৪৪ দলের ক্রিকেট টুর্নামেন্ট

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০৬: ৪৪
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০: ৪২

রংপুরে রয়্যালটি টি-টোয়েন্টি প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আসিব আহসান প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন রংপুর জেলা শাখার আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতা চলছে।

খেলায় মোট ৪৪টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ফ্রেন্ডস ক্লাব একাডেমি মুখোমুখি হয় রংপুর একাডেমির। এতে রংপুর ফ্রেন্ডস ক্লাব একাডেমি জয়লাভ করে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শুভরঞ্জন দেব বাবলু, রয়্যালটি মেগা মলের চেয়ারম্যান তৌহিদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক তানবীর হোসেন আশরাফী, রূপকথা থিম পার্কের চেয়ারম্যান মোস্তাক হোসেন শিমুল, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি নাসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চায়না চৌধুরী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। রংপুরের ক্রীড়াঙ্গনের রয়েছে গৌরবোজ্জ্বল সাফল্য। ক্রীড়াঙ্গনের সব ক্ষেত্রেই এগিয়ে এই জেলা। রংপুর ক্রীড়াঙ্গন আবারও খেলাধুলায় মেতে উঠেছে। বড় আয়োজন থেকে শুরু করে পাড়ায়-মহল্লায় বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। চারদিকে খেলাধুলার আমেজ। অতীতেও রংপুরে এমন খেলাধুলা হতো। মাঝখানে কিছুটা ভাটা পড়েছিল। সেটি কাটিয়ে উঠে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন বক্তারা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত