবজির দাম কিছুটা কম থাকলেও বর্তমানে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। বাসা ভাড়া নিয়ে থাকি। চাল, গ্যাস, বিদ্যুৎ বিল সবই বেশি। বাধ্য হয়ে ধার-কর্জ করে চলতে হচ্ছে। কার কাছে বলব। কিছুই বলার নেই।’
উপজেলার থানাপাড়া গ্রামের সবজি চাষি মুঞ্জুরুল ইসলাম বলেন, শীতের শুরুতে এ এলাকার কৃষকেরা লালশাক, মুলা ও শিমের চাষাবাদ করে আসলেও এ বছর চাষাবাদ কম। ফসল ও আর্থিক ক্ষতির কারণে বেশির ভাগ চাষি এখন সবজি আবাদ ছেড়ে দিয়েছেন।
চারঘাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি চাঁন মিয়া আজকের পত্রিকাকে বলেন, সবজি ব্যবসায়ীরা বেশি দামে দূর-দূরান্ত থেকে সবজি কিনে এনে বিক্রি করছে। তারা ইচ্ছে করে দাম বাড়িয়েছে এমন না। সবজি ব্যবসায়ীরাও আশা করছে, দুই এক সপ্তাহের ভেতরেই দাম অনেকটা ক্রেতার নাগালে চলে আসবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে