কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে প্রথমবারের মতো কবিতা উৎসব হয়েছে। উপজেলা কবিতা পরিষদের আয়োজনে গতকাল শনিবার পৌর শিশুপার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়।
শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় গতকাল সকাল ১০টায় বেলুন উড়ানোর মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন যু্বলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। পরে শিশুপার্কের মুক্তমঞ্চে এক আলোচনা সভা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, ‘কবিদের ভাবনায় থাকবে নতুন প্রজন্মের বাংলাদেশ। কবিদের কাছ থেকেই নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে পড়বে আগামীর ভাবনা।’ তিনি আরো বলেন, ‘জীবন প্রবাহের অন্য নাম হলো সাহিত্য। সাহিত্যের অন্যতম ধারা হলো কবিতা। কবিতার মাধ্যমে মানুষ তাঁর মনের ভাব খুব সহজেই অন্যের কাছে পৌঁছাতে পারে।’
কবিতা উৎসবের সভাপতি কবি সৈয়দ আব্দুস সাদীক বলেন, ‘প্রথমবারের মতো কুমারখালীতে এত বড় কবিতা উৎসব হলো। নতুন কবিদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজন সফল হয়েছে।’
কবি ও সাংবাদিক আব্দুর রশীদ চৌধুরী বলেন, ‘দেশের যেকোনো পরিস্থিতিতে কবিরা শক্তি জুগিয়েছে, মনোবল বাড়িয়েছি, দেশপ্রেম ফুটিয়ে তুলেছে। নতুন প্রজন্মে উদ্বুদ্ধ করতে নিয়মিত কবি ও কবিতার উৎসবের আয়োজন করতে হবে।’
কবি ও সাহিত্যিক আলম আরা জুঁই বলেন, ‘কবিরা সমাজে স্রোতের মতো। তাঁরা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। সাংস্কৃতিক জনপদে বড় পরিসরে এই কবিতা উৎসবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
কবি ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় উৎসবে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সামসুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল, উপজেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম সাবেক সচিব আখতারুজ্জামান, সাবেক সচিব কবি আলকামা সিদ্দিকী, অবসরপ্রাপ্ত লে. কর্নেল কবি শমশের আলী, কবি অ্যাডভোকেট লালিম হক, সাংবাদিক ও কবি আব্দুর রশীদ চৌধুরী, কবি রবিউল হক, কবি ড. শান্তা মারিয়া, কবি কামরুল হাসান, কবি আলম আরা জুঁই, কবি মীর মুর্তজা বাবু প্রমুখ উৎসবে দিনব্যাপী প্রায় শতাধিক কবি কবিতা আবৃত্তি করেন।
কুষ্টিয়ার কুমারখালীতে প্রথমবারের মতো কবিতা উৎসব হয়েছে। উপজেলা কবিতা পরিষদের আয়োজনে গতকাল শনিবার পৌর শিশুপার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়।
শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় গতকাল সকাল ১০টায় বেলুন উড়ানোর মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন যু্বলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। পরে শিশুপার্কের মুক্তমঞ্চে এক আলোচনা সভা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, ‘কবিদের ভাবনায় থাকবে নতুন প্রজন্মের বাংলাদেশ। কবিদের কাছ থেকেই নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে পড়বে আগামীর ভাবনা।’ তিনি আরো বলেন, ‘জীবন প্রবাহের অন্য নাম হলো সাহিত্য। সাহিত্যের অন্যতম ধারা হলো কবিতা। কবিতার মাধ্যমে মানুষ তাঁর মনের ভাব খুব সহজেই অন্যের কাছে পৌঁছাতে পারে।’
কবিতা উৎসবের সভাপতি কবি সৈয়দ আব্দুস সাদীক বলেন, ‘প্রথমবারের মতো কুমারখালীতে এত বড় কবিতা উৎসব হলো। নতুন কবিদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজন সফল হয়েছে।’
কবি ও সাংবাদিক আব্দুর রশীদ চৌধুরী বলেন, ‘দেশের যেকোনো পরিস্থিতিতে কবিরা শক্তি জুগিয়েছে, মনোবল বাড়িয়েছি, দেশপ্রেম ফুটিয়ে তুলেছে। নতুন প্রজন্মে উদ্বুদ্ধ করতে নিয়মিত কবি ও কবিতার উৎসবের আয়োজন করতে হবে।’
কবি ও সাহিত্যিক আলম আরা জুঁই বলেন, ‘কবিরা সমাজে স্রোতের মতো। তাঁরা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। সাংস্কৃতিক জনপদে বড় পরিসরে এই কবিতা উৎসবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
কবি ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় উৎসবে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সামসুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল, উপজেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম সাবেক সচিব আখতারুজ্জামান, সাবেক সচিব কবি আলকামা সিদ্দিকী, অবসরপ্রাপ্ত লে. কর্নেল কবি শমশের আলী, কবি অ্যাডভোকেট লালিম হক, সাংবাদিক ও কবি আব্দুর রশীদ চৌধুরী, কবি রবিউল হক, কবি ড. শান্তা মারিয়া, কবি কামরুল হাসান, কবি আলম আরা জুঁই, কবি মীর মুর্তজা বাবু প্রমুখ উৎসবে দিনব্যাপী প্রায় শতাধিক কবি কবিতা আবৃত্তি করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে