‘বাংলাদেশের মানুষ সবচেয়ে ধর্মপ্রাণ’

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০৭: ০৫
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২: ৩৪

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, ‘আমি বিভিন্ন দেশ ভ্রমণ করে উপলব্ধি করেছি যে, সারা বিশ্বে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ধর্মপ্রাণ। কিন্তু আমরা যতটা ধর্মপ্রাণ, ততটা ইমানদার নয়। তাই আমাদের ইমানদার হওয়াটা অত্যন্ত জরুরি। মসজিদ হলো পবিত্র ইবাদতখানা। দিনদিন জনসংখ্যা বাড়ছে, মসজিদও বেড়ে চলেছে।’

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেচারচর গ্রামে ডাক্তারবাড়ি জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের সাংসদ ফরিদুল হক খান দুলাল এ সময় পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সঙ্গে পড়ার ওপর গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আল্লাহর প্রতি বিশ্বাস, আমাদের রাসুল (সা.)-এঁর প্রতি বিশ্বাস, হাদিসের প্রতি বিশ্বাসসহ সবই বিশ্বাস করি।

পেচারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত উপসচিব ড. শহীদ মোতাহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী।

মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ড. শহীদ আতাহার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী মণ্ডল প্রমুখ ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত