ঘরোয়া ফুটবলে নতুনত্ব আনার চেষ্টা বাফুফের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১: ১৮
Thumbnail image

লিখিত আকারে এক মাস আগে নতুন মৌসুমের সূচি প্রকাশ, বাংলাদেশের ঘরোয়া ফুটবলে রীতিমতো চমক! নতুন মৌসুমে আরও কিছু নতুনত্ব এনে চমকে দেওয়ার চেষ্টা কাজী সালাউদ্দিনের নেতৃত্বে থাকা পেশাদার লিগ কমিটির।

গতকাল বাফুফে কার্যালয়ে বৈঠক শেষে ২০২২-২৩ মৌসুমের নতুন সূচি ঘোষণা করেছে পেশাদার লিগ কমিটি। এবারও স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া স্বাধীনতা কাপে প্রিমিয়ার লিগের দলগুলোর সঙ্গে খেলবে আরও পাঁচটি দল। পাঁচটি দল আসবে চ্যাম্পিয়নশিপ লিগ ও আন্তবাহিনীর দলগুলোর মধ্যে বাছাইপর্ব খেলে।

 ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আদলে হবে বাংলাদেশের ঘরোয়া ফুটবল, গত কিছুদিনে এমনটাই শোনা যাচ্ছিল। প্রকাশিত সূচিতে উল্লেখ করা হয়েছে, প্রিমিয়ার লিগের মাঝামাঝি সময়ে চলবে ফেডারেশন কাপ, যেটি দেশের ফুটবল ইতিহাসে প্রথম। বিশ্বকাপের ডামাডোলের মাঝেই ৯ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল ফুটবল। ২০ ডিসেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ। শুধু সেমিফাইনাল ও ফাইনালের সময় বন্ধ থাকবে ঘরোয়া ফুটবল। প্রতিটি দল প্রতি সপ্তাহে খেলবে একটি করে ম্যাচ। বিপিএল ফুটবলের প্রথম লেগ শেষ ২৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগ ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে ২২ জুলাই। ফেডারেশন কাপের ফাইনাল ১৮ জুলাই।

বিপিএল ফুটবলের বিরতির ফাঁকে খেলার মধ্যেই থাকতে হবে ফুটবলারদের। পৃষ্ঠপোষক পেলে ২ এপ্রিল থেকে সুপার কাপের চতুর্থ সংস্করণ আয়োজনের কথা জানিয়েছেন পেশাদার লিগ কমিটির নতুন সভাপতি কাজী সালাউদ্দিন। মোট ছয় দল নিয়ে হবে সুপার কাপ। শীর্ষ চার দলের সঙ্গে বাকি দুই দল যোগ হবে বাছাইপর্বের মাধ্যমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত