তাসনীম হাসান, চট্টগ্রাম
প্রাইভেটকারচালক বাবার সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। সেই অভাব আর অনটনের পাহাড় ডিঙিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগে ভর্তির সুযোগ পান আবু বকর ছিদ্দিক। তবে তাঁর জীবনে ছিল না কোনো অবসর! টিউশনি করে নিজের পড়াশোনা ও পরিবারকে সহযোগিতা করতে হচ্ছিল সমানতালে। ২০১৭ সালে দুটি টিউশনি নেমে আসে একটিতে। ফলে পড়ালেখা চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তিনি।
ঝরে পড়ার শঙ্কায় আবু বকরের পৃথিবী যখন মেঘাচ্ছন্ন, তখনই পাশে পান ফেসবুকভিত্তিক সংগঠন ‘পে ইট ফরওয়ার্ড’কে। এই সংগঠন থেকে পাওয়া মাসিক বৃত্তি নিয়ে চালিয়ে যান পড়াশোনা। সেই সুযোগ হেলায় হারাননি আবু বকর। স্নাতক ও স্নাতকোত্তরে যথাক্রমে ৩ দশমিক ৬২ এবং ৩ দশমিক ৬৫ পেয়ে হন প্রথম শ্রেণিতে প্রথম। স্নাতকে অনুষদ সেরা ফলের জন্য ২০২০ সালে পান প্রধানমন্ত্রী স্বর্ণপদকও।
কদিন আগে জীবনের সবচেয়ে বড় সুখবরটি পেয়েছেন আবু বকর। গত মাসের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন তিনি।
তাঁর বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রাম নগরে প্রাইভেটকার চালান। তাঁর আয়ে ঠিকমতো চলতো না সংসার। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই আবু বকরকে বাসা ভাড়ার অর্ধেক এবং মায়ের আনুষঙ্গিক খরচ দিতে হতো। তাই ক্লাসের শেষে তাঁকে ছুটতে হতো টিউশনিতে। সেখান থেকে ঘরে ফিরে নিজের পড়াশোনার সঙ্গে ছিল দুই ছোট বোনকে পড়ানোর তাড়া।
উচ্ছ্বসিত আবু বকর বলেন, ‘বাবা সারা জীবন পরিশ্রম করেছেন। নিজে পড়াশোনা না করলেও আমাদের পড়াশোনা করিয়েছেন। মায়েরও কষ্ট ছিল। তাঁরা পাশে না থাকলে হয়তো বহু আগেই মাঝপথে ঝরে গিয়ে কোনো চাকরিতে ঢুকে যেতে হতো। পে ইট ফরওয়ার্ড, শিক্ষক ও বন্ধুদের কাছেও আমি কৃতজ্ঞ।’
গর্বিত বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার প্রাইভেটকারে যাঁরা চড়তেন তাঁদের অনেককেই দেখতাম উচ্চশিক্ষিত। সেই থেকে আমার মনে স্বপ্ন দানা বাঁধে।’
প্রাইভেটকারচালক বাবার সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। সেই অভাব আর অনটনের পাহাড় ডিঙিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগে ভর্তির সুযোগ পান আবু বকর ছিদ্দিক। তবে তাঁর জীবনে ছিল না কোনো অবসর! টিউশনি করে নিজের পড়াশোনা ও পরিবারকে সহযোগিতা করতে হচ্ছিল সমানতালে। ২০১৭ সালে দুটি টিউশনি নেমে আসে একটিতে। ফলে পড়ালেখা চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তিনি।
ঝরে পড়ার শঙ্কায় আবু বকরের পৃথিবী যখন মেঘাচ্ছন্ন, তখনই পাশে পান ফেসবুকভিত্তিক সংগঠন ‘পে ইট ফরওয়ার্ড’কে। এই সংগঠন থেকে পাওয়া মাসিক বৃত্তি নিয়ে চালিয়ে যান পড়াশোনা। সেই সুযোগ হেলায় হারাননি আবু বকর। স্নাতক ও স্নাতকোত্তরে যথাক্রমে ৩ দশমিক ৬২ এবং ৩ দশমিক ৬৫ পেয়ে হন প্রথম শ্রেণিতে প্রথম। স্নাতকে অনুষদ সেরা ফলের জন্য ২০২০ সালে পান প্রধানমন্ত্রী স্বর্ণপদকও।
কদিন আগে জীবনের সবচেয়ে বড় সুখবরটি পেয়েছেন আবু বকর। গত মাসের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন তিনি।
তাঁর বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রাম নগরে প্রাইভেটকার চালান। তাঁর আয়ে ঠিকমতো চলতো না সংসার। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই আবু বকরকে বাসা ভাড়ার অর্ধেক এবং মায়ের আনুষঙ্গিক খরচ দিতে হতো। তাই ক্লাসের শেষে তাঁকে ছুটতে হতো টিউশনিতে। সেখান থেকে ঘরে ফিরে নিজের পড়াশোনার সঙ্গে ছিল দুই ছোট বোনকে পড়ানোর তাড়া।
উচ্ছ্বসিত আবু বকর বলেন, ‘বাবা সারা জীবন পরিশ্রম করেছেন। নিজে পড়াশোনা না করলেও আমাদের পড়াশোনা করিয়েছেন। মায়েরও কষ্ট ছিল। তাঁরা পাশে না থাকলে হয়তো বহু আগেই মাঝপথে ঝরে গিয়ে কোনো চাকরিতে ঢুকে যেতে হতো। পে ইট ফরওয়ার্ড, শিক্ষক ও বন্ধুদের কাছেও আমি কৃতজ্ঞ।’
গর্বিত বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার প্রাইভেটকারে যাঁরা চড়তেন তাঁদের অনেককেই দেখতাম উচ্চশিক্ষিত। সেই থেকে আমার মনে স্বপ্ন দানা বাঁধে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে