নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিশ্বের ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। পাশের দেশ ভারতেও ইতিমধ্যে এতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ওমিক্রন দ্রুত শনাক্তের জন্য প্রাথমিকভাবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) সংগ্রহ করছে শনাক্তকরণ কিট। এর মাধ্যমে ৩-৫ ঘণ্টার মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত করা যাবে।
সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ গতকাল রোববার বিকেলে তাঁর কার্যালয়ে আজকের পত্রিকার কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদেশ থেকে ১০০টির মতো কিট আনা হয়েছে। খরচ পড়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। বিদেশ ফেরত কারও করোনা উপসর্গ থাকলে তাঁদের এই কিটের মাধ্যমে ওমিক্রন ধরনটি আছে কি না, তা বোঝা যাবে। তবে শতভাগ ওমিক্রন আক্রান্ত কিনা, তা বোঝা যাবে জিনোম সিকোয়েন্স করে।
গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘দু-এক দিনের মধ্যে কিটগুলো সিভাসুতে এসে পৌঁছাবে। এই কিটের দামও অনেক বেশি পড়ছে। চট্টগ্রামের সিভিল সার্জনকে বিদেশ ফেরত কারও উপসর্গ থাকলে নমুনা সংগ্রহ করে এখানে পাঠিয়ে দিতে বলা হয়েছে। আমরা ৩-৫ ঘণ্টার মধ্যে ফলাফল জানিয়ে দিতে পারব।’
তবে ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই উল্লেখ করে উপাচার্য বলেন, এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত কেউ মারা যায়নি। তবে সংক্রমণের হার বেশি। এই জন্য আগের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে।
করোনাভাইরাসের মহামারিকালে সিভাসু ওয়ান হেলথ ইনস্টিটিউট ভাইরাসটি নিয়ে বেশি কিছু গবেষণা করেছে। সর্বশেষ চট্টগ্রামের ৭৪৬ জন স্বাস্থ্য-পোশাককর্মীর ওপর পাঁচ মাস ধরে গবেষণা চালানো হয়।
এদিকে করোনাভাইরাসের নতুন এই ধরনের ঢেউ সামলাতে চট্টগ্রামে প্রশাসনের পক্ষ থেকে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘ওমিক্রন মোকাবিলায় ১৫টি নির্দেশনা মেনে আমরা প্রস্তুতি নিয়েছি। সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া আছে।’
বিশ্বের ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। পাশের দেশ ভারতেও ইতিমধ্যে এতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ওমিক্রন দ্রুত শনাক্তের জন্য প্রাথমিকভাবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) সংগ্রহ করছে শনাক্তকরণ কিট। এর মাধ্যমে ৩-৫ ঘণ্টার মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত করা যাবে।
সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ গতকাল রোববার বিকেলে তাঁর কার্যালয়ে আজকের পত্রিকার কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদেশ থেকে ১০০টির মতো কিট আনা হয়েছে। খরচ পড়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। বিদেশ ফেরত কারও করোনা উপসর্গ থাকলে তাঁদের এই কিটের মাধ্যমে ওমিক্রন ধরনটি আছে কি না, তা বোঝা যাবে। তবে শতভাগ ওমিক্রন আক্রান্ত কিনা, তা বোঝা যাবে জিনোম সিকোয়েন্স করে।
গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘দু-এক দিনের মধ্যে কিটগুলো সিভাসুতে এসে পৌঁছাবে। এই কিটের দামও অনেক বেশি পড়ছে। চট্টগ্রামের সিভিল সার্জনকে বিদেশ ফেরত কারও উপসর্গ থাকলে নমুনা সংগ্রহ করে এখানে পাঠিয়ে দিতে বলা হয়েছে। আমরা ৩-৫ ঘণ্টার মধ্যে ফলাফল জানিয়ে দিতে পারব।’
তবে ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই উল্লেখ করে উপাচার্য বলেন, এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত কেউ মারা যায়নি। তবে সংক্রমণের হার বেশি। এই জন্য আগের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে।
করোনাভাইরাসের মহামারিকালে সিভাসু ওয়ান হেলথ ইনস্টিটিউট ভাইরাসটি নিয়ে বেশি কিছু গবেষণা করেছে। সর্বশেষ চট্টগ্রামের ৭৪৬ জন স্বাস্থ্য-পোশাককর্মীর ওপর পাঁচ মাস ধরে গবেষণা চালানো হয়।
এদিকে করোনাভাইরাসের নতুন এই ধরনের ঢেউ সামলাতে চট্টগ্রামে প্রশাসনের পক্ষ থেকে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘ওমিক্রন মোকাবিলায় ১৫টি নির্দেশনা মেনে আমরা প্রস্তুতি নিয়েছি। সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া আছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে