নাজিম আল শমষের, ঢাকা
দাবাটা ভালোই খেলতেন আজিজুল হক। বাবা যেখানে থেমেছেন, সেখান থেকেই শুরু করে মেয়ে জান্নাতুল ফেরদৌস আজ ১৭ বছর বয়সে জাতীয় নারী দাবা চ্যাম্পিয়ন।
২০০৯ সালে শারমীন সুলতানা শিরিনের পর জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের ট্রফিটা ঘুরপাক খাচ্ছিল পরিচিত এক বৃত্তের মধ্যে। রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন রানী হামিদ তো ছিলেনই। কখনো নাজরানা খান ইভা, শামীমা আক্তার লিজা অথবা শিরিন; নারী দাবায় কৌশলের বোর্ডে দাপট অভিজ্ঞ দাবাড়ুদের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। আহমেদ ওয়ালিজার মতো মেধাবীদের আগমন কিছুটা নতুনত্ব দিয়েছে ঠিকই কিন্তু ঘুরেফিরে ছড়িটা ঘুরিয়েছেন অভিজ্ঞরাই। অভিজ্ঞদের দাপট থামিয়ে এবার বাজিমাত করেছেন নবীন জান্নাতুল ফেরদৌস। স্কটিশ রাজা রবার্ট ব্রুসের মতো টানা ছয়বার ব্যর্থ হয়ে সপ্তম আসরেই সাফল্যের আনন্দে ভেসেছেন জান্নাত, কিস্তিমাত করেছেন শিরোপার চালে।
৪০তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড পর্যন্ত শীর্ষস্থানটা দখলে ছিল চার দাবাড়ুর দখলে। নবম রাউন্ডে এসে ঘুরে গেল খেলার মোড়। বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজাকে হারিয়ে এককভাবে শীর্ষস্থানটা দখলে নিয়েছেন জান্নাত। আগের রাউন্ড পর্যন্ত মনের আনন্দ নিয়ে খেলা জান্নাতও পেয়ে পেলেন শিরোপার ঘ্রাণ। তবে নাটকের শেষটা হয়েছে জমজমাট। একাদশ বা শেষ রাউন্ডে শীর্ষস্থানটা একসঙ্গে চারজনের দখলে। চ্যাম্পিয়ন নির্ধারণে হয় টাইব্রেকিং। সেখানে শেষ হাসি হেসে চ্যাম্পিয়ন ‘নতুন মুখ’ জান্নাত।
রানী হামিদ-নাজরানা খান ইভাদের মতো অভিজ্ঞ-কঠিন সব প্রতিপক্ষ, একটুকুও কি ভয় ধরেনি মনে? উত্তরটা জান্নাতের কাছ থেকেই শুনুন, ‘তাদের সঙ্গে প্রথম প্রথম খেলতে খুব মজা পেতাম। একটা সময় মনে হলো আমিও পারি তাদের হারাতে। এরপর ধীরে ধীরে তাদের হারাতে শুরু করেছি। এখন নিয়মিতই পারি।’
জাতীয় পর্যায়ে প্রথম হলেও জান্নাত শিরোপার স্বাদ পেয়েছেন ২০২০ সালেই। সাফ অনূর্ধ্ব-১৬-এর র্যাপিড দাবায় উন্মুক্ত বিভাগে হয়েছেন চ্যাম্পিয়ন। মতিঝিল কলোনি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া জান্নাতের আরেক পরিচয় তিনি গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের শিষ্য। ছাত্রীর মতো শিক্ষক রাজীবও এবার জিতেছেন জাতীয় প্রিমিয়ার দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম শিরোপা। গুরুর মতো জান্নাতের স্বপ্ন বাংলাদেশের একজন গ্র্যান্ডমাস্টার হওয়া।
জান্নাতের শিরোপা জয়ে রাজীবের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তবে আসল ধন্যবাদটা প্রাপ্য তাঁর বাবা আজিজুল হকের। মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক শৈশব থেকে মেয়েকে দিয়েছেন দাবার প্রাথমিক পাঠ। মনে বুনে দিয়েছেন গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্নটা। মেয়ের মতো ছেলে সাজিদকেও দাবার পাঠ দিয়েছেন বাবা আজিজুল। সপ্তম শ্রেণিতে পড়ুয়া সাজিদ এরই মধ্যে রাষ্ট্রপতির হাত থেকে নিয়েছে পুরস্কারও। সন্তানদের নিয়ে তাঁর স্বপ্ন এখন আকাশসম।
দাবাটা ভালোই খেলতেন আজিজুল হক। বাবা যেখানে থেমেছেন, সেখান থেকেই শুরু করে মেয়ে জান্নাতুল ফেরদৌস আজ ১৭ বছর বয়সে জাতীয় নারী দাবা চ্যাম্পিয়ন।
২০০৯ সালে শারমীন সুলতানা শিরিনের পর জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের ট্রফিটা ঘুরপাক খাচ্ছিল পরিচিত এক বৃত্তের মধ্যে। রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন রানী হামিদ তো ছিলেনই। কখনো নাজরানা খান ইভা, শামীমা আক্তার লিজা অথবা শিরিন; নারী দাবায় কৌশলের বোর্ডে দাপট অভিজ্ঞ দাবাড়ুদের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। আহমেদ ওয়ালিজার মতো মেধাবীদের আগমন কিছুটা নতুনত্ব দিয়েছে ঠিকই কিন্তু ঘুরেফিরে ছড়িটা ঘুরিয়েছেন অভিজ্ঞরাই। অভিজ্ঞদের দাপট থামিয়ে এবার বাজিমাত করেছেন নবীন জান্নাতুল ফেরদৌস। স্কটিশ রাজা রবার্ট ব্রুসের মতো টানা ছয়বার ব্যর্থ হয়ে সপ্তম আসরেই সাফল্যের আনন্দে ভেসেছেন জান্নাত, কিস্তিমাত করেছেন শিরোপার চালে।
৪০তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড পর্যন্ত শীর্ষস্থানটা দখলে ছিল চার দাবাড়ুর দখলে। নবম রাউন্ডে এসে ঘুরে গেল খেলার মোড়। বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজাকে হারিয়ে এককভাবে শীর্ষস্থানটা দখলে নিয়েছেন জান্নাত। আগের রাউন্ড পর্যন্ত মনের আনন্দ নিয়ে খেলা জান্নাতও পেয়ে পেলেন শিরোপার ঘ্রাণ। তবে নাটকের শেষটা হয়েছে জমজমাট। একাদশ বা শেষ রাউন্ডে শীর্ষস্থানটা একসঙ্গে চারজনের দখলে। চ্যাম্পিয়ন নির্ধারণে হয় টাইব্রেকিং। সেখানে শেষ হাসি হেসে চ্যাম্পিয়ন ‘নতুন মুখ’ জান্নাত।
রানী হামিদ-নাজরানা খান ইভাদের মতো অভিজ্ঞ-কঠিন সব প্রতিপক্ষ, একটুকুও কি ভয় ধরেনি মনে? উত্তরটা জান্নাতের কাছ থেকেই শুনুন, ‘তাদের সঙ্গে প্রথম প্রথম খেলতে খুব মজা পেতাম। একটা সময় মনে হলো আমিও পারি তাদের হারাতে। এরপর ধীরে ধীরে তাদের হারাতে শুরু করেছি। এখন নিয়মিতই পারি।’
জাতীয় পর্যায়ে প্রথম হলেও জান্নাত শিরোপার স্বাদ পেয়েছেন ২০২০ সালেই। সাফ অনূর্ধ্ব-১৬-এর র্যাপিড দাবায় উন্মুক্ত বিভাগে হয়েছেন চ্যাম্পিয়ন। মতিঝিল কলোনি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া জান্নাতের আরেক পরিচয় তিনি গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের শিষ্য। ছাত্রীর মতো শিক্ষক রাজীবও এবার জিতেছেন জাতীয় প্রিমিয়ার দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম শিরোপা। গুরুর মতো জান্নাতের স্বপ্ন বাংলাদেশের একজন গ্র্যান্ডমাস্টার হওয়া।
জান্নাতের শিরোপা জয়ে রাজীবের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তবে আসল ধন্যবাদটা প্রাপ্য তাঁর বাবা আজিজুল হকের। মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক শৈশব থেকে মেয়েকে দিয়েছেন দাবার প্রাথমিক পাঠ। মনে বুনে দিয়েছেন গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্নটা। মেয়ের মতো ছেলে সাজিদকেও দাবার পাঠ দিয়েছেন বাবা আজিজুল। সপ্তম শ্রেণিতে পড়ুয়া সাজিদ এরই মধ্যে রাষ্ট্রপতির হাত থেকে নিয়েছে পুরস্কারও। সন্তানদের নিয়ে তাঁর স্বপ্ন এখন আকাশসম।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে