দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

তিতাস প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০৬: ১৭
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩: ১২

তিতাসে দুই সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, কড়িকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হান্নান মন্ডল ইউসুফপুর গ্রামে গত মঙ্গলবার বিকেলে সভার আয়োজন করেন। সভা শেষে বাড়ি ফেরার পথে হান্নান মন্ডলের চাচাতো ভাই মিজানকে (৬০) বর্তমান ইউপি সদস্য রাসেল মিয়ার সমর্থকেরা মারধর করেন। এ সময় মিজানের চিৎকার শুনে তাঁর স্বজনেরা এগিয়ে আসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এমদাদুল হক শুভ বলেন, ৮ থেকে ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুজনকে এখানে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

হান্নান গ্রুপের মান্নান (৩৯) বলেন, ‘আমার চাচাতো ভাই মিজান খুলনা থাকেন। গত মঙ্গলবার আমাদের বাড়িতে বেড়াতে আসেন। ভাইকে রাস্তায় একা পেয়ে রাসেল মেম্বারের লোকজন অতর্কিত হামলা করেন।’

ইউপি সদস্য রাসেল বলেন, ‘ওমর ফারুক ও আলাউদ্দিন কড়িকান্দি বাজার থেকে বাড়ি আসছিল। জব্বর ফরাজির বাড়ির সামনে তাঁদের পথরোধ করেন হান্নান, মান্নান ও আমির হোসেনসহ ১০ থেকে ১৫ জন। তাঁদের মারধর করে আমাকে খুঁজতে থাকে। এর আগেও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন হান্নানের লোকজন।’

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। দুপক্ষই লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।

উল্লেখ্যে গত ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর। এর মধ্যে তিতাস উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত