বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
বান্দরবানে করোনা সুরক্ষা টিকার বুস্টার (তৃতীয়) ডোজ দেওয়া বন্ধ রয়েছে। এতে অনেককে টাকা খরচ করে কেন্দ্রে এসেও ফিরে যেতে হচ্ছে। পাহাড়ি এলাকা হওয়ায় শারীরিক পরিশ্রমের পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে তাঁদের।
ভুক্তভোগীদের অভিযোগ, টিকা দেওয়া বন্ধের কথা আগে-ভাগে জানিয়ে দেওয়া হলে এই ভোগান্তিতে পড়তে হতো না। এমনকি টিকা বন্ধ থাকার বিষয়ে জানতে চেয়েও অনেকে সঠিক তথ্য পাচ্ছেন না।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জিয়াউল হায়দার বলেন, ইপিআই কেন্দ্রে টিকা দেওয়া হলেও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই। এর দেখভালের দায়িত্ব সিভিল সার্জন কার্যালয়ের। তবে বুস্টার ডোজ বন্ধের বিষয়টি তিনি আগে জানতেন না। সোমবার সকাল ১০টার দিকে জানতে পেরেছেন। অথচ লোকজন টিকা দিতে না পেরে সবকিছুর জন্য তাঁকেই দায়ী করছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, বুস্টার ডোজ দেওয়ার মেয়াদ থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। জনসংখ্যা কম থাকায় একসঙ্গে বেশি করে টিকা আনা সম্ভব না, আবার এনে রাখা যাচ্ছে না। টিকার সংকট স্বীকার করে সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী বলেন, তাঁরা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব বুস্টার ডোজের টিকা বান্দরবানে এনে কার্যক্রম সচল রাখতে।
সদর হাসপাতালের আরএমও বলেন, বান্দরবানে বুস্টার ডোজ না থাকার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে। সেখান থেকে কাল বৃহস্পতিবার পর্যন্ত টিকা পাঠানো সম্ভব না বলে জানানো হয়েছে। ২৫ মার্চের দিকে বুস্টার ডোজের জন্য মডার্নার টিকা বান্দরবানে পাঠানো হবে। তবে তিনি চেষ্টা করছেন, আশপাশের জেলা থেকে হলেও এনে বুস্টার ডোজ দেওয়া সচল রাখতে।
গত সোমবার বেলা ১১টার দিকে বান্দরবান সদর হাসপাতালে গিয়ে জানা যায়, করোনা সুরক্ষার বুস্টার ডোজ দেওয়া বন্ধ রয়েছে। অনেকে টিকা নিতে এসে ‘বন্ধ’ জেনে ফিরে যাচ্ছেন, আবার কেউ কেউ খোঁজ নিচ্ছেন কবে নাগাদ বুস্টার দিতে পারবেন। কেউ কেউ জানার চেষ্টা করেন, নির্ধারিত তারিখের পর বুস্টার দিতে না পারলে পরে টিকা নেওয়ায় কোনো সমস্যা হবে কি না?
জানতে চাইলে সিভিল সার্জন এ বিষয়ে বলেন, ‘বুস্টার ডোজের টিকা সংরক্ষণের মেয়াদ এক মাস, তাই ঝুঁকি এড়াতে বেশি টিকা আনা যাচ্ছে না। বান্দরবানে জনসংখ্যা কম, তাই অল্প টিকা আনতে হয়। একসঙ্গে বেশি টিকা আনার পর মেয়াদ শেষ হয়ে গেলে আর প্রয়োগ করা যাবে না। আপাতত বান্দরবানে বুস্টার ডোজ স্টক নেই। সোমবার সকালের পর থেকে বুস্টার ডোজ দেওয়া সাময়িক বন্ধ রয়েছে।’
সোমবার সদর হাসপাতালে আসা টিকাপ্রার্থী রেখা দাশ বলেন, অনেকক্ষণ বসে থাকার পর জানতে পেরেছেন বুস্টার টিকা দেওয়া বন্ধ। একই ধরনের কথা বলেন লুসি মজুমদার। ‘কাজকর্ম ফেলে রিকশা ভাড়া দিয়ে টিকা দিতে এসে জানতে পারি টিকা দেওয়া বন্ধ। তাই ফিরে যাচ্ছি’—বলেন লুসি মজুমদার।
তাঁদের আগেও কয়েকজন ফিরে গেছেন বলে জানা যায়। নির্ধারিত সময়ের পর টিকা দেওয়া যাবে কি না, সেটা তাঁরা নিশ্চিত নন। তাই জানার চেষ্টা করছেন।
সাংবাদিক সোহেল কান্তি নাথ বলেন, তিনিসহ আরেক সহকর্মী বুস্টার ডোজ নিতে এসে বন্ধের কথা জানতে পারেন। বেশ কয়েকজন বুস্টার ডোজ না পেয়ে তাঁকে দুর্ভোগের কথা জানিয়েছেন। আবার কবে টিকা আসবে, সেটিও নিশ্চিত জানতে না পারায় চিন্তায় পড়েছেন।
সিভিল সার্জন বলেন, বুস্টার ডোজ হিসেবে বান্দরবানে মডার্না দেওয়া হচ্ছে, এটি সর্বোচ্চ ১ মাস রাখা যায়। মেয়াদোত্তীর্ণের শঙ্কা থাকায় বেশি টিকা আনা যাচ্ছে না। এর আগে বুস্টার ডোজের জন্য আনা মডার্নার প্রায় ২৩ হাজার ডোজ নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম হাসপাতালে পাঠিয়ে দিতে হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবানের জনসংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৮৬৬। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৪২৩ জন। এখন পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন ১৪ হাজার ৮৮৪ জন।
বান্দরবানে করোনা সুরক্ষা টিকার বুস্টার (তৃতীয়) ডোজ দেওয়া বন্ধ রয়েছে। এতে অনেককে টাকা খরচ করে কেন্দ্রে এসেও ফিরে যেতে হচ্ছে। পাহাড়ি এলাকা হওয়ায় শারীরিক পরিশ্রমের পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে তাঁদের।
ভুক্তভোগীদের অভিযোগ, টিকা দেওয়া বন্ধের কথা আগে-ভাগে জানিয়ে দেওয়া হলে এই ভোগান্তিতে পড়তে হতো না। এমনকি টিকা বন্ধ থাকার বিষয়ে জানতে চেয়েও অনেকে সঠিক তথ্য পাচ্ছেন না।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জিয়াউল হায়দার বলেন, ইপিআই কেন্দ্রে টিকা দেওয়া হলেও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই। এর দেখভালের দায়িত্ব সিভিল সার্জন কার্যালয়ের। তবে বুস্টার ডোজ বন্ধের বিষয়টি তিনি আগে জানতেন না। সোমবার সকাল ১০টার দিকে জানতে পেরেছেন। অথচ লোকজন টিকা দিতে না পেরে সবকিছুর জন্য তাঁকেই দায়ী করছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, বুস্টার ডোজ দেওয়ার মেয়াদ থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। জনসংখ্যা কম থাকায় একসঙ্গে বেশি করে টিকা আনা সম্ভব না, আবার এনে রাখা যাচ্ছে না। টিকার সংকট স্বীকার করে সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী বলেন, তাঁরা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব বুস্টার ডোজের টিকা বান্দরবানে এনে কার্যক্রম সচল রাখতে।
সদর হাসপাতালের আরএমও বলেন, বান্দরবানে বুস্টার ডোজ না থাকার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে। সেখান থেকে কাল বৃহস্পতিবার পর্যন্ত টিকা পাঠানো সম্ভব না বলে জানানো হয়েছে। ২৫ মার্চের দিকে বুস্টার ডোজের জন্য মডার্নার টিকা বান্দরবানে পাঠানো হবে। তবে তিনি চেষ্টা করছেন, আশপাশের জেলা থেকে হলেও এনে বুস্টার ডোজ দেওয়া সচল রাখতে।
গত সোমবার বেলা ১১টার দিকে বান্দরবান সদর হাসপাতালে গিয়ে জানা যায়, করোনা সুরক্ষার বুস্টার ডোজ দেওয়া বন্ধ রয়েছে। অনেকে টিকা নিতে এসে ‘বন্ধ’ জেনে ফিরে যাচ্ছেন, আবার কেউ কেউ খোঁজ নিচ্ছেন কবে নাগাদ বুস্টার দিতে পারবেন। কেউ কেউ জানার চেষ্টা করেন, নির্ধারিত তারিখের পর বুস্টার দিতে না পারলে পরে টিকা নেওয়ায় কোনো সমস্যা হবে কি না?
জানতে চাইলে সিভিল সার্জন এ বিষয়ে বলেন, ‘বুস্টার ডোজের টিকা সংরক্ষণের মেয়াদ এক মাস, তাই ঝুঁকি এড়াতে বেশি টিকা আনা যাচ্ছে না। বান্দরবানে জনসংখ্যা কম, তাই অল্প টিকা আনতে হয়। একসঙ্গে বেশি টিকা আনার পর মেয়াদ শেষ হয়ে গেলে আর প্রয়োগ করা যাবে না। আপাতত বান্দরবানে বুস্টার ডোজ স্টক নেই। সোমবার সকালের পর থেকে বুস্টার ডোজ দেওয়া সাময়িক বন্ধ রয়েছে।’
সোমবার সদর হাসপাতালে আসা টিকাপ্রার্থী রেখা দাশ বলেন, অনেকক্ষণ বসে থাকার পর জানতে পেরেছেন বুস্টার টিকা দেওয়া বন্ধ। একই ধরনের কথা বলেন লুসি মজুমদার। ‘কাজকর্ম ফেলে রিকশা ভাড়া দিয়ে টিকা দিতে এসে জানতে পারি টিকা দেওয়া বন্ধ। তাই ফিরে যাচ্ছি’—বলেন লুসি মজুমদার।
তাঁদের আগেও কয়েকজন ফিরে গেছেন বলে জানা যায়। নির্ধারিত সময়ের পর টিকা দেওয়া যাবে কি না, সেটা তাঁরা নিশ্চিত নন। তাই জানার চেষ্টা করছেন।
সাংবাদিক সোহেল কান্তি নাথ বলেন, তিনিসহ আরেক সহকর্মী বুস্টার ডোজ নিতে এসে বন্ধের কথা জানতে পারেন। বেশ কয়েকজন বুস্টার ডোজ না পেয়ে তাঁকে দুর্ভোগের কথা জানিয়েছেন। আবার কবে টিকা আসবে, সেটিও নিশ্চিত জানতে না পারায় চিন্তায় পড়েছেন।
সিভিল সার্জন বলেন, বুস্টার ডোজ হিসেবে বান্দরবানে মডার্না দেওয়া হচ্ছে, এটি সর্বোচ্চ ১ মাস রাখা যায়। মেয়াদোত্তীর্ণের শঙ্কা থাকায় বেশি টিকা আনা যাচ্ছে না। এর আগে বুস্টার ডোজের জন্য আনা মডার্নার প্রায় ২৩ হাজার ডোজ নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম হাসপাতালে পাঠিয়ে দিতে হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবানের জনসংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৮৬৬। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৪২৩ জন। এখন পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন ১৪ হাজার ৮৮৪ জন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে